Logo
×

Follow Us

মধ্যপ্রাচ্য

২০২৫ সালের প্রথমার্ধে দুবাই বিমানবন্দরের অভূতপূর্ব সাফল্য

Icon

অনলাইন ডেস্ক

প্রকাশ: ০৩ আগস্ট ২০২৫, ০৯:৫৮

২০২৫ সালের প্রথমার্ধে দুবাই বিমানবন্দরের অভূতপূর্ব সাফল্য

চলতি বছরের প্রথম ছয় মাসে (জানুয়ারি-জুন) দুবাই আন্তর্জাতিক বিমানবন্দর (DXB) বিশ্বব্যাপী যাত্রী পরিবহনে নতুন রেকর্ড গড়েছে। এই সময়কালে বিমানবন্দরটি ৪ কোটি ৬০ লাখ যাত্রীকে পরিষেবা দিয়েছে, যা আগের বছরের তুলনায় ২.৩% বেশি।

বিশ্বের অন্যতম ব্যস্ত এই বিমানবন্দরটি ২ লাখ ২২ হাজার ফ্লাইট পরিচালনা করেছে, যার মধ্যে এপ্রিল মাস ছিল সবচেয়ে ব্যস্ত, যেখানে ৮.৫ মিলিয়ন যাত্রী যাতায়াত করেছেন। গড় মাসিক যাত্রী সংখ্যা ছিল ৭.৭ মিলিয়ন, এবং দৈনিক যাত্রী সংখ্যা ২.৫৪ লাখ। এমনকি মে ও জুনে ভূরাজনৈতিক উত্তেজনার কারণে আকাশসীমা বন্ধ থাকলেও DXB তার কার্যক্রমে স্থিতিশীলতা বজায় রাখতে সক্ষম হয়েছে।

দুবাই এয়ারপোর্টসের সিইও পল গ্রিফিথস বলেন, “এই সাফল্য শুধু পরিসংখ্যান নয়, এটি আমাদের অপারেশনাল দক্ষতা, টিমওয়ার্ক এবং বিশ্বমানের সংযোগের প্রতিফলন।” তিনি আরো জানান, ২০২৫ সালের শেষ নাগাদ যাত্রী সংখ্যা ৯৬ মিলিয়নে পৌঁছাতে পারে, যা ১০ কোটি যাত্রীর প্রতীকী লক্ষ্যের কাছাকাছি।

এছাড়া, ব্যাগেজ হ্যান্ডলিং ও ইমিগ্রেশন পরিষেবায় DXB বিশ্বমানের সেবা নিশ্চিত করেছে। ২০২৫ সালের প্রথমার্ধে ৪১.৮ মিলিয়ন ব্যাগ পরিচালিত হয়েছে, যার ৯১% ব্যাগ ৪৫ মিনিটের মধ্যে পৌঁছে দেওয়া হয়েছে এবং মিশ্যান্ডল রেট মাত্র ২ ব্যাগ প্রতি ১,০০০ যাত্রী, যা বৈশ্বিক গড়ের চেয়ে অনেক ভালো।

এই সাফল্য দুবাইকে শুধু একটি বিমান চলাচলের কেন্দ্র নয়, বরং আন্তর্জাতিক পর্যটন, বাণিজ্য ও বিনিয়োগের গ্লোবাল হাব হিসেবে আরো দৃঢ়ভাবে প্রতিষ্ঠিত করছে।

তথ্যসূত্র: দৈনিক বণিক বার্তা

Logo