Logo
×

Follow Us

মধ্যপ্রাচ্য

মধ্যপ্রাচ্যের নিউজ আপডেট ২ আগস্ট ২০২৫

সামাজিক মাধ্যম নিয়ে গুরুত্বপূর্ণ পরামর্শ মক্কার গ্র্যান্ড খতিবের

Icon

অনলাইন ডেস্ক

প্রকাশ: ০২ আগস্ট ২০২৫, ২০:১৮

সামাজিক মাধ্যম নিয়ে গুরুত্বপূর্ণ পরামর্শ মক্কার গ্র্যান্ড খতিবের

বাহরাইন

বাহরাইনের ঈসা টাউনে অনুষ্ঠিত হলো দূতাবাসের ক্যাম্প

বাহরাইনের ঈসা টাউন এলাকায় অনুষ্ঠিত হলো প্রবাসীদের জন্য বাংলাদেশ দূতাবাসের কনস্যুলার ক্যাম্প। ১ আগস্ট শুক্রবার ঈসা টাউনের একটি স্থানীয় কমিউনিটি সেন্টারে এই ক্যাম্পের আয়োজন হয়। ক্যাম্পসেবা নিতে আসেন বিপুল সংখ্যক প্রবাসী বাংলাদেশি। বাহরাইনের আইন-কানুন, ট্রাফিক আইন, ভিসা সংশোধনের পদ্ধতি, শ্রমিকদের অধিকার এবং সাধারণ স্বাস্থ্যসেবাসহ বিভিন্ন বিষয়ে পরামর্শ দেন দূতাবাসের কর্মকর্তারা। সচেতনতামূলক সেমিনার ছাড়াও দূতাবাস দিনব্যাপী মোবাইল কনস্যুলার সার্ভিস ক্যাম্পের আয়োজন করে, যাতে বাহরাইনের ঈসা টাউন, তুবলী, জিদআলী, সালমাবাদ এবং আশপাশের এলাকার প্রবাসী বাংলাদেশিরা পাসপোর্ট সেবা, জন্মনিবন্ধন, আইনি সহায়তা, ওয়েজ আর্নার্স সদস্যপদ নিবন্ধন সেবা, বিনামূল্যে চিকিৎসা পরামর্শসহ বিভিন্ন কনস্যুলার এবং শ্রম কল্যাণ সেবা খুব সহজে নিতে পেরেছেন। বাংলাদেশের রাষ্ট্রদূত মো. রইস হাসান সরোয়ার নিজে কনস্যুলার ক্যাম্পে উপস্থিত থেকে প্রবাসীদের বিভিন্ন সমস্যার কথা শুনে তাৎক্ষণিক সমাধানের চেষ্টা করেন।দূতাবাসের অন্য কর্মকর্তারা সেমিনার ও কনস্যুলার ক্যাম্পে অংশগ্রহণ করেন।


সৌদি আরব

সামাজিক মাধ্যম নিয়ে গুরুত্বপূর্ণ পরামর্শ মক্কার গ্র্যান্ড খতিবের

ভুয়া সোশ্যাল মিডিয়া অ্যাকাউন্ট আর প্রযুক্তির অপব্যবহারের বিরুদ্ধে সতর্ক থাকার আহ্বান জানিয়েছেন মক্কার গ্র্যান্ড মসজিদের ইমাম শেখ ইয়াসের আল দোসারি। সৌদি গেজেট এই খবর দিয়েছে। শুক্রবার মক্কার গ্র্যান্ড মসজিদের ইমাম আল দোসারি জুমার খুতবায় মুসলমানদের প্রতি আহ্বান জানিয়েছেন, তারা যেন সংবাদ শেয়ার করার আগে তা যাচাই করে নেন। ভুয়া সোশ্যাল মিডিয়া অ্যাকাউন্ট থেকে তৈরি বিবৃতি এবং মিথ্যা ফতোয়া প্রচার করা এড়িয়ে চলেন। আল দোসারি সতর্ক করেছেন, অ্যাকাউন্টগুলোর মধ্যে অনেকগুলো ইচ্ছাকৃতভাবে ভুল তথ্য ছড়িয়ে দেয়, যাতে মানুষের খ্যাতি নষ্ট হয় এবং সমাজে বিভেদ সৃষ্টি করে। গ্র্যান্ড মসজিদের ইমাম উল্লেখ করেছেন, সোশ্যাল মিডিয়া প্রায়ই এমন জীবনযাপনকে সামনে আনছে, যা মানুষের মধ্যে ঈর্ষা, ক্ষোভ এবং অকৃতজ্ঞতার জন্ম দিচ্ছে। এই বিপদগুলো তাড়াতাড়ি শনাক্ত করা এবং সমাজের ভারসাম্য পুনরুদ্ধারের প্রয়োজনীয়তার উপর জোর দেন আল দোসারি। মোবাইল আসক্তি থেকে মুক্তি আর মানুষের জীবনের অগ্রাধিকার ঠিক করে সামাজিক যোগাযোগমাধ্যম থেকে সংক্ষিপ্ত বিরতি নেওয়ার উপদেশও দিয়েছেন।  

সংযুক্ত আরব আমিরাত

আমিরাতে দাবদাহ চলবে ১০ আগস্ট পর্যন্ত 

গ্রীষ্মে দাবদাহ তীব্র হওয়ার সাথে সাথে আরব আমিরাতের তাপমাত্রা ৫১.৮ ডিগ্রি সেলসিয়াসে পৌঁছেছে। খালিজ টাইমসের খবরে বলা হয়েছে, এ বছর এটাই দেশটির সর্বোচ্চ তাপমাত্রা। আল মির্জাম সময়কাল আসার সাথে সাথে দেশের আবহাওয়া আরো উষ্ণ হবে বলে আশঙ্কা করা হচ্ছে, যা ২৯ জুলাই থেকে ১০ আগস্টের মধ্যে পড়ে। এই সময়কালকে আমিরাতের সবচেয়ে উষ্ণতম সময় হিসেবে বিবেচিত হয়। এই সময়ে গরমের সাথে শুষ্কতা আর ধুলবালিযুক্ত মরুভূমির বাতাস থাকবে বলেও সতর্ক করেছে দেশটির আবহাওয়া অফিস। এই তীব্র দাবদাহ সত্ত্বেও দেশটির কিছু অংশে হালকা বৃষ্টিপাত, শিলাবৃষ্টি এবং তীব্র বাতাসও বয়ে যায়। এটাকে স্বাভাবিকই বলছেন দেশটির আবহাওয়াবিদরা।  

Logo