কুয়েতে চাঞ্চল্যকর নাগরিকত্ব জালিয়াতির ঘটনা প্রকাশ

অনলাইন ডেস্ক
প্রকাশ: ০২ আগস্ট ২০২৫, ০৯:১৪

কুয়েতে একটি সিরিয়ান পরিবারের মাধ্যমে সংঘটিত জাতীয়তা জালিয়াতির ঘটনা দেশজুড়ে আলোড়ন সৃষ্টি করেছে। কুয়েতের স্বরাষ্ট্র মন্ত্রণালয় জানিয়েছে, এই জালিয়াতির মাধ্যমে ১০৮ জনের নাগরিকত্ব বাতিল করা হয়েছে। তদন্তে উঠে এসেছে, একটি সিরিয়ান পরিবার দীর্ঘদিন ধরে ভুয়া নথি, জালিয়াতি সম্পর্ক এবং ভুয়া বংশ পরিচয়ের মাধ্যমে কুয়েতি নাগরিকত্ব অর্জন করেছে।
তদন্তের সূত্রপাত ঘটে যখন একজন ব্যক্তি কুয়েত আন্তর্জাতিক বিমানবন্দর থেকে পালানোর চেষ্টা করলে তাকে আটক করা হয়। জিজ্ঞাসাবাদে তিনি স্বীকার করেন, তিনি অবৈধভাবে নাগরিকত্ব পেয়েছেন এবং তার তথাকথিত “কুয়েতি” ভাইয়েরা আসলে সিরিয়ান নাগরিক। মূল পরিকল্পনাকারী ছিলেন একজন সিরিয়ান ব্যক্তি, যিনি নিজেকে বহুজনের পিতা হিসেবে পরিচয় দিয়ে ৫৩ জনের নাম তার নাগরিকত্ব ফাইলে অন্তর্ভুক্ত করেন।
আরো তদন্তে জানা যায়, তার ভাইও একইভাবে ভুয়া বিবাহ ও আত্মীয়তার নথি ব্যবহার করে একটি জালিয়াতি পরিবার গঠন করেন। এই দুই ভাই মিলে একাধিক প্রজন্ম, বিবাহ ও নির্ভরশীল সম্পর্কের মাধ্যমে একটি জালিয়াতি নেটওয়ার্ক গড়ে তোলেন।
ডিএনএ পরীক্ষার মাধ্যমে প্রমাণিত হয়েছে, এই ব্যক্তিদের মধ্যে কুয়েতি নাগরিকদের সঙ্গে কোনো জৈবিক সম্পর্ক নেই। তদন্তকারীরা বলছেন, এটি কুয়েতের ইতিহাসে সবচেয়ে জটিল ও বিস্তৃত নাগরিকত্ব জালিয়াতির ঘটনা।
বর্তমানে কুয়েতের সুপ্রিম ন্যাশনালিটি ইনভেস্টিগেশন কমিটি আরো শতাধিক মামলার তদন্ত করছে এবং ২০০ জনের বেশি সিরিয়ান নাগরিকত্ব হারাতে পারেন বলে ধারণা করা হচ্ছে। ইতিমধ্যে ১,০৬০ জনের নাগরিকত্ব বাতিল করা হয়েছে, যা দেশটির ইতিহাসে সর্ববৃহৎ নাগরিকত্ব জালিয়াতি অভিযান হিসেবে বিবেচিত হচ্ছে।
তথ্যসূত্র: গালফ নিউজ