Logo
×

Follow Us

মধ্যপ্রাচ্য

আগামী হজ মৌসুম সামনে রেখে ব্যাপক প্রস্তুতি সৌদি বিমানবন্দরগুলোর

Icon

অনলাইন ডেস্ক

প্রকাশ: ০২ আগস্ট ২০২৫, ০৯:১২

আগামী হজ মৌসুম সামনে রেখে ব্যাপক প্রস্তুতি সৌদি বিমানবন্দরগুলোর

সৌদি আরবের বিভিন্ন শহরের বিমানবন্দরগুলো, বিশেষ করে জেদ্দা, মদিনা, তায়েফ, দাম্মাম ও রিয়াদ; চলতি হজ মৌসুমে অভূতপূর্ব যাত্রী চাপ সামলাতে প্রস্তুত। দেশটির বেসামরিক বিমান চলাচল কর্তৃপক্ষ জানিয়েছে, এ বছর হজ উপলক্ষে বিমান চলাচলে নতুন রেকর্ড গড়ার সম্ভাবনা রয়েছে।

হজযাত্রীদের নির্বিঘ্ন যাত্রা নিশ্চিত করতে সৌদি সরকার বিমানবন্দরগুলোর অবকাঠামো, প্রযুক্তি ও মানবসম্পদে ব্যাপক উন্নয়ন করেছে। বিশেষ করে কিং আবদুল আজিজ আন্তর্জাতিক বিমানবন্দর (জেদ্দা) এবং প্রিন্স মোহাম্মদ বিন আবদুল আজিজ আন্তর্জাতিক বিমানবন্দর (মদিনা); এই দুটি হজের মূল প্রবেশদ্বার হিসেবে কাজ করছে। হজ টার্মিনালগুলোতে যাত্রীদের জন্য আলাদা প্রবেশপথ, দ্রুত ইমিগ্রেশন এবং আধুনিক লাগেজ হ্যান্ডলিং ব্যবস্থা চালু করা হয়েছে।

এছাড়া কিং খালিদ আন্তর্জাতিক বিমানবন্দর (রিয়াদ), কিং ফাহাদ আন্তর্জাতিক বিমানবন্দর (দাম্মাম) এবং তায়েফ আন্তর্জাতিক বিমানবন্দরও হজযাত্রী পরিবহনে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করছে। এসব বিমানবন্দরে অতিরিক্ত ফ্লাইট পরিচালনা, গ্রাউন্ড স্টাফ বৃদ্ধি এবং হজ সংক্রান্ত বিশেষ কাউন্টার স্থাপন করা হয়েছে।

কর্তৃপক্ষ জানিয়েছে, হজ মৌসুমে বিমানবন্দরগুলোতে যাত্রী সংখ্যা, ফ্লাইট সংখ্যা এবং সেবার মান; সবকিছুতেই রেকর্ড বৃদ্ধির সম্ভাবনা রয়েছে। ইতোমধ্যে বিভিন্ন আন্তর্জাতিক এয়ারলাইন্স অতিরিক্ত ফ্লাইট চালু করেছে এবং সৌদি এয়ারলাইন্স নিজস্ব বহরে নতুন বিমান যুক্ত করেছে।

বিশ্লেষকরা বলছেন, সৌদি আরবের এই প্রস্তুতি শুধু ধর্মীয় দায়িত্ব নয়, বরং পর্যটন ও বিমান খাতের সক্ষমতা বৃদ্ধির প্রতিফলন

তথ্যসূত্র: ট্রাভেল অ্যান্ড ট্যুর ওয়ার্ল্ড

Logo