Logo
×

Follow Us

মধ্যপ্রাচ্য

মধ্যপ্রাচ্যের নিউজ আপডেট ১ আগস্ট ২০২৫

বাহরাইনের ভিসা সহজ করতে আলোচনা

Icon

অনলাইন ডেস্ক

প্রকাশ: ০১ আগস্ট ২০২৫, ১৯:২৫

বাহরাইনের ভিসা সহজ করতে আলোচনা

বাহরাইন

বাহরাইনের ভিসা সহজ করতে আলোচনা

বাহরাইনে বাংলাদেশিদের ভিসা পাওয়া সহজীকরণের বিষয়ে দেশটির উপ-স্বরাষ্ট্রমন্ত্রীর সাথে বৈঠক করেছেন বাংলাদেশের রাষ্ট্রদূত মো. রইস হাসান সরোয়ার। বাহরাইনে বাংলাদেশ দূতাবাসের ফেসবুকে এই তথ্য দেওয়া হয়েছে। বাহরাইনে সাত বছর ধরে বন্ধ রয়েছে বাংলাদেশিদের ভিসা দেওয়া। কিন্তু এই ভিসা যেন খুলে দেওয়া হয়, সে জন্য বাংলাদেশ দূতাবাসের প্রচেষ্টা অব্যাহত রয়েছে। দেশটির উপ-স্বরাষ্ট্রমন্ত্রী লেফটেন্যান্ট জেনারেল আদেল  আল ফাদেলের সাথে বাংলাদেশের রাষ্ট্রদূতের এই বৈঠকে বাংলাদেশিদের জন্য ভিসা সহজ করা, দুই দেশের সম্পর্ক জোরদার করা, নিরাপত্তা-সংক্রান্ত সমস্যা নিয়েও তারা আলোচনা করেন। বাহরাইনের উপ-স্বরাষ্ট্রমন্ত্রী দূতাবাসের গণশুনানি, মোবাইল কনস্যুলার ক্যাম্প আয়োজনে রাষ্ট্রদূতের কাজের প্রশংসা করেন। সাত বছর আগে এক বাংলাদেশি মুয়াজ্জিন কর্তৃক এক বাহরাইনি ইমাম নিহতের ঘটনার জেরে বন্ধ হয়ে যায় বাংলাদেশিদের জন্য বাহরাইনের ভিসার দরজা। তবে ভিসা যাতে খোলা হয়, সে লক্ষ্যে দেশটির উপ-স্বরাষ্ট্রমন্ত্রীর সাথে এই বৈঠক গুরুত্বপূর্ণ বলে মনে করা হচ্ছে। যদিও এর আগে বাহরাইনের প্রধানমন্ত্রীর সাথেও এ বিষয় নিয়ে আলোচনা করেছেন বাংলাদেশের রাষ্ট্রদূত। সেই বৈঠকে বাহরাইনের প্রধানমন্ত্রী ও ক্রাউন প্রিন্স সালমান বিন হামাদ আল খালিফা বাংলাদেশিদের জন্য ভিসা আবার খুলে দিতে ইতিবাচক প্রতিশ্রুতি দিয়েছিলেন। উপ-স্বরাষ্ট্রমন্ত্রীর সাথে এ বৈঠকে স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের কমিটি এবং ফলোআপ বিভাগের প্রধান মেজর হুমুদ ইয়াকুব এবং দূতাবাসের কাউন্সেলর ও দূতালয়প্রধান এ. কে. এম. মহিউদ্দিন কায়েসও উপস্থিত ছিলেন। 

সৌদি আরব

মক্কায় ওমরাহ হাজিদের সংখ্যা বাড়ছে

সৌদি আরবে ১৫ জিলহজের পর থেকে ১২ লাখের বেশি হাজি ওমরাহ করেছেন। সৌদি গেজেটের খবরে বলা হয়েছে, এসব হাজি বিশ্বের ১০৯টি দেশ থেকে গেছেন সৌদি আরবে। গত বছরের এই সময়ের তুলনায় ৩০ শতাংশ বেশি হাজি ওমরাহ করতে গেছেন মক্কায়। এছাড়া ইস্যু করা ওমরাহ ভিসার সংখ্যাও ২৭ শতাংশ বৃদ্ধি পেয়েছে। সৌদি হজ ও ওমরাহ কর্তৃপক্ষ বলছে, ১৪ জিলহজ থেকে আনুষ্ঠানিকভাবে ওমরাহ মৌসুম শুরু হয়েছে। হজযাত্রী এবং দর্শনার্থীদের জন্য সরকারি পরিষেবার জন্য একীভূত ডিজিটাল প্রবেশদ্বার নুসুক প্ল্যাটফর্মের মাধ্যমে ভিসা প্রদান সহজতর করা হয়েছে। এই প্ল্যাটফর্মের মাধ্যমে পারমিট ইস্যু শুরু হয়েছে ১৫ জিলহজ থেকে, ফলে হজযাত্রীরা সহজেই অ্যাপয়েন্টমেন্ট বুক করতে এবং বিভিন্ন ভাষায় পরিষেবা পেতে পারেন। দেশটির সরকার মনে করছে, মসৃণ প্রক্রিয়া, ডিজিটাল কনটেন্ট সম্প্রসারিত করা এবং হজযাত্রীদের আতিথেয়তা ও নিরাপত্তার মানদণ্ডে অব্যাহত অগ্রগতি নিশ্চিত করার জন্য হাজিদের সংখ্যা দিন দিন বাড়ছে।  

সংযুক্ত আরব আমিরাত

কখনো তীব্র তাপ, ধূলিঝড়; কখনো বাদলা

উথাল-পাথাল আবহাওয়া চলছে সংযুক্ত আরব আমিরাতে। কখনো তীব্র তাপ, ধূলিঝড়; কখনো বাদলা। গালফ নিউজের খবরে বলা হয়েছে, শুক্রবার দুবাই ও আবুধাবিতে তীব্র তাপ এবং ধুলাবালির বাতাসের প্রভাবসহ উভয় শহরেই তাপমাত্রা ৪৩ ডিগ্রি সেলসিয়াসে পৌঁছেছে। দিন এবং রাতজুড়ে ধুলাবালির বাতাসের আশঙ্কা রয়েছে। অন্যদিকে আল আইনে হঠাৎ বৃষ্টির দেখা মিলছে। দুই শহরেই কুয়াশা তৈরির সম্ভাবনা রয়েছে বলেও জানিয়েছে দেশটির আবহাওয়া অফিস। এমন আবহাওয়া বাসিন্দাদের স্বাস্থ্যের জন্য ঝুঁকিপূর্ণ হতে পারে বলে আশঙ্কা করা হচ্ছে। 

কুয়েত

মাদকবিরোধী অভিযানে বড় মাদক নেটওয়ার্কের সন্ধান

কুয়েতে মাদকবিরোধী এক অভিযানে দেশটির সবচেয়ে বড় মাদক নেটওয়ার্কের সন্ধান পেয়েছে দেশটির পুলিশ। অভিযানে ৮ লাখের বেশি এক ধরনের মাদক ক্যাপসুল জব্দ করা হয়েছে। অভিযানে মাদক চোরাচালান ও বিতরণে জড়িত দেশের বৃহত্তম পরিচিত অপরাধী নেটওয়ার্ক ভেঙে দিয়েছে দেশটির পুলিশ। অভিযানে বেশ কয়েকজন মাদক ব্যবসায়ীকে ধরা হয়েছে। কুয়েত স্বরাষ্ট্র মন্ত্রণালয় নিশ্চিত করেছে, ক্রিমিনাল সিকিউরিটি সেক্টরের অধীনে পরিচালিত জেনারেল ডিপার্টমেন্ট অব ড্রাগ কন্ট্রোল, সপ্তাহব্যাপী নজরদারি ও সমন্বিত তদন্তের পর এই অভিযান পরিচালনা করেছে। চোরাচালান চক্রটি দেশটির কেন্দ্রীয় কারাগারের ভেতর থেকে পরিচালনা করছিল। প্রধান সন্দেহভাজন একজন কুয়েতি নাগরিক বলে জানানো হয়েছে। 

Logo