মধ্যপ্রাচ্যের নিউজ আপডেট ৩১ জুলাই ২০২৫
কর্মীদের স্ট্যাটাস ঠিক করার সময় ৬০ দিন বেঁধে দিল সৌদি

অনলাইন ডেস্ক
প্রকাশ: ৩১ জুলাই ২০২৫, ২০:৩৩

সৌদি আরব
কর্মীদের স্ট্যাটাস ঠিক করার সময় ৬০ দিন বেঁধে দিল সৌদি
সৌদি আরবের মানবসম্পদ ও সামাজিক উন্নয়ন মন্ত্রণালয় কিউয়া প্ল্যাটফর্মে কর্মীর অনুপস্থিতি ও কাজের চুক্তি বাতিলের নিয়মাবলিতে কিছু আপডেট এনেছে। সৌদি গেজেট এই খবর দিয়েছে। তাতে কর্মী বা শ্রমিকদের কাজের স্ট্যাটাস ঠিক করার জন্য দুই মাস সময় দেওয়ার নিয়ম করা হয়েছে।
কেউ কাজে অনুপস্থিত থাকলে তার রিপোর্ট করার নতুন দুটি প্রধান শর্ত যুক্ত হয়েছে। যেমন কর্মীর ইকামার মেয়াদ ৬০ দিন বৈধ থাকতে হবে। আর কর্মীর কোনো সক্রিয় কর্মচুক্তি থাকা যাবে না।
কর্মচুক্তির মেয়াদ শেষ হওয়ার পর নতুন নিয়োগকর্তার মাধ্যমে সেবা হস্তান্তর করতে চূড়ান্তভাবে সৌদি ছেড়ে যেতে অথবা বর্তমান নিয়োগকর্তার সাথে আবার চুক্তিবদ্ধ হতে তার হাতে ৬০ দিনের সময় থাকবে। এই সময়ের মধ্যে কর্মী কোনো পদক্ষেপ না নিলে কর্মী কাজে অনুপস্থিত বলে রেকর্ড করা হবে। আপডেট করা সিস্টেমে আরো বলা হয়েছে, যদি কোনো কাজের চুক্তিতে নোটিসের সময়কাল শেষ হয়ে যায়, তা নিয়োগকর্তা বা কর্মীর সিদ্ধান্তের মাধ্যমেই হোক বা চুক্তিভিত্তিক সম্পর্ক শেষ হয়ে হোক, তাহলে চুক্তিটি "সমাপ্ত" হিসেবে চিহ্নিত করা হবে। এই সময়ের মধ্যে কর্মী যদি কোনো ব্যবস্থা না নেয়, তাহলে তার তথ্য অটো চলে যাবে সৌদি স্বরাষ্ট্র ও শ্রম মন্ত্রণালয়ে। এছাড়া কিউয়া প্ল্যাটফর্ম থেকে এখন স্যালারি সার্টিফিকেট ও সার্ভিস সার্টিফিকেটও পাওয়া যাবে।
সংযুক্ত আরব আমিরাত
সোনার কয়েন না অলংকার, কী কিনছেন মানুষ...?
সংযুক্ত আরব আমিরাতের ক্রেতারা সোনার কয়েন ও বার বেশি কিনছেন বলে তথ্য উঠে এসেছে। সেই তুলনায় সোনার গহনা মানুষ কিনছে অনেক কম। খালিজ টাইমসের খবরে বলা হয়েছে, সংযুক্ত আরব আমিরাতে গহনার চাহিদা বছরে ১৬ শতাংশ পর্যন্ত কমেছে। বিপরীতে বিশ্বব্যাপী অর্থনৈতিক অনিশ্চয়তার কারণে সংযুক্ত আরব আমিরাতের ক্রেতারা ক্রমবর্ধমানভাবে সোনার বার ও কয়েন কিনছেন। খবরে বলা হয়েছে, বিশ্বব্যাপী সোনার দাম বৃদ্ধি গত এক বছরে ১০০ দিরহাম পর্যন্ত বেড়েছে। একই সাথে সোনার গহনা কেনা কমিয়ে আনছেন ক্রেতারা। সোনার কয়েন ও বার কেনার হার বেড়েছে ২৫ শতাংশ। গ্রাহকরা বিনিয়োগের উদ্দেশ্যেই মূলত সোনার বার এবং কয়েনের দিকে ঝুঁকছেন। আর ব্যক্তিগত ব্যবহারের জন্য তুলনামুলক কম দামের ১৮ ক্যারেট গহনা কিনছেন। রিপোর্টে আরো বলা হয়েছে, ২০২৫ সালের দ্বিতীয় প্রান্তিকে সোনার মোট চাহিদা বছরে ৪৫ শতাংশ বেড়ে ১৩২ বিলিয়ন ডলারে পৌঁছেছে।