Logo
×

Follow Us

মধ্যপ্রাচ্য

ওমানে সরকারি চাকরিতে ৮১১টি শূন্যপদ

Icon

অনলাইন ডেস্ক

প্রকাশ: ৩১ জুলাই ২০২৫, ১২:৪৪

ওমানে সরকারি চাকরিতে ৮১১টি শূন্যপদ

ওমানের শ্রম মন্ত্রণালয় সম্প্রতি ঘোষণা করেছে যে বিভিন্ন সরকারি ইউনিটে ৮১১টি শূন্যপদ খালি রয়েছে, যা ৭ আগস্ট ২০২৫ থেকে আবেদনযোগ্য হবে। এই পদগুলো ব্যাচেলর ডিগ্রি, জেনারেল এডুকেশন ডিপ্লোমা (GED) এবং তার নিচের শিক্ষাগত যোগ্যতাসম্পন্নদের জন্য বরাদ্দ করা হয়েছে। এর মধ্যে ৬০৭টি পদ উচ্চ শিক্ষাগত যোগ্যতাসম্পন্নদের জন্য এবং ২০৪টি পদ জিইডি ও তার নিচের পর্যায়ের জন্য নির্ধারিত।

তবে প্রবাসীদের জন্য এই পদগুলোতে আবেদন করার সুযোগ অত্যন্ত সীমিত। ওমান সরকার বর্তমানে “ওমানাইজেশন” নীতিমালার আওতায় স্থানীয় নাগরিকদের কর্মসংস্থানকে অগ্রাধিকার দিচ্ছে। সাম্প্রতিক নিয়ম অনুযায়ী, সরকারি ইউনিট ও সরকার নিয়ন্ত্রিত সংস্থাগুলোতে বিদেশি কর্মী নিয়োগে কঠোর বিধিনিষেধ আরোপ করা হয়েছে।

নতুন নীতিমালায় উল্লেখ আছে:

- ৩০টির বেশি পেশায় বিদেশিদের নিয়োগ নিষিদ্ধ করা হয়েছে।

- সরকারি চাকরিতে অ-ওমানিদের নিয়োগের আগে প্রমাণ দিতে হবে যে কোনো ওমানি নাগরিক ওই পদে পাওয়া যাচ্ছে না।

- ওমানাইজেশন কোটা পূরণ না করলে নিয়োগ অনুমোদন মিলবে না।

ফলে এই ৮১১টি সরকারি পদে প্রবাসীদের সরাসরি আবেদন করার সুযোগ নেই, যদি না তারা বিশেষ দক্ষতা ও অনুমোদনসহ ওমান সরকারের নির্ধারিত শর্ত পূরণ করেন।

তথ্যসূত্র: টাইমস অব ওমান, গালফ নিউজ

Logo