দুবাইয়ের আন্তর্জাতিক বিশ্ববিদ্যালয়গুলোর স্কলারশিপ ঘোষণা

অনলাইন ডেস্ক
প্রকাশ: ৩১ জুলাই ২০২৫, ১২:৪১

দুবাইয়ের উচ্চশিক্ষায় বড় বিশ্ববিদ্যালয়গুলোর ভর্তির সিজন শুরু হতে যাচ্ছে। এক্ষেত্রে আরো আন্তর্জাতিক শিক্ষার্থীকে যুক্ত করতে স্থানীয় বিশ্ববিদ্যালয়গুলো দিচ্ছে আকর্ষণীয় স্কলারশিপ। এখানকার দুবাই নলেজ পার্ক ও দুবাই ইন্টারন্যাশনাল একাডেমি সিটিতে থাকা আন্তর্জাতিক বিশ্ববিদ্যালয়গুলো ২০২৫ শিক্ষাবর্ষের জন্য ১৫% থেকে ৫০% পর্যন্ত স্কলারশিপ ও বৃত্তি ঘোষণা করেছে। এই উদ্যোগের লক্ষ্য হলো উচ্চমানের বৈশ্বিকভাবে স্বীকৃত শিক্ষা আরো সহজলভ্য করে তোলা।
বিশ্ববিদ্যালয় ও স্কলারশিপের বিবরণ:
অ্যামিটি ইউনিভার্সিটি, দুবাই: সর্বোচ্চ ৫০% স্কলারশিপ ও ৩০% বৃত্তি; গবেষণা ও শিল্প সহযোগিতায় জোর।
মনিপল একাডেমি অব হায়ার এডুকেশন: ৩০% পর্যন্ত মেধা স্কলারশিপ, ১৫% MBA স্কলারশিপ এবং ৫%-৫০% স্পোর্টস স্কলারশিপ; নতুন কোর্সে রয়েছে ফিনটেক ও লিবারেল আর্টস।
ইউনিভার্সিটি অব বার্মিংহাম, দুবাই: QS র্যাংকে ৭৬তম; ৩০%-৫০% স্কলারশিপ; নতুন কোর্সে রোবোটিকস আরবান অ্যানালিটিকস ও ফিজিওথেরাপি।
ইউনিভার্সিটি অব ওলোঙ্গং, দুবাই: ১৫%, ২৫%, ও ৫০% স্কলারশিপ; অ্যাডাম গিলক্রিস্ট স্পোর্টস স্কলারশিপ; প্রযুক্তিনির্ভর শিক্ষায় অগ্রগতি।
মার্ডক ইউনিভার্সিটি, দুবাই: ৪০% পর্যন্ত মেধা স্কলারশিপ; নতুন কোর্স গেম ডিজাইন ও ডেভেলপমেন্ট।
এসএই ইউনিভার্সিটি কলেজ, দুবাই: ২০ বছর পূর্তি উপলক্ষে ৫০ হাজার দিরহাম পর্যন্ত অনুদান; নতুন কোর্সে কম্পিউটার সায়েন্স।
এসপি জেইন স্কুল অব গ্লোবাল ম্যানেজমেন্ট: নতুন মাস্টার্স প্রোগ্রাম ও ‘New Mothers’ স্কলারশিপ চালু।
দুবাইয়ের শিক্ষা কৌশল এই স্কলারশিপগুলো দুবাই ইকোনমিক এজেন্ডা–ডি ৩৩ এবং এডুকেশন স্ট্র্যাটেজি ২০৩৩-এর সঙ্গে সামঞ্জস্যপূর্ণ, যা দুবাইকে শীর্ষ ১০ বৈশ্বিক শিক্ষা গন্তব্যে পরিণত করার লক্ষ্য নিয়ে এগোচ্ছে।
তথ্যসূত্র: গালফ নিউজ