Logo
×

Follow Us

মধ্যপ্রাচ্য

সংযুক্ত আরব আমিরাতে ভুয়া ভিসার মাধ্যমে প্রতারণা

Icon

অনলাইন ডেস্ক

প্রকাশ: ৩১ জুলাই ২০২৫, ১২:২৩

সংযুক্ত আরব আমিরাতে ভুয়া ভিসার মাধ্যমে প্রতারণা

সংযুক্ত আরব আমিরাতের অভিবাসন কর্তৃপক্ষ Federal Authority for Identity, Citizenship, Customs and Port Security (ICP) সম্প্রতি ফাস্ট-ট্র্যাক বা এক্সপ্রেস ভিসা নামে পরিচিত ভুয়া ভিসা প্রস্তাবনা সম্পর্কে একটি সরকারি সতর্কবার্তা জারি করেছে। এই ধরনের প্রতারণামূলক বিজ্ঞাপন ও ওয়েবসাইটগুলোতে বিশ্বাস করে অনেক বিদেশি নাগরিক আর্থিক ক্ষতির সম্মুখীন হচ্ছেন, যা জাতীয় নিরাপত্তার জন্যও হুমকিস্বরূপ।

আইসিপি জানিয়েছে, কোনো বেসরকারি সংস্থা বা সোশ্যাল মিডিয়া অ্যাকাউন্ট ভিসা বা রেসিডেন্সি অনুমোদনের জন্য দ্রুত পরিষেবা প্রদানের ক্ষমতা রাখে না। আবেদন করতে হলে আইসিপির অফিসিয়াল ওয়েবসাইট, মোবাইল অ্যাপ অথবা সরকার অনুমোদিত টাইপিং সেন্টার ব্যবহার করতে হবে। অন্য কোনো মাধ্যমে আবেদন করলে তথ্য চুরি, প্রতারণা, এমনকি আইনি জটিলতা দেখা দিতে পারে।

সতর্কবার্তায় আরো বলা হয়, ভুয়া এজেন্টরা আবেদনকারীদের থেকে Emirates ID, পাসপোর্ট এবং ব্যাংক সংক্রান্ত তথ্য সংগ্রহ করার চেষ্টা করে, যা ব্যক্তিগত গোপনীয়তা ও নিরাপত্তার জন্য বিপজ্জনক। আইসিপি এখন ভুয়া ওয়েবসাইট ও সোশ্যাল মিডিয়া পেজ সক্রিয়ভাবে পর্যবেক্ষণ করছে এবং যেসব প্রতিষ্ঠান এই ধরনের প্রতারণা চালায়, তাদের বিরুদ্ধে আইনি ব্যবস্থা নেওয়া হচ্ছে।

সতর্ক থাকার টিপস:

- যদি কোনো অফার “দ্রুত ও সহজে ভিসা” বলে বিজ্ঞাপন দেয়, সেটা সন্দেহজনক।

- অফিসিয়াল চ্যানেলের বাইরে গিয়ে কোনো টাকা পরিশোধ করবেন না।

- প্রতারণামূলক বিজ্ঞাপন দেখলে আইসিপি বা স্থানীয় কর্তৃপক্ষকে রিপোর্ট করুন।

এই উদ্যোগ আমিরাতকে আরো নিরাপদ, স্বচ্ছ ও গ্রহণযোগ্য অভিবাসন গন্তব্য হিসেবে গড়ে তুলবে।

তথ্যসূত্র: ট্রাভেলোবিজ

Logo