
ওমানের রয়্যাল পুলিশ (আরওপি) দেশজুড়ে মানব পাচার প্রতিরোধে নজরদারি বাড়িয়েছে। ৩০ জুলাই বিশ্ব মানব পাচার প্রতিরোধ দিবস উপলক্ষে এক বিবৃতিতে তারা জানায়, জাল চাকরির বিজ্ঞাপন, পাসপোর্ট জব্দ ও ভিসার অপব্যবহার- এই তিন উপায়ে বহু বিদেশি শ্রমিককে শোষণ করা হচ্ছে।
বিবৃতিতে বলা হয়, অস্পষ্ট বা অনানুষ্ঠানিক চাকরির চুক্তি শ্রমিকদের আইনি সুরক্ষা থেকে বঞ্চিত করছে। অনেক সময় পারিবারিক ভিজিট ভিসায় শ্রমিক নিয়োগ এবং ভিসা-টিকিটের খরচ আদায়ের মাধ্যমে অতিরিক্ত সময় কাজ করাতে তাদের বাধ্য করা হয়।
আরওপির ক্রিমিনাল ইনভেস্টিগেশন বিভাগের মহাপরিচালক ব্রিগেডিয়ার জামাল আল কুরাইশি জানিয়েছেন, এ ধরনের অপরাধ দমনে দেশজুড়ে অভিযান চলছে। সম্প্রতি ইতালির মানব পাচারকারী চক্রের সদস্যকে গ্রেপ্তার করে আন্তর্জাতিকভাবে প্রশংসিত হয়েছে ওমান।
বিভিন্ন খাতে যেমন হোটেল, গৃহকর্ম ও অবৈধ বাণিজ্যে জাল চাকরির বিজ্ঞাপন দিয়ে নারী শ্রমিকদের নিয়ে এসে বাধ্যতামূলক শ্রমে নিযুক্ত করা হচ্ছে, যা মানবাধিকার লঙ্ঘনের শামিল।
আরওপি সব বাসিন্দাকে আহ্বান জানিয়েছে, যে কোনো সন্দেহজনক কর্মকাণ্ড বা মানব পাচারের ইঙ্গিত পেলে দ্রুত আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সঙ্গে যোগাযোগ করতে।
তথ্যসূত্র: ওমান ডেইলি অবজারভার