Logo
×

Follow Us

মধ্যপ্রাচ্য

প্রতিশ্রুতি দিয়ে চাকরি না দেওয়ায় আমিরাতের নাগরিককে জরিমানা

Icon

অনলাইন ডেস্ক

প্রকাশ: ৩১ জুলাই ২০২৫, ০০:১৪

প্রতিশ্রুতি দিয়ে চাকরি না দেওয়ায় আমিরাতের নাগরিককে জরিমানা

সংযুক্ত আরব আমিরাতের আল আইন সিভিল, বাণিজ্যিক ও প্রশাসনিক মামলার আদালত এক ব্যক্তিকে ৪ হাজার দিরহাম ফেরত দেওয়ার নির্দেশ দিয়েছে, কারণ তিনি অপর এক ব্যক্তির বোনের জন্য চাকরি ও আবাসন ভিসা নিশ্চিত করার প্রতিশ্রুতি পূরণে ব্যর্থ হন।

আদালতের নথি অনুযায়ী, বাদী ব্যক্তি ৮ হাজার দিরহামের একটি চুক্তির অংশ হিসেবে ৪ হাজার দিরহাম অগ্রিম প্রদান করেন, যাতে তার বোনের জন্য আমিরাতে চাকরি ও রেসিডেন্সি ভিসা নিশ্চিত করা হয়। কিন্তু প্রতিশ্রুত কার্যক্রম সম্পন্ন না হওয়ায় বাদী মোট ২৬ হাজার দিরহাম ক্ষতিপূরণ দাবি করে মামলা করেন। এর মধ্যে ছিল ভ্রমণ ব্যয় ৫ হাজার দিরহাম, ট্যুরিস্ট ভিসার জন্য ২ হাজার দিরহাম এবং ভাড়া বাবদ ১৫ হাজার দিরহাম।

প্রতিবাদী ব্যক্তি আদালতে স্বীকার করেন, তিনি ৪ হাজার দিরহাম গ্রহণ করেছেন, তবে তার কোম্পানির অভ্যন্তরীণ সমস্যার কারণে চুক্তি সম্পন্ন করতে পারেননি। তিনি অতিরিক্ত ক্ষতিপূরণ দিতে অস্বীকৃতি জানান এবং শুধু অগ্রিম অর্থ ফেরত দিতে সম্মত হন।

আদালত রায়ে জানায়, প্রতিশ্রুতি অনুযায়ী অর্থ গ্রহণ করলেও প্রতিশ্রুতি পূরণ না করায় প্রতিবাদীকে ৪ হাজার দিরহাম ফেরত দিতে হবে এবং মামলার খরচ বহন করতে হবে। তবে বাদীর অতিরিক্ত ক্ষতিপূরণ দাবির পক্ষে পর্যাপ্ত আইনগত ভিত্তি না থাকায় তা খারিজ করা হয়। 

তথ্যসূত্র: গালফ নিউজ

Logo