ওমানে মানব পাচার প্রতিরোধে জাতীয় প্রচারণা শুরু

অনলাইন ডেস্ক
প্রকাশ: ৩১ জুলাই ২০২৫, ০০:০৮

ওমানের জাতীয় মানব পাচার প্রতিরোধ কমিটি (এনসিসিএইচটি) সম্প্রতি মানব পাচারের বিরুদ্ধে সচেতনতা তৈরির লক্ষ্যে “আমান” নামে তিন মাসব্যাপী একটি জাতীয় প্রচারণা শুরু করেছে। এই উদ্যোগটি ৩০ জুলাই ২০২৫ তারিখে আনুষ্ঠানিকভাবে উদ্বোধন করা হয় এবং এটি দেশের মানবাধিকার ও সামাজিক নিরাপত্তা জোরদারের একটি গুরুত্বপূর্ণ পদক্ষেপ হিসেবে বিবেচিত হচ্ছে।
এই প্রচারণার মূল উদ্দেশ্য
- জনগণের মাঝে মানব পাচার সম্পর্কে সচেতনতা বৃদ্ধি
- প্রতিরোধমূলক সংস্কৃতি গড়ে তোলা
- ভুক্তভোগীদের সহায়তা ও পুনর্বাসন এবং
- জাতীয় ও আন্তর্জাতিক অংশীদারিত্বে সহযোগিতা বাড়ানো।
উদ্বোধনী অনুষ্ঠানে উপস্থিত ছিলেন শেখ খলিফা বিন আলি আল হারথি, পররাষ্ট্র মন্ত্রণালয়ের রাজনৈতিক বিষয়ক উপসচিব ও এনসিসিএইচটির চেয়ারম্যান। তিনি বলেন, “এই প্রচারণা আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী, বেসরকারি সংস্থা ও জনগণের সম্মিলিত প্রচেষ্টাকে উৎসাহিত করবে।” এছাড়া কমিটির উপ-চেয়ারম্যান ড. আহমেদ বিন তালেব আল জাবরি এই প্রচারণাকে শুধু একটি মিডিয়া প্রচার নয়, বরং একটি মানবিক আন্দোলন হিসেবে আখ্যা দেন।
এই উদ্যোগটি ওমান ভিশন ২০৪০-এর সঙ্গে সামঞ্জস্যপূর্ণ, যার মাধ্যমে ন্যায়বিচার, সামাজিক সুরক্ষা ও মানব মর্যাদা রক্ষায় দেশটি প্রতিশ্রুতিবদ্ধ। প্রচারণার অংশ হিসেবে মিডিয়া কনটেন্ট, কর্মশালা, প্রশিক্ষণ ও স্কুলভিত্তিক সচেতনতামূলক কার্যক্রম পরিচালিত হবে।
তথ্যসূত্র: ওমান অবজারভার