মধ্যপ্রাচ্যের নিউজ আপডেট ২৯ জুলাই ২০২৫
ব্যাগভর্তি হীরা চলে এলো বাংলাদেশে; ফেরত নিল আমিরাত পুলিশ

অনলাইন ডেস্ক
প্রকাশ: ২৯ জুলাই ২০২৫, ২০:৫৮

সংযুক্ত আরব আমিরাত
ব্যাগভর্তি হীরা চলে এলো বাংলাদেশে; ফেরত নিল আমিরাত পুলিশ
বাংলাদেশের এক যাত্রীর সাথে ভুল করে ঢাকায় চলে এসেছিল ডায়মন্ডের অলঙ্কার ভর্তি একটি ব্যাগ। মালিকের আবেদনের পরিপ্রেক্ষিতে পরে দুবাই পুলিশ ঢাকা থেকে ফিরিয়ে নিল সেই ব্যাগ। গালফ নিউজের এক প্রতিবেদনে উঠে এসেছে এমন খবর। খবরে বলা হয়েছে, সেই ডায়মন্ডের দাম ১ লাখ দিরহামের বেশি, যা বাংলাদেশি আনুমানিক ৩৩ লাখ টাকা। পুলিশ জানায়, ডায়মন্ডের মালিক চারটি ব্যাগ নিয়ে গহনা প্রদর্শনীতে যাচ্ছিলেন। কিন্তু গন্তব্যে পৌঁছানোর পর দেখেন একটি ব্যাগ তার নয়। ঘটনার পরপরই দুবাই পুলিশ গঠন করে বিশেষ তদন্ত দল। আবিষ্কার হয়, এক বাংলাদেশি যাত্রী ভুল করে নিয়ে যান ডায়মন্ডের ব্যাগটি। পরে দুবাই পুলিশ যোগাযোগ করে ঢাকায়। ঢাকায় সংযুক্ত আরব আমিরাত দূতাবাস এবং সংশ্লিষ্ট বাংলাদেশি কর্তৃপক্ষের সাথে সরাসরি সমন্বয়ের মাধ্যমে অলঙ্কার ব্যাগটি সফলভাবে খুঁজে পাওয়া যায়। সংযুক্ত আরব আমিরাতের মালিকের কাছে তা ফেরতও দেওয়া হয়েছে। দুবাই পুলিশ বাংলাদেশি কর্তৃপক্ষের চমৎকার সহযোগিতার প্রশংসাও করেছে।
সৌদি আরব
৩ আগস্ট থেকে নতুন কর্মভিসা চালু হবে সৌদিতে
আগামী ৩ আগস্ট থেকে নতুন দক্ষতাভিত্তিক কর্মভিসা ব্যবস্থা চালু হতে যাচ্ছে সৌদি আরবে। গালফ নিউজের খবরে বলা হয়েছে, সৌদি আরব তার কর্মভিসা ব্যবস্থায় একটি বড় পরিবর্তন আনছে, যা রাজ্যে কাজ করতে আগ্রহী দক্ষ বিদেশি চাকরিপ্রার্থীদের সুবিধা দিতে পারে। প্রথমবারের মতো, সব বিদেশি কর্মীকে আনুষ্ঠানিকভাবে তিনটি দক্ষতা স্তরে সাজানো হবে; যেমন উচ্চ-দক্ষ, দক্ষ ও সাধারণ। আগে সৌদি আরব মূলত চাকরির শিরোনামের ভিত্তিতে ওয়ার্ক পারমিট জারি করত যোগ্যতা, বেতন স্তর বা প্রকৃত দক্ষতার সাথে সমন্বয় না করে। ফলে জব টাইটেলের সাথে কর্মীর প্রোফাইলের মধ্যে অমিল দেখা দিত। সৌদি সরকার মনে করছে, নতুন দক্ষতাভিত্তিক কর্মভিসা ব্যবস্থা উচ্চ যোগ্য পেশাজীবীদের আকর্ষণ করবে, কর্মশক্তির মান বৃদ্ধি করবে এবং চাকরিপ্রার্থীদের পছন্দের কাজ পেতেও সহায়তা করবে।
ওমান
ওমানে শ্রমিকদের জন্য ‘চূড়ান্ত’ সুযোগ, ডিসেম্বর পর্যন্ত সময় বাড়ল
ওমানে বিদেশি শ্রমিকদের অবস্থান বৈধকরণে পাঁচ মাসের অতিরিক্ত সময় ঘোষণা করল দেশটির সরকার। টাইমস অব ওমানের খবরে বলা হয়েছে, দেশটি শ্রম মন্ত্রণালয় শ্রমিকদের অবস্থান বৈধকরণে নির্ধারিত সময়সীমা পাঁচ মাস বাড়িয়ে ৩১ ডিসেম্বর ২০২৫ পর্যন্ত করেছে। পূর্ব ঘোষিত সময়সীমা ছিল ৩১ জুলাই ২০২৫। এই সিদ্ধান্ত এসেছে ব্যক্তি, নিয়োগকর্তা ও শ্রমিকদের অনুরোধে; যারা আইনি প্রক্রিয়া সম্পন্ন করতে আরো সময় চেয়েছিলেন। মন্ত্রণালয় জানিয়েছে, এটি “চূড়ান্ত সুযোগ" এবং সংশ্লিষ্ট সবাইকে এই সময়ের মধ্যে শ্রমিক কার্ড নবায়ন, কর্মী স্থানান্তর বা অন্যান্য দায়বদ্ধতা নিষ্পত্তি করার আহ্বান জানানো হয়েছে। মন্ত্রণালয় সতর্ক করেছে, ডিসেম্বরের পর কেউ নিয়ম না মানলে আইনি ও প্রশাসনিক ব্যবস্থা নেওয়া হবে।
বাহরাইন
বাহরাইনে চলছে অভিযান
বাহরাইনে শ্রম আইন লঙ্ঘনের অভিযোগে দেশটি থেকে ১২০ জনকে নিজ নিজ দেশে ফেরত পাঠানো হয়েছে। ২০ জুলাই থেকে ২৬ জুলাইয়ের মধ্যে বাহরাইনের মুশারাক, উত্তরাঞ্চলীয়, দক্ষিণাঞ্চলীয় প্রশাসনিক বিভাগে ১৪০৯টি অভিযান চালানো হয়। তাতে ১৫ জন অনিয়মিত শ্রমিককে আটক করা হয়। দ্য ডেইলি ট্রিবিউনের খবরে বলা হয়েছে, বাহরাইনে অবৈধ শ্রমিকদের ধরতে অভিযান জোরদার করেছে দেশটি। যেসব শ্রমিককে আটক করা হয়েছে, তাদের বিরুদ্ধে শ্রম আইন ও বসবাসের আইন লঙ্ঘনের অভিযোগ আনা হয়েছে। দেশটির লেবার মার্কেট অথরিটি জানিয়েছে, বাহরাইনের শ্রমবাজারে স্থিতিশীলতা রক্ষার স্বার্থে এই অভিযান চলবে।