Logo
×

Follow Us

মধ্যপ্রাচ্য

কুয়েত থেকে ১৯ হাজারের বেশি প্রবাসীকে বহিষ্কার

Icon

অনলাইন ডেস্ক

প্রকাশ: ২৯ জুলাই ২০২৫, ০৮:৩৬

কুয়েত থেকে ১৯ হাজারের বেশি প্রবাসীকে বহিষ্কার

কুয়েত সরকার ২০২৫ সালের জানুয়ারি থেকে জুলাই পর্যন্ত সময়ে ১৯ হাজারের বেশি প্রবাসীকে দেশটি থেকে বহিষ্কার করেছে, যাদের বিরুদ্ধে আবাসন ও শ্রম আইন লঙ্ঘন, অপরাধমূলক কর্মকাণ্ড এবং জনস্বার্থবিরোধী আচরণের অভিযোগ রয়েছে।

দেশটির স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের এক জ্যেষ্ঠ নিরাপত্তা সূত্র জানিয়েছে, বহিষ্কৃতদের মধ্যে রয়েছে পালিয়ে যাওয়া শ্রমিক, অবৈধভাবে ব্যবসা পরিচালনাকারী, ভিক্ষুক এবং মাদক ও মদ-সংক্রান্ত অপরাধে জড়িত ব্যক্তি। এদের মধ্যে নারী ও পুরুষ উভয়ই রয়েছেন এবং তারা বিভিন্ন দেশের নাগরিক।

বিশেষ করে রমজান মাসে নিরাপত্তা অভিযান জোরদার করা হয়, যেখানে ৬০ জন ভিক্ষুককে গ্রেপ্তার করে দ্রুত বহিষ্কার করা হয়।

প্রতিটি বহিষ্কৃত ব্যক্তির বিমানবন্দরে ফিঙ্গারপ্রিন্ট নেওয়া হয় এবং তাদের নাম কুয়েতের ব্ল্যাকলিস্টে যুক্ত করা হয়। ফলে তাদের স্থায়ীভাবে কুয়েতে প্রবেশ নিষিদ্ধ।

স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের একাধিক বিভাগ এই অভিযান পরিচালনা করেছে, যার মাধ্যমে হাজার হাজার আইন লঙ্ঘনকারীকে গ্রেপ্তার করা হয়েছে। কর্তৃপক্ষ জানিয়েছে, অধিকাংশ বহিষ্কৃত ব্যক্তিকে এক সপ্তাহের মধ্যে নিজ দেশে ফেরত পাঠানো হয়, যা গন্তব্য ও ফ্লাইটের প্রাপ্যতার ওপর নির্ভর করে।

কুয়েত সরকার জানিয়েছে, জননিরাপত্তা ও সামাজিক শৃঙ্খলা বজায় রাখতে এই অভিযান অব্যাহত থাকবে।

তথ্যসূত্র: আরব টাইমস

Logo