Logo
×

Follow Us

মধ্যপ্রাচ্য

আমিরাতে ৪০টি গৃহকর্মী নিয়োগ সংস্থাকে জরিমানা

Icon

অনলাইন ডেস্ক

প্রকাশ: ২৯ জুলাই ২০২৫, ০৮:৩০

আমিরাতে ৪০টি গৃহকর্মী নিয়োগ সংস্থাকে জরিমানা

সংযুক্ত আরব আমিরাতের মানবসম্পদ ও আমিরাতকরণ মন্ত্রণালয় ২০২৫ সালের প্রথমার্ধে ৪০টি গৃহকর্মী নিয়োগ সংস্থাকে মোট ১৪০টি শ্রম আইন লঙ্ঘনের দায়ে প্রশাসনিক ও আর্থিক জরিমানা করেছে।

প্রধান অভিযোগসমূহ:

নিয়োগ ফি ফেরত না দেওয়া: গৃহকর্মী কাজ বন্ধ করলে বা ফেরত পাঠালে দুই সপ্তাহের মধ্যে ফি ফেরত দেওয়ার নিয়ম থাকলেও অনেক সংস্থা তা মানেনি।

মূল্য তালিকা প্রকাশে অনিয়ম: মন্ত্রণালয় অনুমোদিত সার্ভিস প্যাকেজের মূল্য স্পষ্টভাবে প্রদর্শন না করা।

লাইসেন্সবিহীন কার্যক্রম: কিছু সংস্থা অনুমোদন ছাড়াই সামাজিক মাধ্যমে কর্মী নিয়োগ প্রচার করেছে, যা ৭৭টি অ্যাকাউন্ট বন্ধের কারণ হয়েছে।

মন্ত্রণালয়ের অবস্থান:

MoHRE জানিয়েছে, পুনরাবৃত্ত লঙ্ঘনকারীদের লাইসেন্স বাতিল পর্যন্ত কঠোর ব্যবস্থা নেওয়া হবে। তারা ডিজিটাল ও মাঠ পর্যায়ের পর্যবেক্ষণ চালিয়ে যাচ্ছে, যাতে নিয়োগ সংস্থাগুলোর কার্যক্রমে স্বচ্ছতা ও প্রতিযোগিতা বজায় থাকে।

অভিযোগ জানানোর উপায়:

লেবার ক্লেইমস অ্যান্ড এডভাইসরি কল সেন্টার – ৮০০৮৪

MoHRE ওয়েবসাইট: www.mohre.gov.ae–এখানে লাইসেন্সপ্রাপ্ত সংস্থার তালিকা পাওয়া যাবে।

MoHRE নাগরিকদের শুধু লাইসেন্সপ্রাপ্ত সংস্থার মাধ্যমে গৃহকর্মী নিয়োগ করার আহ্বান জানিয়েছে। অন্যথায় আইনি জটিলতা, নিরাপত্তা ঝুঁকি ও অর্থনৈতিক ক্ষতির সম্ভাবনা রয়েছে।

তথ্যসূত্র: খালিজ টাইমস

Logo