Logo
×

Follow Us

মধ্যপ্রাচ্য

সৌদি আরবে এখন থেকে মোবাইলেই ডিজিটাল ইকামা

Icon

অনলাইন ডেস্ক

প্রকাশ: ২৮ জুলাই ২০২৫, ০৯:২২

সৌদি আরবে এখন থেকে মোবাইলেই ডিজিটাল ইকামা

সৌদি আরবে এখন থেকে ফোনে ডিজিটাল ইকামা বহন করলেই চলবে, হার্ডকপি সঙ্গে রাখার বাধ্যবাধকতা নেই। সৌদি পাসপোর্ট অধিদপ্তর ২০২৩ সালে এই নিয়ম স্পষ্ট করে জানায়, বিশেষ করে যারা সম্প্রতি ইকামা নবায়ন করেছেন, তারা ডিজিটাল ইকামা ব্যবহার করতে পারবেন।

ইকামা হলো সৌদি স্বরাষ্ট্র মন্ত্রণালয় কর্তৃক প্রদত্ত রেসিডেন্ট আইডি, যা একজন অভিবাসীর পরিচয় ও বসবাসের বৈধতা নিশ্চিত করে। যদিও বেশির ভাগ তথ্য আরবিতে লেখা, তবে নাম ও ইকামা নম্বর ইংরেজিতেও থাকে।

কীভাবে পাবেন ডিজিটাল ইকামা?

দুটি উপায়ে আপনি আপনার ইকামার ডিজিটাল কপি পেতে পারেন আবসার (Absher) নামক সরকারি অনলাইন প্ল্যাটফর্মের মাধ্যমে।

আবসার অ্যাপের মাধ্যমে:

- Absher অ্যাপ ডাউনলোড করুন (Apple, Android, Huawei-এর জন্য উপলব্ধ)

- ইউজার আইডি ও পাসওয়ার্ড দিয়ে লগইন করুন

- নিচের মেনু থেকে ‘My Services’ অপশনটি চাপুন

- প্রথমদিকেই পাবেন ‘Activate Digital ID’ অপশন

- স্ক্রল করে নিচে গিয়ে ‘Activate Digital ID’ চাপুন

আপনার ডিজিটাল ইকামা QR কোড আকারে প্রদর্শিত হবে, যা সরকারি কর্মকর্তারা স্ক্যান করে যাচাই করতে পারবেন

Absher ওয়েবসাইটের মাধ্যমে:

- absher.sa ওয়েবসাইটে যান

- ইউজারনেম ও পাসওয়ার্ড দিয়ে লগইন করুন

- রেজিস্টার্ড মোবাইল নম্বরে একটি ভেরিফিকেশন কোড আসবে, সেটি দিয়ে লগইন সম্পন্ন করুন

- প্রোফাইল ছবির পাশে থাকা মেনু থেকে ‘View Digital Documents’ অপশনটি চাপুন

- সেখানে Resident ID বা Iqama-এর ডিজিটাল কপি দেখতে পাবেন, যা ফোনে সংরক্ষণ করা যাবে

এই ডিজিটাল ইকামা আইনি বৈধতা বহন করে এবং সরকারি ভবনে প্রবেশ, ব্যাংক অ্যাকাউন্ট খোলা বা পরিচয় যাচাইয়ের সময় এটি ব্যবহার করা যাবে।

তথ্যসূত্র: গালফ নিউজ 

Logo