Logo
×

Follow Us

মধ্যপ্রাচ্য

ইউএইর ১০ বছরের গোল্ডেন ভিসার আটটি ধাপ

Icon

অনলাইন ডেস্ক

প্রকাশ: ২৮ জুলাই ২০২৫, ০৯:১৫

ইউএইর ১০ বছরের গোল্ডেন ভিসার আটটি ধাপ

সংযুক্ত আরব আমিরাতের ফেডারেল আইডেন্টিটি, সিটিজেনশিপ, কাস্টমস অ্যান্ড পোর্ট সিকিউরিটি কর্তৃপক্ষ (আইসিপি) সম্প্রতি একটি আট ধাপের গাইডলাইন প্রকাশ করেছে, যা সম্পত্তি মালিকদের জন্য ১০ বছরের গোল্ডেন ভিসা পাওয়ার প্রক্রিয়া সহজ করেছে। এই ভিসা স্পন্সর ছাড়াই দীর্ঘমেয়াদি বসবাসের সুযোগ দেয়, যা বিদেশি বিনিয়োগকারীদের জন্য একটি বড় সুবিধা হিসেবে বিবেচিত হচ্ছে।

আইসিপির ওয়েবসাইটে প্রকাশিত তথ্য অনুযায়ী, এই ভিসা সম্পূর্ণ মালিকানাধীন ২ মিলিয়ন দিরহাম বা তার বেশি মূল্যের সম্পত্তির মালিকদের জন্য প্রযোজ্য। এমনকি যদি সম্পত্তিটি স্থানীয় অনুমোদিত ব্যাংকের মাধ্যমে বন্ধক থাকে, তাহলেও আবেদনযোগ্য। অফ–প্ল্যান সম্পত্তিও গ্রহণযোগ্য, যদি তা অনুমোদিত ডেভেলপারদের কাছ থেকে কেনা হয় এবং পেমেন্টের প্রমাণ থাকে।

আবেদন প্রক্রিয়ার ধাপসমূহ

প্রথম ধাপে আবেদনকারীকে নমিনেশনের জন্য তথ্য জমা দিতে হয়, যা তার যোগ্যতা যাচাইয়ের জন্য ব্যবহৃত হয়। যোগ্যতা নিশ্চিত হলে আইসিপি আবেদনকারীর প্রতিটি ধাপে আপডেট দিয়ে সহায়তা করে।

ভিসা অনুমোদনের পর যদি আবেদনকারীর পূর্বে ইউএইতে রেসিডেন্সি থাকে, তাহলে সেটি বাতিল করতে হয়। এরপর আইসিপি স্বয়ংক্রিয়ভাবে ভিসা স্ট্যাটাস আপডেট করে। যদি কোনো জরিমানা থাকে, তাহলে পেমেন্ট লিংক পাঠানো হয়।

১৮ বছরের বেশি বয়সীদের স্বাস্থ্য পরীক্ষা ও দুই বছরের স্বাস্থ্য বীমা গ্রহণ বাধ্যতামূলক। যদি এটি স্বাস্থ্য মন্ত্রণালয় অনুমোদিত কেন্দ্র এবং নিবন্ধিত বীমা কোম্পানির (যেমন দামান) মাধ্যমে সম্পন্ন হয়, তাহলে আইসিপি এমিরেটস আইডি ও রেসিডেন্সি স্বয়ংক্রিয়ভাবে ইস্যু করে। অন্যথায় আবেদনকারীকে ডকুমেন্ট আপলোড করতে হয়।

যদি প্রয়োজন হয়, আবেদনকারীকে ফিঙ্গারপ্রিন্ট অ্যাপয়েন্টমেন্ট বুক করতে বলা হয় আইসিপির নির্ধারিত সেন্টারে। সব ধাপ সম্পন্ন হলে এমিরেটস আইডি রেজিস্টার্ড ঠিকানায় পাঠানো হয়।

গোল্ডেন ভিসার সুবিধাসমূহ

এই ভিসা দীর্ঘমেয়াদি রেসিডেন্সি প্রদান করে, যার মেয়াদ ৫ বা ১০ বছর এবং এটি রিনিউযোগ্য। আবেদনকারী স্পন্সর ছাড়াই ইউএইতে বাস, কাজ, বিনিয়োগ ও পড়াশোনা করতে পারেন। এছাড়া পরিবারকে স্পন্সর করার সুযোগ, দেশের বাইরে দীর্ঘ সময় থাকলেও ভিসা বৈধ থাকা এবং প্রধান ভিসা ধারকের মৃত্যুর পরও পরিবারের সদস্যদের থাকার অধিকার রয়েছে।

এই উদ্যোগের মাধ্যমে ইউএই সরকার বৈশ্বিক বিনিয়োগকারী ও প্রতিভাবান ব্যক্তিদের আকৃষ্ট করতে চায় এবং দেশকে আন্তর্জাতিক উদ্ভাবন ও অর্থনৈতিক কেন্দ্র হিসেবে প্রতিষ্ঠিত করতে চায়।

তথ্যসূত্র: গালফ নিউজ

Logo