Logo
×

Follow Us

মধ্যপ্রাচ্য

আজমানে ভুয়া গোয়েন্দা সেজে ৪ লাখ দিরহাম চুরি

Icon

অনলাইন ডেস্ক

প্রকাশ: ২৮ জুলাই ২০২৫, ০৯:১৩

আজমানে ভুয়া গোয়েন্দা সেজে ৪ লাখ দিরহাম চুরি

সংযুক্ত আরব আমিরাতের আজমানে ভুয়া গোয়েন্দা কর্মকর্তা সেজে ৪ লাখ দিরহাম চুরির ঘটনায় ৯ জনকে তিন বছরের কারাদণ্ড দিয়েছেন আজমান ফেডারেল প্রাইমারি কোর্ট। এই চক্র একটি ভুয়া মুদ্রা বিনিময় চুক্তির মাধ্যমে পরিকল্পিতভাবে এই অর্থ আত্মসাৎ করে।

ঘটনার সূত্রপাত হয় যখন এক ব্যক্তি ৪ লাখ দিরহাম নগদ অর্থের বিনিময়ে মার্কিন ডলার গ্রহণের চুক্তি করেন। নির্ধারিত স্থানে পৌঁছানোর পর তিনজন আরব নাগরিক নিজেদের ক্রিমিনাল ইনভেস্টিগেশন বিভাগের কর্মকর্তা পরিচয় দিয়ে তাকে এবং তার সঙ্গীদের গাড়ি থেকে নামিয়ে দেয়ালের পাশে দাঁড় করিয়ে দেয়। এরপর তারা আইডি কার্ড, মোবাইল ফোন ও অন্যান্য জিনিসপত্র সংগ্রহ করে।

এই সময় একজন অভিযুক্ত ভুক্তভোগীর গাড়িতে উঠে নগদ অর্থসহ ব্যাগ নিয়ে পালিয়ে যায় এবং বাকিরা নিজস্ব গাড়িতে করে ঘটনাস্থল ত্যাগ করে। ভুক্তভোগী দ্রুত পুলিশে অভিযোগ করলে আজমান পুলিশ তদন্ত শুরু করে এবং অধিকাংশ অর্থ উদ্ধার করে। যদিও ৬৩ হাজার দিরহাম এখনো উদ্ধার করা যায়নি।

আদালত অভিযুক্তদের বিরুদ্ধে সরকারি কর্মকর্তা সেজে প্রতারণা, আইন প্রয়োগকারী সংস্থার দায়িত্ব অবৈধভাবে পালন এবং পরিকল্পিত চুরির অভিযোগে দোষী সাব্যস্ত করে। একজন অভিযুক্ত নিজের সম্পূর্ণ ভূমিকার স্বীকারোক্তি দেন এবং অন্যরা আংশিক স্বীকার করেন। যদিও কয়েকজন অভিযোগ অস্বীকার করে গ্রেপ্তারের বৈধতা চ্যালেঞ্জ করেন। তবে আদালত তাদের দাবি অগ্রাহ্য করেন।

রায়ে বলা হয়, প্রমাণ, স্বীকারোক্তি, প্রত্যক্ষদর্শীর বিবৃতি ও ভুক্তভোগীর শনাক্তকরণের ভিত্তিতে এটি একটি পরিকল্পিত ও সমন্বিত অপরাধ। আদালত চুরি হওয়া অর্থের সমপরিমাণ জরিমানা আরোপ করে এবং ৯ জনের মধ্যে ৭ জনকে সাজা শেষে দেশ থেকে বহিষ্কারের নির্দেশ দেন।

তথ্যসূত্র: খালিজ টাইমস

Logo