
বাহরাইনের ঈসা টাউনে কনস্যুলার ক্যাম্পের আয়োজন করতে যাচ্ছে মানামার বাংলাদেশ দূতাবাস। দূতাবাসের এক বিজ্ঞপ্তিতে জানানো হয়েছে, ১ আগস্ট ঈসা টাউনের ছাবেকা আল আনসারি মাল্টিপারপাস হলে বসবে এই কনস্যুলার ক্যাম্প। দুপুর ২টা থেকে বিকেল ৫টা পর্যন্ত বাহরাইন প্রবাসী বাংলাদেশিদের জন্য পাসপোর্ট সেবা, জন্মনিবন্ধন সেবা, আইনি সেবা, ফ্রি মেডিকেল সেবাসহ কনস্যুলার ও শ্রমকল্যাণ সংক্রান্ত সেবা দেবেন বাংলাদেশ দূতাবাসের কর্মকর্তারা।
বিজ্ঞপ্তিতে আরো জানানো হয়েছে, ক্যাম্প আয়োজনের দিন প্রবাসী কল্যাণ কার্ড, ওয়েজ আর্নার্স কল্যাণ বোর্ডের সদস্যপদ নিবন্ধন, বাহরাইনি আইনজীবীর মাধ্যমে আইনগত সেবা ও পরামর্শ, ট্রাভেল পারমিট সত্যায়ন, শিক্ষাগত যোগ্যতার সনদ, বিবাহের সনদ সত্যায়ন, আমমোক্তারনামা সত্যায়ন করা যাবে এই ক্যাম্পে। তাছাড়া দুস্থ প্রবাসীদের ডাক্তারের কনসালটেশনসহ ফ্রি হেল্থ চেকআপও করানোর সুযোগ থাকবে এই কনস্যুলার ক্যাম্পে।
মানামার বাংলাদেশ দূতাবাসের রাষ্ট্রদূতের কনস্যুলার ক্যাম্পে উপস্থিত থাকার কথা রয়েছে। প্রবাসীদের সমস্যা শুনে তাৎক্ষণিক সমাধানের চেষ্টাও করবেন দূতাবাসের কর্মকর্তারা।