মক্কায় হজ পরিচালনাকারী ২৫টি অবৈধ প্রতিষ্ঠান বন্ধ

অনলাইন ডেস্ক
প্রকাশ: ২৬ জুলাই ২০২৫, ০৭:২৪

মক্কায় ২৫টি অবৈধ সেবা প্রতিষ্ঠান বন্ধ করে দিয়েছে সৌদি আরবের পর্যটন মন্ত্রণালয়। এ প্রতিষ্ঠানগুলো লাইসেন্স ছাড়াই পরিচালিত হচ্ছিল এবং পর্যটন নিরাপত্তা ও পরিষেবার মানদণ্ড লঙ্ঘন করছিল। এই পদক্ষেপ জুলাই মাসজুড়ে পরিচালিত নিয়মিত পরিদর্শন অভিযানের অংশ হিসেবে নেওয়া হয়েছে।
বন্ধ হওয়া প্রতিষ্ঠানগুলোর বিরুদ্ধে যেসব অভিযোগ পাওয়া গেছে:
- পর্যটন মন্ত্রণালয়ের অনুমোদন ছাড়া পরিচালনা
- পর্যাপ্ত রক্ষণাবেক্ষণ ও পরিষ্কার-পরিচ্ছন্নতার অভাব
- অতিথিদের নিরাপত্তা-সংক্রান্ত নিয়ম লঙ্ঘন
মন্ত্রণালয় জানিয়েছে, এই অভিযান ওমরাহ ও হজ মৌসুমে আগত অতিথিদের জন্য সেবার মান উন্নত করার লক্ষ্যে পরিচালিত হয়েছে। তারা সতর্ক করে দিয়েছে, ভবিষ্যতে এ ধরনের অনিয়মের জন্য ১০ লাখ সৌদি রিয়াল পর্যন্ত জরিমানা, প্রতিষ্ঠান বন্ধ অথবা উভয় শাস্তি দেওয়া হতে পারে।
‘Our Guests Come First’ ক্যাম্পেইনের আওতায় মন্ত্রণালয় পর্যটন সেবার মান নিয়ে অভিযোগ বা পরামর্শ জানাতে নাগরিকদের উৎসাহিত করছে, যা ২৪ ঘণ্টা চালু থাকা ইউনিফায়েড ট্যুরিজম সেন্টারে গ্রহণ করা হয়।
এই পদক্ষেপ মক্কাকে বিশ্বমানের ধর্মীয় পর্যটন কেন্দ্র হিসেবে গড়ে তোলার প্রচেষ্টার অংশ, যেখানে নিয়মিত তদারকি ও মান নিয়ন্ত্রণের মাধ্যমে অতিথিদের নিরাপত্তা ও সন্তুষ্টি নিশ্চিত করা হচ্ছে।
তথ্যসূত্র: সৌদি গেজেট