সিরিয়ার সাথে সৌদি আরবের ৪.৪ বিলিয়ন পাউন্ডের চুক্তি

অনলাইন ডেস্ক
প্রকাশ: ২৬ জুলাই ২০২৫, ০৭:২৩

যৌথভাবে ৪.৪ বিলিয়ন পাউন্ডের বিনিয়োগ চুক্তি স্বাক্ষর করেছে সৌদি আরব ও সিরিয়া। এ চুক্তি দুই লাখ কর্মসংস্থান সৃষ্টি করবে বলে আশা করা হচ্ছে। এই উদ্যোগ সিরিয়ার যুদ্ধবিধ্বস্ত অর্থনীতিকে পুনর্গঠনের লক্ষ্যে সিরিয়ান-সৌদি ইনভেস্টমেন্ট ফোরামে ঘোষিত হয়েছে।
মূল দিকগুলো:
- ৪৭টি বিনিয়োগ চুক্তি স্বাক্ষরিত হয়েছে, যার মধ্যে রয়েছে বাসস্থান, টেলিকম, অর্থনীতি, পর্যটন ও শিল্প অবকাঠামো।
- ৫০ হাজার সরাসরি চাকরি এবং ১ লাখ ৫০ হাজার পরোক্ষ চাকরি সৃষ্টি হবে বলে জানিয়েছেন সিরিয়ার তথ্যমন্ত্রী।
- প্রকল্পগুলোর মধ্যে রয়েছে তিনটি নতুন সিমেন্ট কারখানা, বাসস্থান পুনর্গঠন, ডিজিটাল অবকাঠামো উন্নয়ন এবং চিকিৎসা ও বিনোদন কেন্দ্র নির্মাণ।
এই বিনিয়োগ এমন সময় এসেছে, যখন সিরিয়া সুইদা প্রদেশে সাম্প্রতিক সাম্প্রদায়িক সহিংসতায় বিপর্যস্ত, যেখানে ১ লাখ ৩০ হাজারের বেশি মানুষ বাস্তুচ্যুত হয়েছে। সৌদি আরবের এই পদক্ষেপকে সিরিয়ার অন্তর্বর্তীকালীন সরকারের জন্য রাজনৈতিক সমর্থন হিসেবেও দেখা হচ্ছে।
বিশ্লেষকদের মতে, এই বিনিয়োগ সিরিয়ায় অর্থনৈতিক স্থিতিশীলতা ফিরিয়ে আনতে, বাস্তুচ্যুত জনগণকে পুনরায় কর্মসংস্থানে যুক্ত করতে এবং দীর্ঘমেয়াদি পুনর্গঠনের ভিত্তি গড়ে তুলতে সহায়ক হবে।
তথ্যসূত্র: টাইমস অব ইন্ডিয়া