Logo
×

Follow Us

মধ্যপ্রাচ্য

মধ্যপ্রাচ্যের নিউজ আপডেট ২৫ জুলাই ২০২৫

ফ্রান্সের ফিলিস্তিন রাষ্ট্রের স্বীকৃতিকে স্বাগত জানিয়েছে জিসিসি

Icon

অনলাইন ডেস্ক

প্রকাশ: ২৫ জুলাই ২০২৫, ১৯:৪৩

ফ্রান্সের ফিলিস্তিন রাষ্ট্রের স্বীকৃতিকে স্বাগত জানিয়েছে জিসিসি

ফ্রান্সের ফিলিস্তিন রাষ্ট্রের স্বীকৃতিকে স্বাগত জানিয়েছে জিসিসি

ফিলিস্তিন রাষ্ট্রকে স্বীকৃতি দেওয়ার সিদ্ধান্ত নেওয়ায় ফ্রান্সকে ধন্যবাদ জানিয়েছে উপসাগরীর ছয় দেশ। জিসিসিভুক্ত এই দেশগুলো হলো সৌদি আরব, কুয়েত, কাতার, সংযুক্ত আরব আমিরাত, ওমান ও বাহরাইন। খালিজ টাইমসের খবরে বলা হয়েছে, ইমানুয়েল ম্যাক্রোঁ বৃহস্পতিবার বলেছেন, সেপ্টেম্বরে জাতিসংঘের বৈঠকে ফ্রান্স আনুষ্ঠানিকভাবে ফিলিস্তিন রাষ্ট্রকে স্বীকৃতি দেবে। জিসিসিভুক্ত দেশগুলো মনে করছে, যারা এখনো ফিলিস্তিনকে স্বীকৃতি দেয়নি, ফ্রান্সের এই স্বীকৃতি তাদের উৎসাহ জোগাবে। ২০২৩ সালের অক্টোবরে গাজা যুদ্ধ শুরু হওয়ার পর থেকে ইউরোপীয় ইউনিয়নের অন্যান্য সদস্যরা ফিলিস্তিনকে স্বীকৃতি দিয়েছে, তবে ফ্রান্স হলো উন্নত প্রধান অর্থনীতির জি ৭ গ্রুপের প্রথম সদস্য, যারা ফিলিস্তিনকে রাষ্ট্র হিসেবে স্বীকৃতি দেওয়ার সিদ্ধান্ত নিল।

সংযুক্ত আরব আমিরাত

আমিরাতে বাড়ছে হাঁপানি ও অ্যালার্জি

সংযুক্ত আরব আমিরাতে ধুলা ও তাপদাহের কারণে হাঁপানি ও অ্যালার্জির প্রকোপ বেড়ে গেছে। গালফ নিউজের খবরে বলা হয়েছে, আমিরাতজুড়ে ধুলাময় পরিস্থিতি এবং গ্রীষ্মের তাপ চরমে পৌঁছানোর সাথে সাথে হাসপাতালগুলোতে শ্বাসকষ্ট এবং তাপ-সম্পর্কিত অসুস্থতায় আক্রান্ত রোগীর সংখ্যা বাড়ছে। হাসপাতালের জরুরি বিভাগে হাঁপানির আক্রমণ, অ্যালার্জির প্রতিক্রিয়া, চোখের জ্বালা, অজ্ঞান হয়ে যাওয়া, পানিশূন্যতা এবং বুকে অস্বস্তির ঘটনা বেশি দেখা যাচ্ছে। চিকিৎসকরা বাসিন্দাদের অতিরিক্ত সতর্কতা অবলম্বন করার জন্য অনুরোধ করছেন; বিশেষ করে শিশু, বয়স্ক এবং যারা দীর্ঘস্থায়ী স্বাস্থ্য সমস্যার মধ্যে রয়েছেন। চিকিৎসকরা বাসিন্দাদের হাইড্রেটেড থাকার পরামর্শ দিচ্ছেন, বাইরের সংস্পর্শ সীমিত রাখার পরামর্শ দিচ্ছেন।

সৌদি আরব

মক্কায় ২৫ অতিথিশালা বন্ধ করেছে সৌদি কর্তৃপক্ষ

লাইসেন্সিং এবং নিরাপত্তা ব্যবস্থা লঙ্ঘনের অভিযোগে মক্কায় ২৫টি হোটেল-মোটেল ও অফিস বন্ধ করে দিয়েছে সৌদি সরকার। সৌদি গেজেটের খবরে বলা হয়েছে, এসব অতিথিশালার অনেকগুলো বৈধ লাইসেন্স ছাড়াই চলছিল। এছাড়া দুর্বল রক্ষণাবেক্ষণ ব্যবস্থা, পরিষ্কার-পরিচ্ছন্নতার মান ও নিরাপত্তা ব্যবস্থা সন্তোষজনক ছিল না। ব্যস্ত ওমরাহ এবং হজ মৌসুমে মক্কার দর্শনার্থী ও তীর্থযাত্রীদের জন্য পরিষেবার মান সন্তোষজনক পর্যায়ে রাখতে এই শাস্তিমূলক ব্যবস্থা বলে জানায় সৌদি কর্তৃপক্ষ।

বাহরাইন

বাহরাইনে ব্রিজ থেকে পড়ে এক এশিয়ানের মৃত্যু 

বাহরাইনের শেখ হামাদ ব্রিজ থেকে সমুদ্রে লাফিয়ে পড়ে মারা গেছেন এক ব্যক্তি। দ্য ডেইলি ট্রিবিউনের খবরে বলা হয়েছে, তিনি এশিয়ান বংশোদ্ভূত এবং তার বয়স ৩৫ বছর। এছাড়া তার নাম এবং তিনি কোন দেশের নাগরিক, তা জানানো হয়নি খবরে। এছাড়া সেই ব্যক্তি ঠিক কী কারণে সমুদ্রে ঝাঁপিয়ে পড়লেন এবং সেটি আত্মহত্যা, নাকি দুর্ঘটনা তা প্রাথমিকভাবে জানা যায়নি। বাহরাইনের কোস্টগার্ড এবং এভিয়েশন পুলিশ সমুদ্র থেকে মরদেহ উদ্ধার করেছে।

Logo