মধ্যপ্রাচ্যের নিউজ আপডেট ২৪ জুলাই ২০২৫
কুয়েতে বাড়ছে বাংলাদেশির সংখ্যা

অনলাইন ডেস্ক
প্রকাশ: ২৪ জুলাই ২০২৫, ১৫:৪৯

কুয়েত
কুয়েতে বাড়ছে বাংলাদেশিদের সংখ্যা
কুয়েতের জনসংখ্যা ৫০ লাখ ছাড়িয়েছে। কুয়েত টাইমসের খবরে এ তথ্য জানানো হয়েছে। এছাড়া দেশটিতে প্রবাসী বাংলাদেশিদের সংখ্যাও বেড়েছে। বর্তমানে দেশটিতে প্রবাসী বাংলাদেশির সংখ্যা তিন লাখ ছাড়িয়েছে। নতুন সরকারি পরিসংখ্যানে এ তথ্য উঠে এসেছে। কুয়েতের পাবলিক অথরিটি ফর সিভিল ইনফরমেশনের তথ্যে বলা হচ্ছে, কুয়েতে বর্তমানে বাইরের তথা প্রবাসীর সংখ্যা ৩৫ লাখ ৪৭ হাজার ৯৯২ জন, যা দেশের মোট জনসংখ্যার ৬৯.৬ শতাংশ। যা গত বছরের তুলনায় ৩.৮ শতাংশ বৃদ্ধি পেয়েছে এবং ১ লাখ ৩০ হাজার প্রবাসী নতুন যুক্ত হয়েছে। এর মধ্যে ৮ লাখ ২৩ হাজার গৃহকর্মী রয়েছে দেশটিতে। এর মধ্যে এশিয়ান অর্থাৎ ভারত, বাংলাদেশ, নেপাল, পাকিস্তানিদের সংখ্যাই বেশি। কুয়েতে ১০ লাখেরও বেশি বাসিন্দা নিয়ে ভারতীয়রা শীর্ষে রয়েছেন। তারপরই মিসরীয়রা, যাদের সংখ্যা ৬ লাখ ৬০ হাজার। সূত্র: কুয়েত টাইমস
বাহরাইন
মাদক চোরাচালানে আটক ৪ এশিয়ান
বাহরাইনের বিমানবন্দরে মাদক চোরাকারবারির অভিযোগে চারজনকে আটক করেছে দেশটির পুলিশ। দ্য ডেইলি ট্রিবিউনের খবরে বলা হয়েছে, তাদের কাছ থেকে ১১ কেজি মাদক জব্দ করা হয়েছে। তবে মাদকগুলো কোন প্রজাতির, তা জানানো হয়নি। মাদক চোরাকারবারির অভিযোগে যাদের ধরা হয়েছে, তাদের এশিয়ান বলা হয়েছে। কিন্তু তাদের নাম-পরিচয়, এমনি কোন দেশের নাগরিক তা জানানো হয়নি। তবে বলা হয়েছে, মাদকের মূল্য ৭৬ হাজার বাহরাইনি দিনার সমমূল্যের ২৪ কোটি টাকা। এই চারজনের দেওয়া তথ্যের ভিত্তিতে পরে আরো পাঁচজনকে গ্রেফতারের কথা জানায় দেশটির আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী। এদের বিরুদ্ধে মাদক চোরাকারবারির অভিযোগে মামলা করা হয়েছে। সূত্র: দ্য ডেইলি ট্রিবিউন
সৌদি আরব
চালকবিহীন গাড়ি চলবে সৌদিতে
সৌদি আরবের রিয়াদে চালকবিহীন যান চলাচলের পরীক্ষামূলক কাজ শুরু হয়েছে। খালিজ টাইমসের খবরে বলা হয়েছে, প্রাথমিক পর্যায়ে এই যানবাহনগুলো কিং খালিদ আন্তর্জাতিক বিমানবন্দরসহ রাজধানীর সাতটি স্থানে চলবে। এই চালকবিহীন যানবাহনগুলো ঘণ্টায় সর্বোচ্চ ১০০ কিলোমিটার গতিতে চলাচল করবে। ১৩টি নির্দিষ্ট পিকআপ এবং ড্রপ-অফ পয়েন্ট থাকবে, যা থেকে যাত্রীরা উঠানামা করতে পারবেন। পরীক্ষামূলক সময়ে প্রতিটি গাড়িতে একজন নিরাপত্তা কর্মকর্তা থাকবেন, যাতে নিরাপত্তা নিশ্চিত করা যায়। আর বাস্তব পরিস্থিতিতে স্মার্ট সিস্টেমগুলোর কার্যকারিতা কেমন, তাও দেখা হবে।পরীক্ষামূলকভাবে এই সার্ভিস ১২ মাস ধরে চলবে। সৌদি পরিবহন জেনারেল কর্তৃপক্ষ বলছে, এই প্রকল্পটি সরকারি ও বেসরকারি খাতের সংস্থাগুলো মিলে বাস্তবায়ন করছে। সূত্র: খালিজ টাইমস
সংযুক্ত আরব আমিরাত
আমিরাতে বন্ধ হবে ব্যাংকিং এসএমএস ওটিপি
সংযুক্ত আরব আমিরাতের ব্যাংকগুলো ২৫ জুলাই থেকে এসএমএস এবং ই-মেইলের মাধ্যমে ওটিপি পাঠানো বন্ধ করবে। গালফ নিউজের খবরে বলা হয়েছে, ডিজিটাল ব্যাংকিং নিরাপত্তা জোরদার করার লক্ষ্যে এমন বড় পরিবর্তন আনছে ব্যাংকগুলো। আমিরাতের কেন্দ্রীয় ব্যাংকের নতুন নির্দেশনা অনুসারে সব ব্যাংককে স্থানীয় এবং আন্তর্জাতিক উভয় আর্থিক লেনদেনের জন্য গ্রাহকদের অ্যাপভিত্তিক প্রমাণ পদ্ধতিতে যেতে হবে। ধীরে ধীরে এই ওটিপি বন্ধ কার্যক্রম চালিয়ে নিয়ে ২০২৬ সালের মার্চের মধ্যে সম্পূর্ণভাবে তা বন্ধ করা হবে। এই পদক্ষেপটি সংযুক্ত আরব আমিরাতের আর্থিক অবকাঠামো আধুনিকীকরণ এবং ডিজিটাল ব্যাংকিংয়ের উপর আস্থা বাড়ানোর বৃহত্তর কৌশলের অংশ। যদিও ঐতিহ্যবাহী ওটিপিগুলোর সাথে পরিচিত গ্রাহকদের এই পরিবর্তনে অভ্যস্ত হতে কিছুটা সময় লাগতে পারে বলে মনে করছে দেশটির কেন্দ্রীয় ব্যাংক। সূত্র: গালফ নিউজ