Logo
×

Follow Us

মধ্যপ্রাচ্য

দুবাইর সব আন্তঃনগর বাসে ওয়াইফাই ফ্রি

Icon

অনলাইন ডেস্ক

প্রকাশ: ২৪ জুলাই ২০২৫, ০৮:৫৪

দুবাইর সব আন্তঃনগর বাসে ওয়াইফাই ফ্রি

সংযুক্ত আরব আমিরাতের রোড অ্যান্ড ট্রান্সপোর্ট অথরিটি (আরটিএ) ঘোষণা দিয়েছে, এখন থেকে দুবাইয়ের সব আন্তঃনগর বাসে বিনামূল্যে ওয়াইফাই সুবিধা পাওয়া যাবে। এই উদ্যোগের মাধ্যমে দুবাই থেকে শারজাহ, আবুধাবি, আজমান ও ফুজাইরাহ-র-মতো অন্যান্য আমিরাতে যাত্রা আরো উপভোগ্য ও কার্যকর হয়ে উঠবে।

এই ওয়াইফাই সেবা ২৫৯টি আন্তঃনগর বাসে ইতোমধ্যে কার্যকর হয়েছে। যাত্রীরা স্মার্টফোন, ট্যাবলেট বা ল্যাপটপ ব্যবহার করে পুরো যাত্রাপথে ইন্টারনেট ব্যবহার করতে পারবেন।

আরটিএ জানিয়েছে, এই উদ্যোগ আমিরাতের ডিজিটাল গভর্নমেন্ট স্ট্র্যাটেজি’র সঙ্গে সামঞ্জস্যপূর্ণ এবং দৈনন্দিন যাতায়াতকে আরো স্মার্ট ও সংযুক্ত করার লক্ষ্যে নেওয়া হয়েছে। ওয়াইফাই সেবাটি নিয়মিতভাবে মূল্যায়ন ও উন্নত করা হবে, যাতে যাত্রীরা উচ্চগতির ও নিরাপদ সংযোগ পান।

এর আগে আরটিএ ২১টি বাস স্টেশন ও ২২টি মেরিন ট্রান্সপোর্ট স্টেশনে বিনামূল্যে ওয়াই-ফাই চালু করেছিল। ভবিষ্যতে এই সেবা সব ৪৩টি স্টেশনেই সম্প্রসারিত করার পরিকল্পনা রয়েছে।

এই পদক্ষেপ শুধু প্রযুক্তিগত সুবিধা নয়, বরং দুবাইকে বিশ্বের সবচেয়ে স্মার্ট ও সুখী শহর হিসেবে গড়ে তোলার রূপরেখার অংশ। যাত্রীরা এখন ই–মেইল চেক, ভিডিও দেখা, অনলাইন মিটিং বা সামাজিক যোগাযোগ মাধ্যম সবই করতে পারবেন চলন্ত বাসে বসেই।

তথ্যসূত্র: টাইম আউট দুবাই

Logo