
সংযুক্ত আরব আমিরাতে ভিসা অ্যামনেস্টি উপেক্ষা করে অবৈধভাবে অবস্থানকারী হাজারো বিদেশি নাগরিককে ইতোমধ্যে আটক ও দেশে ফেরত পাঠানো হয়েছে বলে জানিয়েছে দেশটির জেনারেল ডিরেক্টোরেট অব রেসিডেন্সি অ্যান্ড ফরেন এফেয়ার্স (জিডিআরএফএ)।
২০২৪ সালের সেপ্টেম্বর থেকে ডিসেম্বর পর্যন্ত চার মাসব্যাপী অ্যামনেস্টি কার্যক্রমে অবৈধভাবে অবস্থানকারীদের জন্য জরিমানা ছাড়া দেশত্যাগ বা বৈধতা অর্জনের সুযোগ দেওয়া হয়েছিল। কিন্তু যারা এই সুযোগ গ্রহণ করেননি, তাদের বিরুদ্ধে জোরালো অভিযান শুরু হয়েছে।
জিডিআরএফএর মহাপরিচালক লেফটেন্যান্ট জেনারেল মোহাম্মদ আহমেদ আল মাররি বলেন, “আমরা কাউকে হয়রানি করছি না। কিন্তু যারা আইন অমান্য করেছেন, তাদের বিরুদ্ধে কোনো ধরনের ছাড় দেওয়া হবে না।” তিনি আরো জানান, আটক ব্যক্তিদের মধ্যে অনেকেই এখন ইউএইতে প্রবেশে স্থায়ী নিষেধাজ্ঞার মুখে পড়েছেন।
অভিযান চলাকালে:
- ৬,০০০+ অবৈধ বাসিন্দাকে গ্রেপ্তার করা হয়েছে
- ২৭০টিরও বেশি অভিযান পরিচালিত হয়েছে
- ৯৩% গ্রেপ্তারকৃত ব্যক্তির বিরুদ্ধে ইতোমধ্যে ফেরত পাঠানোর প্রক্রিয়া শুরু হয়েছে
আইন অনুযায়ী, অবৈধভাবে অবস্থানকারী ব্যক্তি এবং তাদের আশ্রয়দাতা বা নিয়োগদাতা উভয়েই জরিমানা ও কারাদণ্ডের মুখোমুখি হতে পারেন। ১০,০০০-১,০০,০০০ দিরহাম পর্যন্ত জরিমানা এবং স্থায়ী নিষেধাজ্ঞা আরোপ করা হচ্ছে।
এই পদক্ষেপ ইউএই’র সামাজিক নিরাপত্তা ও অভিবাসন নীতির কঠোর বাস্তবায়নের অংশ, যেখানে অবৈধ বসবাস ও কর্মসংস্থানকে কোনোভাবেই সহ্য করা হবে না।
তথ্যসূত্র: খালিজ টাইমস