Logo
×

Follow Us

মধ্যপ্রাচ্য

স্পন্সর ছাড়াই দীর্ঘমেয়াদি রেসিডেন্সি ভিসা দিচ্ছে আমিরাত

Icon

অনলাইন ডেস্ক

প্রকাশ: ২৪ জুলাই ২০২৫, ০৮:৪৪

স্পন্সর ছাড়াই দীর্ঘমেয়াদি রেসিডেন্সি ভিসা দিচ্ছে আমিরাত

সংযুক্ত আরব আমিরাতের গোল্ডেন ভিসা এখন আরো সহজলভ্য হয়েছে; বিশেষ করে নমিনেশন ভিত্তিক প্রক্রিয়ার মাধ্যমে, যেখানে কোনো স্পন্সর ছাড়াই বিদেশি নাগরিকরা ৫ বা ১০ বছরের দীর্ঘমেয়াদি রেসিডেন্সি ভিসা পেতে পারেন।

ফিন্যান্সিয়াল এক্সপ্রেসের প্রতিবেদন অনুযায়ী, আবেদনকারীরা আমিরাত সরকারের গোল্ডেন ভিসা প্রদানের নির্দিষ্ট প্ল্যাটফর্মে আবেদন করতে হবে। এই প্রক্রিয়ায় আউটস্ট্যান্ডিং স্পেশালাইজ ট্যালেন্ট, সায়েন্টিস্ট ও স্পেশালিস্ট, বিনিয়োগকারী, উদ্যোক্তা, গ্র্যাজুয়েট, হিম্যানিটারাইন পাইওনিয়ারস এবং ফ্রন্টলাইন ওয়ার্কারের মতো বিভিন্ন ক্যাটাগরিতে আবেদন করা যায়।

আবেদনকারীদের প্রয়োজনীয় তথ্য ও ডকুমেন্ট জমা দিয়ে নির্ধারিত ফি পরিশোধ করতে হয়। এরপর ইউএই কর্তৃপক্ষ আবেদন যাচাই করে ই-মেইলের মাধ্যমে সিদ্ধান্ত জানায়।

গোল্ডেন ভিসার সুবিধাগুলোর মধ্যে রয়েছে:

- স্পন্সর ছাড়াই রেসিডেন্সি

- পরিবার ও গৃহকর্মীদের স্পন্সর করার সুযোগ

- ব্যবসা পরিচালনা ও বিনিয়োগের স্বাধীনতা

- ৬ মাসের বেশি সময় ইউএইর বাইরে থাকার অনুমতি

- বিশ্বমানের শিক্ষা ও স্বাস্থ্যসেবায় প্রবেশাধিকার

এই নমিনেশন ভিত্তিক প্রক্রিয়া মূলত যোগ্যতা ও অবদানের ভিত্তিতে পরিচালিত হয়, অর্থাৎ এটি মেধা ও দক্ষতার স্বীকৃতি। ইউএই সরকার এই উদ্যোগের মাধ্যমে বিশ্বজুড়ে প্রতিভাবান ব্যক্তিদের আকৃষ্ট করতে চায়, যারা দেশটির অর্থনৈতিক, প্রযুক্তিগত ও সাংস্কৃতিক উন্নয়নে ভূমিকা রাখতে পারেন।

বিশ্লেষকদের মতে, এই পদক্ষেপ প্রবাসীদের জন্য দীর্ঘমেয়াদি স্থিতিশীলতা ও স্বাধীনতা নিশ্চিত করবে এবং ইউএইকে একটি বৈশ্বিক প্রতিভা কেন্দ্র হিসেবে প্রতিষ্ঠিত করতে সহায়ক হবে।

তথ্যসূত্র: গালফ নিউজ

Logo