কুয়েতের জনসংখ্যা ৫০ লাখ ছাড়াল, বাংলাদেশিই তিন লাখ

অনলাইন ডেস্ক
প্রকাশ: ২৪ জুলাই ২০২৫, ০৮:৩৯

কুয়েতের জনসংখ্যা ৫০ লাখ ছাড়িয়েছে। এছাড়া দেশটিতে প্রবাসী বাংলাদেশিদের সংখ্যাও বৃদ্ধি পেয়েছে। বর্তমানে দেশটিতে প্রবাসী বাংলাদেশির সংখ্যা তিন লাখ ছাড়িয়েছে বলে জানা গেছে। নতুন সরকারি পরিসংখ্যানে এ তথ্য উঠে এসেছে।
২২ জুলাই কুয়েতের পাবলিক অথরিটি ফর সিভিল ইনফরমেশন (পিএসিআই) জানায়, কুয়েতে মোট জনসংখ্যা ৫০ লাখ ছাড়িয়েছে। গত ৩০ জুন পর্যন্ত দেশটিতে মোট জনসংখ্যা রেকর্ড করা হয়েছে ৫০ লাখ ৯৮ হাজার ৫৩৯ জন।
পিএসিআইর তথ্য মতে, মোট জনসংখ্যায় কুয়েতের নাগরিকদের সংখ্যা এক শতাংশ কমেছে, যা বর্তমানে মোট জনসংখ্যার ৩০.৪ শতাংশ। ২০২৪ সালের শেষে কুয়েতের জনসংখ্যা ছিল ১৫ লাখ ৭০ হাজার, যা মোট জনসংখ্যার ৩১.৪ শতাংশ। গত ৩০ জুন তা রেকর্ড করা হয়েছে ১৫ লাখ ৫০ হাজার ৫৪৭ জন।
সরকারি তথ্য মতে, প্রথমবারের মতো কুয়েতি পুরুষের সংখ্যা নারীদের সংখ্যা ছাড়িয়ে গেছে। বর্তমানে কুয়েতি পুরুষের সংখ্যা ৭ লাখ ৭৬ হাজার ৬৫৬ জন। যেখানে কুয়েতি নারীর সংখ্যা ৭ লাখ ৭৩ হাজার ৮৯১ জন।
পূর্ববর্তী পরিসংখ্যানে কুয়েতি নারীর সংখ্যা ছিল ৫১ শতাংশ, বিপরীতে পুরুষের সংখ্যা ছিল ৪৯ শতাংশ। গত বছরের তুলনায় পুরুষের সংখ্যা ২.১৬ শতাংশ বৃদ্ধি পেয়েছে।
কুয়েতে বর্তমানে বাইরের তথা প্রবাসীদের সংখ্যা ৩৫ লাখ ৪৭ হাজার ৯৯২ জন, যা দেশের মোট জনসংখ্যার ৬৯.৬ শতাংশ। যা গত বছরের তুলনায় ৩.৮ শতাংশ বৃদ্ধি পেয়েছে এবং ১ লাখ ৩০ হাজার প্রবাসী নতুন যুক্ত হয়েছে। এর মধ্যে এশীয়রাই বেশি।
এশীয়দের সংখ্যা ২০ লাখ ৭৩ হাজার যা মোট জনসংখ্যার ৪০.৭ শতাংশ এবং মোট প্রবাসীদের ৫৮.৪ শতাংশ। ২০২৪ সালের তুলনায় এশীয়দের সংখ্যা ৩.৬৫ শতাংশ বৃদ্ধি পেয়েছে। আরবদের সংখ্যা ১৩ লাখ ৭০ হাজার নাগরিক নিয়ে তৃতীয় স্থানে রয়েছে, যা মোট জনসংখ্যার প্রায় ২৬ শতাংশ। বাকিরা আফ্রিকান, আমেরিকান, ইউরোপীয় ও অন্যান্য।
এশীয়দের মধ্যে কুয়েতে সবচেয়ে বেশি রয়েছেন ভারতীয়রা। দেশটিতে বর্তমানে ভারতীয়দের সংখ্যা ১০ লাখ ৩৬ হাজার ৩৮৯ জন। এর পরেই অর্থাৎ দ্বিতীয় স্থানে রয়েছেন মিসরীয়রা। দেশটিতে এদের সংখ্যা ৬ লাখ ৬১ হাজার ৩১৬ জন। আর তৃতীয় স্থানে রয়েছেন বাংলাদেশিরা। বর্তমানে দেশটিতে প্রবাসী বাংলাদেশির সংখ্যা ৩ লাখ ৪ হাজার ৫০৭ জন, যা মোট জনসংখ্যার ৬ শতাংশ।
সরকারি রিপোর্ট অনুসারে, কুয়েতে গৃহকর্মীর বেশির ভাগই এশিয়ার বিভিন্ন দেশের। দেশটিতে বর্তমানে গৃহকর্মীর সংখ্যা ৮ লাখ ২৩ হাজার, যা ২০২৪ সালে ছিল ৭ লাখ ৮১ হাজার। অর্থাৎ গত এক বছরে গৃহকর্মীর সংখ্যা ৫.৪ শতাংশ বৃদ্ধি পেয়েছে। কুয়েতে মোট কর্মী সংখ্যা ৩১ লাখে পৌঁছেছে, যা ২০২৪ সালে ছিল ৩০ লাখ ৬৫ লাখ।
তবে কুয়েতি কর্মীর সংখ্যা কমেছে। বর্তমানে কুয়েতি কর্মীর সংখ্যা ৪ লাখ ৯১ হাজার, যা ছয় মাস আগে ছিল ৫ লাখ ৫ হাজার। কুয়েতি কর্মীদের ৮০ শতাংশই সরকারি কর্মচারী। সংখ্যায় সেটা ৩ লাখ ৯৩ হাজার। ৬৭ হাজারের কিছু বেশি বেসরকারি খাতে চাকরি করেন এবং ৩০ হাজার ৬০০ জন বেকার।
তথ্যসূত্র: সময় অনলাইন