Logo
×

Follow Us

মধ্যপ্রাচ্য

কুয়েতে ভিসা জালিয়াত চক্রের সন্ধান লাভ

Icon

অনলাইন ডেস্ক

প্রকাশ: ২৪ জুলাই ২০২৫, ০৮:৩৮

কুয়েতে ভিসা জালিয়াত চক্রের সন্ধান লাভ

কুয়েতে বৃহৎ ভিসা-বাণিজ্য চক্রের সন্ধান পেয়েছে দেশটির স্বরাষ্ট্র মন্ত্রণালয়, যেখানে একজন কুয়েতি নাগরিক, একজন সিরীয় এবং একজন ভারতীয় নাগরিককে গ্রেপ্তার করা হয়েছে। এই চক্রটি ২৫টি কোম্পানি ও ৪টি সহযোগী প্রতিষ্ঠানের মাধ্যমে অবৈধভাবে ৫৬ জন বিদেশি কর্মীকে নিবন্ধন করে রেসিডেন্সি পারমিট বিক্রি করছিল।

স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের তদন্তে জানা যায়, মূল অভিযুক্ত ব্যক্তি এসব কোম্পানির পক্ষে আইনি স্বাক্ষরদানের ক্ষমতা ব্যবহার করে ভুয়া কর্মসংস্থান দেখিয়ে ভিসা ইস্যু করতেন। প্রতিটি ভিসার জন্য ৩৫০ থেকে ১২০০ কুয়েতি দিনার (প্রায় ১,১৩৭ থেকে ৩,৯০০ ডলার) পর্যন্ত অর্থ গ্রহণ করা হতো।

তদন্তে আরো উঠে আসে, অনেক কর্মী নিবন্ধিত কোম্পানিতে কাজ না করেও রেসিডেন্সি পারমিট পেয়েছেন, যা কুয়েতের অভিবাসন আইন ও শ্রম বিধিমালার সরাসরি লঙ্ঘন। অভিযুক্ত ব্যক্তি দুই মধ্যস্থতাকারী- একজন সিরীয় ও একজন ভারতীয় নাগরিকের মাধ্যমে এই লেনদেন পরিচালনা করতেন।

এই ঘটনায় সংশ্লিষ্ট সবাইকে পাবলিক প্রসিকিউশনে হস্তান্তর করা হয়েছে এবং মন্ত্রণালয় জানিয়েছে, মানব পাচার ও ভিসা প্রতারণার বিরুদ্ধে কঠোর অবস্থান বজায় থাকবে। তারা নাগরিকদের ও প্রবাসীদের সন্দেহজনক কার্যকলাপ রিপোর্ট করার আহ্বান জানিয়েছে, যাতে জাতীয় নিরাপত্তা ও সামাজিক স্থিতিশীলতা রক্ষা করা যায়।

এই ঘটনা কুয়েতে ভিসা-বাণিজ্য ও মানব পাচারের দীর্ঘস্থায়ী সমস্যার গভীরতা তুলে ধরেছে এবং কর্পোরেট লাইসেন্সিং ও অভিবাসন ব্যবস্থার ওপর নজরদারি জোরদার করার প্রয়োজনীয়তা স্পষ্ট করেছে।

তথ্যসূত্র: গালফ নিউজ 

Logo