Logo
×

Follow Us

মধ্যপ্রাচ্য

আমিরাতে শিক্ষকদের জন্য বাধ্যতামূলক পেশাগত লাইসেন্স চালু

Icon

অনলাইন ডেস্ক

প্রকাশ: ২৪ জুলাই ২০২৫, ০৮:৩৫

আমিরাতে শিক্ষকদের জন্য বাধ্যতামূলক পেশাগত লাইসেন্স চালু

শিক্ষার মান উন্নয়নে বড় পদক্ষেপ হিসেবে সংযুক্ত আরব আমিরাতের শিক্ষা মন্ত্রণালয় শিক্ষকদের জন্য পেশাগত লাইসেন্স বাধ্যতামূলক করেছে। ২০২১ সাল থেকে কার্যকর এই নিয়মের আওতায় এখন থেকে শিক্ষক, স্কুল প্রশাসক এবং শিক্ষা সহায়ক পেশাজীবীদের শিক্ষা মন্ত্রণালয়ের অনুমোদিত লাইসেন্স ছাড়া কাজ করার সুযোগ নেই।

মন্ত্রণালয়ের মতে, এই লাইসেন্সিং ব্যবস্থা শিক্ষকদের আন্তর্জাতিক মানের জ্ঞান, নৈতিকতা ও দক্ষতা অর্জনে সহায়তা করবে এবং শিক্ষার্থীদের জন্য উচ্চমানের শিক্ষা নিশ্চিত করবে। এমওইর মহাপরিচালক বলেন, “আমরা এমন একটি শিক্ষা ব্যবস্থা গড়ে তুলতে চাই, যেখানে প্রত্যেক শিক্ষক শুধু পাঠদানের দক্ষতায় নয়, বরং নৈতিক নেতৃত্বেও অনন্য হবেন।”

তিন ধরনের লাইসেন্স

১. টিচার লাইসেন্স: বিষয়ভিত্তিক শিক্ষক, কিন্ডারগার্টেন, বিশেষ শিক্ষা ও কারিগরি শিক্ষকদের জন্য 

২. স্কুল লিডারশিপ লাইসেন্স: স্কুল প্রধান ও উপপ্রধানদের জন্য 

৩. স্কুল প্রফেশনালস লাইসেন্স: লাইব্রেরিয়ান, ল্যাব টেকনিশিয়ান, একাডেমিক কাউন্সেলর, ক্লাসরুম অ্যাসিস্ট্যান্টদের জন্য

আবেদন প্রক্রিয়া

- ইউএই পাস ব্যবহার করে অনলাইন রেজিস্ট্রেশন

- স্নাতক ডিগ্রি ও বিষয়ভিত্তিক ও পেশাগত পরীক্ষা উত্তীর্ণ হতে হবে

- আন্তর্জাতিক লাইসেন্সধারীদের জন্য অতিরিক্ত যাচাই, যেমন পূর্ব অভিজ্ঞতা, লাইসেন্স ইতিহাস ও অপরাধমুক্ত সনদ

- পরীক্ষায় তিনবার ব্যর্থ হলে ছয় মাস পর পুনরায় আবেদন করা যাবে। পরীক্ষার ফলাফল সাধারণত এক মাসের মধ্যে প্রকাশিত হয়।

যেসব শিক্ষক বিদেশি লাইসেন্সধারী, তারা নির্ধারিত ডকুমেন্ট ও নিরাপত্তা যাচাইয়ের মাধ্যমে লাইসেন্স সমতুল্যতা অর্জন করতে পারেন। এতে তারা ইউএইতে বাধাহীনভাবে শিক্ষকতা করতে পারবেন।

বিশ্লেষকদের মতে, এই উদ্যোগ শিক্ষকদের পেশাগত উন্নয়ন, শিক্ষার মান বৃদ্ধি এবং আন্তর্জাতিক প্রতিযোগিতায় সক্ষমতা অর্জনে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে।

তথ্যসূত্র: গালফ নিউজ

Logo