
দুবাইয়ে বসবাসরত নাগরিকদের জন্য নতুন নিয়ম চালু করেছে জেনারেল ডিরেক্টর অব রেসিডেন্সি অ্যান্ড ফরইনার্স অ্যাফেয়ার্স (জিডিআরএফএ), যার আওতায় যে কোনো ট্রাফিক জরিমানা পরিশোধ না করলে রেসিডেন্সি ভিসা নবায়ন করা যাবে না।
জিডিআরএফএর মহাপরিচালক লেফটেন্যান্ট জেনারেল মোহাম্মদ আহমেদ আল মাররি এক প্রেস ব্রিফিংয়ে জানান, “আমরা বাসিন্দাদের জন্য সবকিছু করছি, কিন্তু নিয়ম মানা সবার দায়িত্ব। যদি কেউ জরিমানা না দেয়, ভবিষ্যতে দেশে ফেরার সময়ও সমস্যা হতে পারে।”
তবে তিনি আশ্বস্ত করেছেন, এই নিয়ম কাউকে হয়রানি করার জন্য নয়, বরং আইনের প্রতি শ্রদ্ধা ও দায়িত্বশীল আচরণ নিশ্চিত করার জন্য। জরিমানার পরিমাণ বেশি হলে কিস্তিতে পরিশোধের সুযোগ থাকবে।
এই নতুন ব্যবস্থা এখনো পাইলট পর্যায়ে রয়েছে এবং সব জায়গায় কার্যকর হয়নি, যেমন দুবাই বিমানবন্দরের জিডিআরএফএ সেন্টারে এটি এখনো প্রযোজ্য নয়। তবে ভবিষ্যতে এটি সম্পূর্ণভাবে কার্যকর করার পরিকল্পনা রয়েছে।
এই পদক্ষেপ দুবাইয়ের সড়ক নিরাপত্তা, প্রশাসনিক স্বচ্ছতা এবং নাগরিক দায়িত্ববোধ জোরদার করতে সহায়ক হবে বলে মনে করছেন বিশ্লেষকরা।
তথ্যসূত্র: গালফ নিউজ