
সংযুক্ত আরব আমিরাতের মানবসম্পদ ও এমিরাতাইজেশন মন্ত্রণালয় (মুহরি) এবং টেলিকমিউনিকেশন ও ডিজিটাল গভর্নমেন্ট রেগুলেটরি অথরিটি (টিডিআরএ) যৌথভাবে ৭৭টি অবৈধ সোশ্যাল মিডিয়া অ্যাকাউন্ট বন্ধ করে দিয়েছে, যেগুলো লাইসেন্স ছাড়া গৃহকর্মী নিয়োগের বিজ্ঞাপন ও কার্যক্রম পরিচালনা করছিল।
মুহরির তদন্তে দেখা যায়, এসব অ্যাকাউন্ট অননুমোদিত ও অবৈধভাবে গৃহকর্মী নিয়োগের সেবা দিচ্ছিল, যা সংযুক্ত আরব আমিরাতের শ্রম আইন অনুযায়ী অপরাধ। মন্ত্রণালয় সতর্ক করেছে, লাইসেন্সবিহীন নিয়োগ সংস্থার সঙ্গে লেনদেন করলে ভোক্তারা আইনি সুরক্ষা হারাতে পারেন এবং প্রতারণার শিকার হওয়ার ঝুঁকি থাকে।
মন্ত্রণালয় জানিয়েছে, ২০২৫ সালের ফেব্রুয়ারিতেও ৫৫টি অবৈধ প্রতিষ্ঠান শনাক্ত করা হয়েছিল, যাদের মধ্যে ছিল অফিস, ওয়েবসাইট ও সোশ্যাল মিডিয়া অ্যাকাউন্ট। এসব প্রতিষ্ঠানের বিরুদ্ধে জরিমানা, প্রশাসনিক নিষেধাজ্ঞা এবং পাবলিক প্রসিকিউশনে মামলা করা হয়েছে।
আইন অনুযায়ী, মুহরির অনুমোদন ছাড়া গৃহকর্মী নিয়োগ বা মধ্যস্থতা করলে কমপক্ষে এক বছরের কারাদণ্ড এবং ২ লাখ থেকে ১০ লাখ দিরহাম পর্যন্ত জরিমানা হতে পারে। প্রতিষ্ঠানটির আন্ডার-সেক্রেটারি খালিল আল খুরি বলেন, “আমরা অবৈধ নিয়োগ কার্যক্রমের বিরুদ্ধে কঠোর অবস্থানে আছি এবং আইনি ব্যবস্থা নিতে দ্বিধা করব না।”
টিডিআরএর মহাপরিচালক ইঞ্জিনিয়ার মাজেদ সুলতান আল মেসমার বলেন, “আমরা ডিজিটাল প্ল্যাটফর্মে নজরদারি জোরদার করেছি, যাতে ‘উই দি ইউএই ২০৩১’ ভিশন অনুযায়ী একটি নিরাপদ ও সমৃদ্ধ সমাজ গড়ে তোলা যায়।”
মুহরি জনগণকে অনুরোধ করেছে, যে কোনো নিয়োগ বিজ্ঞাপন যাচাই করতে তাদের কল সেন্টার (৬০০৫৯০০০০) অথবা মুহরির অফিসিয়াল ওয়েবসাইট ব্যবহার করতে।
এই পদক্ষেপ শ্রমবাজারে স্বচ্ছতা, নিরাপত্তা ও আইনি সুরক্ষা নিশ্চিত করতে সংযুক্ত আরব আমিরাতের একটি গুরুত্বপূর্ণ অগ্রগতি হিসেবে বিবেচিত হচ্ছে।
তথ্যসূত্র: গালফ নিউজ