মধ্যপ্রাচ্যের নিউজ আপডেট ২৩ জুলাই ২০২৫
বাংলাদেশের মাইলস্টোন স্কুলে দুর্ঘটনায় বাহরাইনের শোক

অনলাইন ডেস্ক
প্রকাশ: ২৩ জুলাই ২০২৫, ১৮:২৪

সংযুক্ত আরব আমিরাত
আমিরাতে ৭৭টি নিয়োগ ওয়েবসাইট বন্ধ
সংযুক্ত আরব আমিরাত সরকার অবৈধ গৃহকর্মী নিয়োগের জন্য ৭৭টি ওয়েবসাইট বন্ধ করে দিয়েছে। গালফ নিউজের খবরে বলা হয়েছে, মুহরি নিয়োগ অভিযানে লাইসেন্সবিহীন সোশ্যাল মিডিয়া অ্যাকাউন্টগুলোকে লক্ষ্যবস্তু করে এসব সাইট বন্ধ করা হয়। সরকারের পক্ষ থেকে বলা হয়েছে, এ সামাজিক যোগাযোগমাধ্যমে থাকা অ্যাকাউন্টগুলোর গৃহকর্মী নিয়োগ কার্যক্রম পরিচালনার জন্য প্রয়োজনীয় লাইসেন্স ছিল, যা দেশটিতে স্পষ্ট আইনি লঙ্ঘন। মন্ত্রণালয় স্পষ্ট করেছে, লাইসেন্সবিহীন নিয়োগ সংস্থা বা গৃহকর্মী সেবা প্রদানকারী এসব সোশ্যাল মিডিয়া প্ল্যাটফর্মগুলোর সাথে কাজ করার ফলে ক্লায়েন্টরা তাদের আইনি অধিকার থেকে বঞ্চিত হতে পারে, যা কেবল লাইসেন্সপ্রাপ্ত অফিসগুলোর সাথে কাজ করার সময় সুরক্ষিত থাকে। মুহরি নিয়োগকর্তারা দেশটির জাতীয় এবং আবাসিক পরিবারগুলোকে শুধু লাইসেন্সপ্রাপ্ত এবং অনুমোদিত গৃহকর্মী নিয়োগ সংস্থাগুলোর সাথেই কাজ করার আহ্বান জানিয়েছে। একই সাথে অবৈধভাবে চাকরি দেওয়ার কথা প্রচার করে এমন সোশ্যাল মিডিয়া অ্যাকাউন্টগুলোর সাথে জড়িতদের সতর্ক করে দিয়েছে। সংযুক্ত আরব আমিরাতের শ্রম সম্পর্ক নিয়ন্ত্রণ আইন মুহরি থেকে প্রয়োজনীয় লাইসেন্স না নিয়ে গৃহকর্মীদের চাকরি দেওয়ার মতো কাজ কঠোরভাবে নিষিদ্ধ করেছে। সূত্র: গালফ নিউজ
বাহরাইন
বাংলাদেশের মাইলস্টোন স্কুলে দুর্ঘটনায় বাহরাইনের শোক
বাংলাদেশের মাইলস্টোন স্কুলে ফাইটার জেট বিধ্বস্ত হয়ে শিশু ও শিক্ষকদের প্রাণহানির ঘটনায় শোক জানিয়েছে বাহরাইনের পররাষ্ট্র মন্ত্রণালয়। দেশটির দৈনিক দ্য ডেইলি ট্রিবিউনের খবরে বলা হয়েছে, দেশটির পররাষ্ট্র মন্ত্রণালয় বাংলাদেশের স্কুলে যুদ্ধ বিমান ভূপাতিত হওয়ার দুর্ঘটনার খবরে গভীর শোক, সমবেদনা ও সংহতি জানাচ্ছে। দুর্ঘটনায় শিক্ষার্থী ও সাধারণ মানুষের মৃত্যুতে বাহরাইনও সমব্যথী। খবরে আরো বলা হয়েছে, বাহরাইনের সরকার এই ঘটনায় বাংলাদেশ সরকারের কাছে শোক জানিয়েছে। একই সাথে বাংলাদেশের মানুষ, নিহতদের পরিবার, স্বজনের প্রতিও সর্বোচ্চ সমবেদনা জানাচ্ছে। আহতদের দ্রুত সুস্থতার কামনাও করছে বাহরাইনের সরকার। সূত্র: দ্য ডেইলি ট্রিবিউন
কুয়েত
ভিসা জালিয়াতির ঘটনায় ৩ জন গ্রেফতার
কুয়েতের ওয়ার্ক ভিসা জালিয়াতির ঘটনায় ৩ জনকে গ্রেফতার করেছে দেশটির পুলিশ। এই ঘটনায় ২৯টি কোম্পানি এবং ৫৬ জন কর্মীর অবৈধ কার্যক্রমের ঘটনাও উন্মোচিত হয়েছে। গালফ নিউজের এক প্রতিবেদনে উঠে এসেছে এসব তথ্য। তাতে বলা হয়েছে, মানব পাচার এবং ভিসা জালিয়াতির বিরুদ্ধে সর্বশেষ অভিযানে কুয়েতের স্বরাষ্ট্র মন্ত্রণালয় একটি ওয়ার্ক ভিসা স্কিম বাতিল করেছে, যার মধ্যে একজন কুয়েতি নাগরিক জড়িত ছিলেন। যিনি তার আইনি কর্তৃত্ব কাজে লাগিয়ে প্রবাসী কর্মীদের অবৈধ নিবন্ধন থেকে লাভবান হয়েছেন। এই অভিযানে ২৫টি কোম্পানি এবং চারটি অনুমোদিত ব্যবসা জড়িত এমন একটি জটিল নেটওয়ার্কের উন্মোচন করা হয়েছে, যা এই ব্যক্তির নিয়ন্ত্রণে ছিল।
জিজ্ঞাসাবাদে কুয়েতি সেই অভিযুক্ত ব্যক্তি স্বীকার করেছেন, দুজন মধ্যস্থতাকারী- একজন সিরিয়ান এবং একজন ভারতীয়; লেনদেন সহজতর করতে সাহায্য করেছিলেন। যদিও শ্রমিকরা তাদের আবাসিক স্পন্সরকারী সংস্থাগুলো দ্বারা নিযুক্ত ছিল না। প্রধান সন্দেহভাজন নানা সুযোগ কাজে লাগিয়ে বিদেশি কর্মীদের নিবন্ধন এবং আবাসিক পারমিট বিক্রি করার জন্য ব্যবহার করেছিলেন বলে অভিযোগ রয়েছে। সূত্র: গালফ নিউজ