Logo
×

Follow Us

মধ্যপ্রাচ্য

আরব আমিরাতে ৬ মাসে ৩২ হাজারের বেশি প্রবাসী আটক

Icon

অনলাইন ডেস্ক

প্রকাশ: ২৩ জুলাই ২০২৫, ০৭:৩৮

আরব আমিরাতে ৬ মাসে ৩২ হাজারের বেশি প্রবাসী আটক

সংযুক্ত আরব আমিরাতে চলতি বছরের প্রথম ছয় মাসে (জানুয়ারি-জুন) ৩২ হাজারেরও বেশি ভিসা লঙ্ঘনকারীকে আটক করেছে দেশটির ফেডারেল অথরিটি ফর আইডেন্টিটি, সিটিজেনশিপ, কাস্টমস অ্যান্ড পোর্ট সিকিউরিটি (আইসিপি)। ২২ জুলাই এক বিবৃতিতে সংস্থাটি জানিয়েছে, ভিসা ও আবাসন আইনের প্রতি সম্মান নিশ্চিত করতে দেশজুড়ে একাধিক তদারকি অভিযান চালানো হয়েছে। খবর খালিজ টাইমস

আইসিপির মহাপরিচালক মেজর জেনারেল সুহাইল সাঈদ আল খাইলি বলেন, ‘এই অভিযানের লক্ষ্য হচ্ছে ভিসা লঙ্ঘনকারীর সংখ্যা কমানো এবং দেশের সব বাসিন্দা ও অতিথিদের জন্য একটি সম্মানজনক ও নিরাপদ জীবনযাত্রা নিশ্চিত করা।’

তিনি আরো বলেন, আটককৃতদের মধ্যে প্রায় ৭০ শতাংশকে সব আইনি প্রক্রিয়া শেষে দেশে ফেরত পাঠানো হয়েছে। অনেককে যথাযথ কর্তৃপক্ষের কাছে হস্তান্তরের প্রস্তুতি চলছে।

২০২৪ সালে ইউএই সরকার সেপ্টেম্বর থেকে ডিসেম্বর পর্যন্ত চার মাসব্যাপী একটি ভিসা অ্যামনেস্টি প্রোগ্রাম চালু করেছিল। এতে বিপুলসংখ্যক অবৈধ অভিবাসী নিজ অবস্থান বৈধ করার সুযোগ পান। প্রথমে এ কর্মসূচি ৩১ অক্টোবর পর্যন্ত চলার কথা থাকলেও পরে আরো ৬০ দিন বাড়ানো হয়।

তবে অ্যামনেস্টি শেষ হওয়ার পর যারা ভিসা ও আবাসন আইন লঙ্ঘন করেছেন, তাদের বিরুদ্ধে ফের কঠোর পদক্ষেপ নেওয়া হচ্ছে। জরিমানা পুনরায় চালু হয়েছে এবং তদারকি অভিযানও বৃদ্ধি পেয়েছে।

অভিবাসন বিশ্লেষক ও কর্তৃপক্ষের ভাষ্যমতে, যাদের ভিসার মেয়াদ শেষ হয়ে গেছে, তারা চাকরি ও শ্রম নির্যাতনের ঝুঁকিতে রয়েছেন। এ ধরনের পরিস্থিতি রোধ করতেই আইসিপি ‘নিরাপদ সমাজের দিকে’ স্লোগানে দেশজুড়ে অভিযান চালাচ্ছে।

আল খাইলি বলেন, ‘আইন লঙ্ঘনকারী, তাদের গোপনকারী কিংবা অবৈধভাবে নিয়োগদানকারী যে কেউ শাস্তির মুখে পড়বে।’ তিনি বলেন, বিশেষ টাস্কফোর্স গঠন করা হয়েছে এবং আইনের কঠোর প্রয়োগ নিশ্চিত করা হবে।

তিনি আরো বলেন, ‘আমাদের উদ্দেশ্য শুধু শাস্তি নয়, বরং ভিসা লঙ্ঘনকারীদের বৈধভাবে থাকার সুযোগ করে দেওয়া এবং আইনের সংস্কৃতি গড়ে তোলা।'

২০০৭ সাল থেকে এখন পর্যন্ত ইউএই চারবার ভিসা অ্যামনেস্টি ঘোষণা করেছে। ২০১৮ সালের কর্মসূচি ৯০ দিনের জন্য চালু হলেও পরে আরো দুই মাস বাড়ানো হয়।

তথ্যসূত্র: চ্যানেল টোয়েন্টিফোর

Logo