Logo
×

Follow Us

মধ্যপ্রাচ্য

মধ্যপ্রাচ্যের নিউজ আপডেট ২২ জুলাই ২০২৫

অনথিভুক্তদের ধরতে বাহরাইনে অভিযান জোরদার

Icon

অনলাইন ডেস্ক

প্রকাশ: ২২ জুলাই ২০২৫, ১৭:০৩

অনথিভুক্তদের ধরতে বাহরাইনে অভিযান জোরদার

বাহরাইন

অনথিভুক্তদের ধরতে বাহরাইনে অভিযান জোরদার

বাহরাইন অবৈধ ও অনথিভুক্ত কর্মী এবং কাগজপত্র ছাড়া ব্যবসা পরিচালনাকারীদের বিরুদ্ধে অভিযান জোরদার করেছে। এই অভিযানে ১২ জনকে আটক ও ৮৯ জনকে বাহরাইন থেকে নিজ দেশে ফেরত পাঠিয়ে দেওয়া হয়েছে। দেশটির গণমাধ্যম দ্য ডেইলি ট্রিবিউনের খবরে বলা হয়েছে, দেশটির লেবার মার্কেট রেগুলেটরি অথরিটি ও সরকারের বিভিন্ন মন্ত্রণালয় এবং আইনশৃঙ্খলা বাহিনীর সদস্যরা যৌথভাবে ১৩ থেকে ১৯ জুলাই ১ হাজার ১৩২টি অভিযান পরিচালনা করেছে। সংস্থাটি রাজধানী মানামায় একটি, মুশারেকে ছয়টি আর দক্ষিণাঞ্চলীয় এলাকায় চারটি অভিযান পরিচালনা করে। এই অভিযান চালানো হয়েছে মূলত ব্যবসায়িক নানা প্রতিষ্ঠানে। গোপনে চলা এসব অভিযানে বিভিন্ন ধরনের শ্রমিক আইনের লঙ্ঘনকারীদের বিষয়ে জানতে পারে সংস্থাগুলো। তাদের বিরুদ্ধে মামলাও করা হয়েছে এসব অভিযানে। বাহরাইনের শ্রমবাজারের স্থিতিশীলতা রক্ষা, অর্থনৈতিক ও সামাজিক নিরাপত্তা রক্ষা করতেই এই অভিযান চালানো হচ্ছে বলে জানানো হয়েছে সরকারের পক্ষ থেকে। সূত্র: দ্য ডেইলি ট্রিবিউন

সংযুক্ত আরব আমিরাত

অচেনা কাউকে অর্থ স্থানান্তর করলে জেল-জরিমানা

সংযুক্ত আরব আমিরাতে অপরিচিত কারো কাছে ব্যাংকিং চ্যানেলে টাকা স্থানান্তর করলে ১০ বছরের জেলসহ জরিমানা হতে পারে বলে সতর্ক করা হয়েছে। গালফ নিউজের এক প্রতিবেদনে বলা হয়েছে, জেল-জরিমানাই নয়, এমনভাবে অর্থ পাঠালে আরো গুরুতর আইনি পরিণতি হতে পারে বলে নাগরিক ও বাসিন্দাদের সতর্ক করা হয়েছে। এটিএম বুথের বাইরে কেউ যদি এমন অনুরোধ করেন যে, তার ব্যাংক কার্ড কাজ করছে না, তাকে সাহায্য করতে গিয়ে অচেনা কারো কাছে টাকা পাঠালে গুরুতর পরিণতি হতে পারে। দেশটির আইনশৃঙ্খলা বাহিনীর বরাত দিয়ে রিপোর্টে আরো বলা হয়েছে, সেই টাকা যদি অর্থ পাচার, সন্ত্রাসী অর্থায়ন বা মাদক পাচারের মতো সংগঠিত অপরাধের খাতে খরচ হয় বা যুক্ত হয়, তাহলে তার পরিণতি অর্থ প্রেরণকারী ব্যক্তিকে বহন করতে হতে পারে। ১০ বছরের জেলের সাথে ১ লাখ দিরহাম থেকে শুরু করে ৫০ লাখ দিরহাম পর্যন্ত জরিমানা হতে পারে। আইনজীবীরা বলছেন, এ ক্ষেত্রে না জানা কোনো অজুহাত হিসেবে দেখা হয় না দেশটিতে এবং এমন মানি লন্ডারিং আইন লঙ্ঘনে নমনীয় হওয়ার সুযোগও নেই আরব আমিরাতে। সূত্র: গালফ নিউজ

সৌদি আরব

আরবি সাপোর্টসহ অ্যাপল স্টোর চালু সৌদিতে

আরবি ভাষার সাপোর্টসহ সৌদি আরবে অনলাইন স্টোর চালু করেছে বিশ্বখ্যাত প্রযুক্তি প্রতিষ্ঠান অ্যাপল। মার্কিন এই কোম্পানিটি ২০২৬ সাল থেকে সৌদি আরবের দিরিয়াতে বেশ কয়েকটি ফ্ল্যাগশিপ স্টোর খোলার পরিকল্পনাও করছে। গালফ নিউজের প্রতিবেদনে আরো জানানো হয়েছে, দেশটির গ্রাহক ও বাসিন্দারা আ্যাপল টিমের সেবা নিতে পারবেন, কেনাকাটাও করা যাবে। আ্যাপল স্টোর থেকে সহজ শর্তে প্রোডাক্ট কেনাও যাবে। AirPods এবং Apple Pencil-এর মতো আইটেমগুলোর জন্য আরবি এবং ইংরেজিতে বিনামূল্যে খোদাইও করা যাবে। গ্রাহকরা এখন নিবেদিতপ্রাণ টিম সদস্যদের কাছ থেকে ব্যতিক্রমী পরিষেবাসহ অ্যাপলের সম্পূর্ণ পরিসরের পণ্য কেনাকাটা করতে পারবেন। সূত্র: গালফ নিউজ

Logo