Logo
×

Follow Us

মধ্যপ্রাচ্য

মধ্যপ্রাচ্যের নিউজ আপডেট ২১ জুলাই ২০২৫

আইন লঙ্ঘনকারী গ্রেফতারকৃতদের সংখ্যা বাড়ছে সৌদিতে

Icon

অনলাইন ডেস্ক

প্রকাশ: ২১ জুলাই ২০২৫, ১৭:৩৪

আইন লঙ্ঘনকারী গ্রেফতারকৃতদের সংখ্যা বাড়ছে সৌদিতে

সৌদি আরব

আইন লঙ্ঘনকারী গ্রেফতারকৃতদের সংখ্যা বাড়ছে সৌদিতে

সৌদি আরবে এক সপ্তাহে ২৩ হাজারের বেশি আবাসিক আইন লঙ্ঘনকারীকে গ্রেফতার করা হয়েছে। গালফ নিউজের প্রতিবেদনে বলা হয়েছে, গ্রেফতারকৃতরা মূলত আবাসিক আইন, শ্রম আইন এবং সীমান্ত সুরক্ষা বিধি লঙ্ঘনের অভিযোগে ধরা পড়েছে।দেশটির স্বরাষ্ট্র মন্ত্রণালয় জানিয়েছে, সৌদিজুড়ে এই অভিযানের সময় গ্রেফতারকৃত মানুষের সংখ্যা আগের চেয়ে বেড়েছে। আটক ২৩ হাজার ১৬৭ জনের মধ্যে ১৪ হাজার ৫২৫ জন আবাসিক আইন লঙ্ঘনকারী, ৫ হাজার ৫১১ জনকে সীমান্ত সুরক্ষা বিধি লঙ্ঘনের জন্য গ্রেফতার করা হয়েছে এবং ৩ হাজার ১৩১ জনের বিরুদ্ধে শ্রম আইন লঙ্ঘনের অভিযোগ আনা হয়েছে। সৌদির ভেতরে আটক ব্যক্তিদের পাশাপাশি ১ হাজার ৫৯৩ জনকে অবৈধভাবে সৌদি আরবে প্রবেশের চেষ্টা করার সময় আটক করা হয়েছিল। গেল ১০ জুলাই থেকে ১৬ জুলাই পর্যন্ত এই অভিযান চলে বলে জানায় সৌদি পুলিশ। সূত্র: গালফ নিউজ

ওমান

অসামাজিক কাজে লিপ্ত থাকার অভিযোগে ৩০ জন গ্রেফতার 

ওমানে অসামাজিক কাজে লিপ্ত থাকার অভিযোগে ৩০ জনকে গ্রেফতার করা হয়েছে, যার মধ্যে ২১ জন প্রবাসী নারীও রয়েছেন। গালফ নিউজের প্রতিবেদনে বলা হয়েছে, গ্রেফতারকৃতদের মধ্যে একজন বাংলাদেশি নারীও পাওয়া গেছে। ওমান পুলিশ রোববার এই আটকের কথা জানিয়েছে। একই ধরনের অভিযোগে ওমানজুড়ে ৬০ জনেরও বেশি প্রবাসী মহিলাকে গ্রেফতার করা হয়। এই দলে ছিলেন ২৩ জন মিসরীয়, ১৩ জন ইরানি, ১৪ জন পাকিস্তানি, চারজন থাই, দুইজন উজবেক, দুইজন মরক্কান, তিনজন সিরিয়ান নারী। সূত্র: গালফ নিউজ

সংযুক্ত আরব আমিরাত

কৃত্রিম অ্যাভাটার নিরাপত্তা ঝুঁকি তৈরি করতে পারে 

সংযুক্ত আরব আমিরাতের পুলিশ ফেস এডিটিং সফটওয়্যার ব্যবহারের বিরুদ্ধে সতর্ক করেছে বাসিন্দাদের। গালফ নিউজ পুলিশের বরাত দিয়ে লিখেছে, এসব অ্যাপের মাধ্যমে তৈরি করা কার্টুন ছবি বা ভিডিওর কারণে ব্যক্তির বায়োমেট্রিক ডাটার অপব্যবহার হতে পারে। কৃত্রিম বুদ্ধিমত্তার অ্যাপ ব্যবহার করে ব্যক্তিগত ছবিগুলোকে কার্টুন-সদৃশ ছবি বা ডিজিটাল অবতারে রূপান্তরিত করে। আপাত দৃষ্টিতে এসব ছবি বা ভিডিও ক্ষতিকর মনে না হলেও বা কেবলই বিনোদনের জন্য মনে হলেও বাইয়োমেট্রিক ডাটার সাথে এসব ছবি আপোস করে ফেলতে পারে। এই বায়োমেট্রিক ডাটা ক্যাপচার করা হলে, এটি জাল অ্যাকাউন্ট তৈরি করতে, জালিয়াতি করতে বা এমনকি ডিপফেক ভিডিও তৈরি করতে ব্যবহার করা যেতে পারে। নাগরিক এবং বাসিন্দাদের অপ্রয়োজনীয় এসব অ্যাপ্লিকেশন মুছে ফেলা, এআই প্ল্যাটফর্ম থেকে আপলোড করা ছবি মুছে ফেলা, অ্যাপের অনুমতি কমানো এবং সংবেদনশীল ডাটাতে অ্যাক্সেস সম্পূর্ণরূপে সীমাবদ্ধ করে তাদের গোপনীয়তা রক্ষা করার জন্য অনুরোধ করা হয়েছে। সূত্র: গালফ নিউজ

বাহরাইন

কর্মক্ষেত্রে থাকতে হবে প্রাথমিক চিকিৎসার কর্মী ও সরঞ্জাম 

বাহরাইনের প্রতিটি কর্মক্ষেত্রে এখন থেকে প্রাথমিক চিকিৎসার একজন করে কর্মী উপস্থিতি থাকার নির্দেশনা দেওয়া হয়েছে। দেশটির দৈনিক দ্য ডেইলি ট্রিবিউনের খবরে বলা হয়েছে, দেশটির স্বাস্থ্য মন্ত্রণালয় এই নির্দেশ দিয়েছে, যাতে কোনো শ্রমিক বা কর্মী আঘাত পেলে, যাতে তাৎক্ষণিক সেবা দেওয়া যায়। কর্মীর আঘাত যেন প্রাণঘাতি না হয়ে উঠে, সে জন্য এই ব্যবস্থা নেওয়া হয়েছে। প্রতি ২০ জন কর্মীর জন্য একজন প্রাথমিক চিকিৎসায় প্রশিক্ষণপ্রাপ্ত কর্মী থাকবেন, আরেকজন থাকবেন এসব প্রাথমিক চিকিৎসার সরঞ্জাম রক্ষণাবেক্ষণের জন্য। মেডিকেল ইমার্জেন্সি তৈরি হলে বা কর্মক্ষেত্রে কেউ গুরুতর আঘাত পেলে, সেই কর্মী তাৎক্ষণিক সেবা দিতে বাধ্য থাকবেন। কর্মক্ষেত্রে ফার্স্ট এইড বক্সসহ প্রাথমিক চিকিৎসার সব জিনিসপত্র স্টকে রাখার নির্দেশনাও দেওয়া হয়েছে। একটি বক্সে এমন পরিমাণ চিকিৎসা সরঞ্জাম থাকতে হবে, যাতে ১০০ জন কর্মীর জন্য তা পর্যাপ্ত হয়। প্রতিটি কর্মক্ষেত্রে এসব সরঞ্জাম এমনভাবে সাজিয়ে রাখার নির্দেশ দেওয়া হয়েছে, যাতে যা প্রয়োজন, তা তাৎক্ষণিকভাবে হাতের কাছেই পাওয়া যায়। কর্মক্ষেত্রে জরুরি মেডিকেল প্রয়োজনে সব ফোন নম্বর যেমন ক্লিনিক, অ্যাম্বুলেন্সের ফোন নম্বরও হাতের কাছে রাখার নির্দেশ দেওয়া হয়েছে বাহরাইন স্বাস্থ্য মন্ত্রণালয়ের গেজেটে। সূত্র: দ্য ডেইলি ট্রিবিউন

Logo