Logo
×

Follow Us

মধ্যপ্রাচ্য

মধ্যপ্রাচ্যের নিউজ আপডেট ২০ জুলাই ২০২৫

সাইবার জালিয়াতি চক্রকে ধরেছে দুবাই পুলিশ

Icon

অনলাইন ডেস্ক

প্রকাশ: ২০ জুলাই ২০২৫, ১৬:৩৩

সাইবার জালিয়াতি চক্রকে ধরেছে দুবাই পুলিশ

সংযুক্ত আরব আমিরাত

সাইবার জালিয়াতি চক্রকে ধরেছে দুবাই পুলিশ

সাইবার জালিয়াতির বিরুদ্ধে অভিযান চালিয়ে দুবাই পুলিশ ভুয়া ট্রেডিং স্কিম পরিচালনাকারী একটি চক্রকে ভেঙে দিয়েছে। খালিজ টাইমস্ তাদের রিপোর্টে জানিয়েছে, এই চক্রের লোকজন সোশ্যাল মিডিয়া প্ল্যাটফর্মের মাধ্যমে ভুয়া ট্রেডিং এবং বিনিয়োগ স্কিম প্রচার করে অনলাইন জালিয়াতি করত। তারা লোকজনকে বোঝাত, লোকজন যদি তাদের মাধ্যমে বিনিয়োগ করে, তাহলে তারা দ্রুত মুনাফা পেতে পারে। এরপর চক্রটি লোকজনকে তহবিল ট্রান্সফার করতে বলত। সেই টাকা তারা আরব আমিরাতের বাইরে অন্য দেশের ব্যাংক অ্যাকাউন্টে পাঠিয়ে দিত। পরিসংখ্যান থেকে জানা যায়, সাম্প্রতিক বছরগুলোতে সংযুক্ত আরব আমিরাতের হাজার হাজার বাসিন্দা তাদের জীবনের সঞ্চয় এসব জাল বিনিয়োগের কারণে খুইয়েছেন। লাইসেন্সবিহীন কোনো কোম্পানির সাথে অর্থ লেনদেনের বিষয়ে সতর্ক থাকতে বলেছে দুবাই পুলিশ। সূত্র: খালিজ টাইমস

বাহরাইন

চুরির অভিযোগে গ্রেফতার এক এশিয়ান

বাহরাইনের রাজধানী মানামায় এক ব্যবসা প্রতিষ্ঠান থেকে ৭ হাজার ৬০০ দিনার চুরির অভিযোগে একজনকে গ্রেফতার করা হয়েছে। দেশটির দ্য ডেইলি ট্রিডিউনের এক রিপোর্টে বলা হয়েছে, গ্রেফতারকৃত ব্যক্তি ওই বেসরকারি প্রতিষ্ঠানেরই কর্মচারী। দেশটির গোয়েন্দা সংস্থা ও অর্থনৈতিক গোয়েন্দারা অভিযোগ পাওয়ার  পরপরই তাৎক্ষণিক চুরির তদন্তে নেমে ওই ব্যক্তির যোগসাজশ খুঁজে পায়। অভিযুক্ত ব্যক্তির কাছ থেকে বেশির ভাগ টাকাও উদ্ধার করা হয়। অভিযুক্তের নাম-পরিচয় প্রকাশ করা হয়নি। পুলিশের তরফ থেকে বলা হয়েছে, গ্রেফতারকৃত লোকটি এশিয়ান। কিন্তু এশিয়ান বলতে কোন দেশের নাগরিক তা বলা হয়নি। পুলিশ বলছে, বেআইনি কাজ যেমন চুরি ঠেকাতে নিরাপত্তা ব্যবস্থা ও নাগরিক বা বাসিন্দাদের মধ্যে সৌহার্দ্য বাড়ানো জরুরি। বিশেষ করে ব্যবসা প্রতিষ্ঠানে নজরদারি ক্যামেরা, অ্যালার্ম সিস্টেমের মাধ্যমে নিরাপত্তা জোরদার করা যায়। সূত্র: দ্য ডেইলি ট্রিডিউন

সৌদি আরব

সৌদিতে ঘুমন্ত রাজকুমারের জীবনাবসান

সৌদি আরবে ২০ বছর হাসপাতালের কোমায় থাকার পর মারা গেছেন এক রাজকুমার। সৌদি গেজেট তাদের খবরে বলেছে, নাম তার প্রিন্স আল ওয়ালিদ বিন খালেদ বিন তালাল আল সৌদ।দেশটিতে তাকে ঘুমন্ত রাজকুমার হিসেবে ডাকা হতো। ১৯৯০ সালের এপ্রিলে জন্মগ্রহণকারী প্রিন্স আল ওয়ালিদ ছিলেন সৌদি রাজপরিবারের একজন বিশিষ্ট সদস্য এবং ধনকুবের প্রিন্স আল ওয়ালিদ বিন তালালের ভাগ্নে প্রিন্স খালেদ বিন তালাল আল সৌদের জ্যেষ্ঠ পুত্র। প্রিন্স আল ওয়ালিদ ২০০৫ সালে সামরিক ক্যাডেট হিসেবে লন্ডন গিয়েছিলেন। সে বছরই এক ভয়াবহ সড়ক দুর্ঘটনার মুখে পড়েন। গুরুতর আঘাত পান মস্তিষ্কে। জরুরি চিকিৎসাসেবা এবং বিশেষায়িত আমেরিকান ও স্প্যানিশ ডাক্তারদের চিকিৎসা সত্ত্বেও তালাল কখনো পূর্ণ জ্ঞান ফিরে পাননি। ২০ বছরেরও বেশি সময় ধরে প্রিন্স আল ওয়ালিদ মূলত প্রতিক্রিয়াহীনভাবে কোমায় ছিলেন। যদিও মাঝে মাঝে অনিচ্ছাকৃত নড়াচড়া আশার আলো দেখা দিত। তার বাবা প্রিন্স খালেদ ঐশ্বরিক নিরাময়ে দৃঢ় বিশ্বাস রেখে লাইফ সাপোর্ট খুলে নেওয়ার পরামর্শ প্রকাশ্যে প্রত্যাখ্যান করে আসছিলেন। সূত্র: সৌদি গেজেট 

Logo