Logo
×

Follow Us

মধ্যপ্রাচ্য

কুয়েতের ই-ভিসা এখন আরো সহজ

Icon

অনলাইন ডেস্ক

প্রকাশ: ২০ জুলাই ২০২৫, ০১:০৪

কুয়েতের ই-ভিসা এখন আরো সহজ

কুয়েত সরকার তাদের অনলাইন ই-ভিসা প্ল্যাটফর্মের সংস্কারের মাধ্যমে সংযুক্ত আরব আমিরাতসহ জিসিসির পেশাজীবী প্রবাসীদের জন্য ভ্রমণকে আরো সহজ, দ্রুত ও প্রযুক্তিসম্পন্ন করে তুলেছে। নতুন এই ব্যবস্থায় নির্ধারিত পেশার অধিকারীরা অনলাইনে আবেদন করে কয়েক কার্যদিবসেই ভিসা সংগ্রহ করতে পারেন।

নতুন নিয়ম অনুসারে, ইউএই, সৌদি আরব, কাতার, বাহরাইন ও ওমানে বসবাসরত যেসব প্রবাসী ডাক্তার, প্রকৌশলী, শিক্ষক, সাংবাদিক, ব্যবসায়ী, কূটনীতিক, আইনজীবী কিংবা প্রযুক্তি-সংশ্লিষ্ট পেশায় নিয়োজিত, তারা কুয়েতের ই-ভিসা বা অন-অ্যারাইভাল ভিসার জন্য যোগ্য। ইউএইর ক্ষেত্রে আবেদনকারীর এমিরেটস আইডিতে উল্লেখিত পেশাই ভিসা অনুমোদনের ভিত্তি হিসেবে বিবেচিত হয়।

আবেদন প্রক্রিয়া

১. www.kuwaitvisa.moi.gov.kw ওয়েবসাইটে প্রবেশ করে ‘ট্যুরিস্ট ভিসা’ নির্বাচন করতে হবে 

২. জাতীয়তা ও জিসিসিভুক্ত দেশের নাম নির্বাচন করে ‘Apply Now’-এ ক্লিক করে অ্যাকাউন্ট খোলা 

৩. OTP যাচাইয়ের পর প্রয়োজনীয় তথ্য এবং কাগজপত্র আপলোড করতে হবে 

৪. অনলাইনে নির্ধারিত ফি পরিশোধ করে আবেদন জমা দেওয়া যায় 

৫. আবেদন ট্র্যাক করার সুযোগ রয়েছে লগইন করে

প্রয়োজনীয় কাগজপত্র

- ৬ মাস মেয়াদি বৈধ পাসপোর্ট

- সাম্প্রতিক ছবি

- রিটার্ন টিকিট

- ৬ মাস মেয়াদি এমিরেটস আইডি

- কুয়েত অবস্থানের ঠিকানা

ভিসার শর্ত ও মেয়াদ

- ই-ভিসা ইস্যুর পর ৩০ দিনের মধ্যে ব্যবহার করতে হবে

- প্রবেশের পর সর্বোচ্চ ৯০ দিন থাকা যাবে

- ভিসা ফি প্রায় ৩ কুয়েতি দিনার, তবে এটি জাতীয়তা অনুসারে পরিবর্তন হতে পারে

যেসব প্রবাসী এই সুবিধার আওতায় পড়েন না, তাদের জন্য কুয়েত দূতাবাস বা কনস্যুলেটের মাধ্যমে আবেদন করতেই হবে।

এই উদ্যোগে কুয়েত সরকার ভ্রমণ সহজীকরণ, পেশাভিত্তিক যোগ্যতা ও প্রযুক্তিগত উন্নয়নের সম্মিলিত প্রয়াসের প্রতিফলন ঘটিয়েছে, যা জিসিসি দেশগুলোর সঙ্গে আন্তঃসম্পর্কে নতুন মাত্রা যোগ করেছে।

তথ্যসূত্র: গালফ নিউজ

Logo