মধ্যপ্রাচ্যের নিউজ আপডেট ১৯ জুলাই ২০২৫
ক্যাপ্টাগন মাদকের বড় চালান ধরেছে সৌদি পুলিশ

অনলাইন ডেস্ক
প্রকাশ: ১৯ জুলাই ২০২৫, ১৭:২৫

সৌদি আরব
সৌদি আরবের জেদ্দা পুলিশ ক্যাপ্টাগন মাদকের এক চালান ধরেছে। সৌদি গেজেটের খবরে বলা হয়েছে, জেদ্দায় দেশটির জাকাত, ট্যাক্স ও কাস্টমস্ কর্তৃপক্ষ জানায় ৩ লাখ ১০ হাজার পিস মাদক একটি গাড়ির ভেতরে খাঁজে খাঁজে রাখা ছিল। সৌদির মাদক নিয়ন্ত্রণ কর্তৃপক্ষ মাদক চোরাচালানের অভিযোগে আট কারবারিকে ধরতেও সক্ষম হয়েছে। মধ্যপ্রাচ্যের নানা দেশে ধরা পড়ছে মাদকের চোরাচালান। এরই পরিপ্রেক্ষিতে সৌদি সরকার মাদকের বিরুদ্ধে অভিযান জোরদার করেছে। সূত্র: সৌদি গেজেট
আরব আমিরাত
সংযুক্ত আরব আমিরাতের শারজাহতে মাদকের এক বড় চালানের চেষ্টা ব্যর্থ করে দিয়েছে প্রশাসন। জব্দ করেছে ১৩১ কেজি মাদক ও মাদক জাতীয় পদার্থ। এই ঘটনার সাথে যুক্ত থাকার অভিযোগে আন্তর্জাতিকভাবে চোরাকারবারির সাথে যুক্ত সাতজনকে গ্রেফতার করেছে। এই চক্রটি কানাডা, স্পেন ও আমিরাতের নাগরিক। আমিরাতের পুলিশ বলছে, এর মধ্য দিয়ে আন্তর্জাতিক পাচার নেটওয়ার্ক ভেঙে দিতে তারা সক্ষম হয়েছে। গ্রেফতারকৃতদের মধ্যে একজন যিনি স্থানীয় বন্দর দিয়ে মাদক পাচার করার সময় তার স্ত্রী এবং দুই ছোট বাচ্চাকে তার গতিবিধি আড়াল করার জন্য ব্যবহার করেছিলেন। সূত্র: গালফ নিউজ
বাহরাইন
বাহরাইনে গ্রীষ্মের এই সময়টায় তাপমাত্রা বাড়ার কারণে ছারপোকা, তেলাপোকা বা অন্য বিষাক্ত বিছাপোকার উৎপাত বেড়ে যেতে পারে বলে সতর্ক করা হয়েছে। নিউজ অব বাহরাইনের খবরে বলা হয়েছে, গরমের এই সময়টায় এসব পোকা-মাকড়ের বংশবৃদ্ধির উপযুক্ত সময়। পেস্ট কন্ট্রোল বিশেষজ্ঞ খালিদ আল বুশরাইদের উদ্ধৃতি উল্লেখ করে সংবাদ মাধ্যমটি বলছে, গরম ও আর্দ্রতার কারণে বাড়তে পারে পোকা-মাকড় ও বিষাক্ত বিছা জাতীয় পোকার সংখ্যা; যা মানুষ, প্রকৃতি ও পরিবেশের ক্ষতি করতে পারে। এমন বাস্তবতায় ট্রাভেলারদের কাপড়চোপড় গরম পানি ধোয়া, লাগেজে জীবাণুনাশক দিয়ে পরিষ্কার করতে পরামর্শ দেওয়া হয়েছে। ড্রেনের পানি পরিষ্কার করা, বদ্ধ পানি সেঁচে ফেলা ও বাসা বাড়ির ছোটখাটো ফাটল মেরামত করতে বাসিন্দাদের পরামর্শ দিয়েছেন পেস্ট কন্ট্রোল বিশেষজ্ঞরা। সূত্র: নিউজ অব বাহরাইন