Logo
×

Follow Us

মধ্যপ্রাচ্য

মধ্যপ্রাচ্যের নিউজ আপডেট ১৮ জুলাই ২০২৫

দুবাইতে তিন সন্তানের জন্ম দিলেন এক মা

Icon

অনলাইন ডেস্ক

প্রকাশ: ১৮ জুলাই ২০২৫, ১৬:৩১

দুবাইতে তিন সন্তানের জন্ম দিলেন এক মা

সৌদি আরব

জোড়া শিশু আলাদা করতে ১২ ঘণ্টার অপারেশন

সৌদি আরবে ৭ মাস বয়সী জোড়া লাগানো যমজ শিশুদের সফলভাবে আলাদা করেছেন সার্জনরা। ১৭ জুলাই রিয়াদের কিং আবদুল্লাহ স্পেশালাইজড চিলড্রেন্স হাসপাতালে সাড়ে ১২ ঘণ্টার অপারেশনের মাধ্যমে এই দুরূহ কাজটি করেছেন ডাক্তাররা। যমজ সন্তানদের তলপেট এবং পেলভিসে জোড়া ছিল, যদিও তাদের উপরের এবং নিচের অঙ্গ আলাদা ছিল। এই অপারেশনে ৩৮ জন সার্জন অংশ নেন। যমজ সন্তান ইয়ারা এবং লারার বাবা মুয়াইদ আল-শেহরি এই অস্ত্রোপচারকে তার পরিবারের জন্য একটি গভীর এবং আবেগঘন মুহূর্ত হিসেবে বর্ণনা করেছেন। ডাক্তাররা জানিয়েছেন, এটি বিশ্বব্যাপী করা সবচেয়ে জটিল অস্ত্রোপচারগুলোর একটি। সূত্র: আরব নিউজ


সংযুক্ত আরব আমিরাত

তিন সন্তানের জন্ম দিলেন এক মা

দুবাইতে ৪২ বছর বয়সী এক পাকিস্তানি মায়ের ঘরে প্রাকৃতিকভাবে জন্ম নিয়েছেন তিন সন্তান। মায়ের বয়স বিবেচনায় চিকিৎসকরা এ ঘটনাকে বিরল বলে অভিহিত করেছেন। উম্মে আল কুয়েনের বাসিন্দা পাকিস্তানি এই দম্পতিকে প্রথমে বলা হয়েছিল যে, তারা যমজ সন্তানের জন্ম দিতে যাচ্ছেন। পরে অবশ্য আরেক সন্তানের হৃদস্পন্দন দেখা দেয়। উচ্চ ঝুঁকিপূর্ণ এই গর্ভাবস্থাকে অবশেষে প্রসব এবং বিশেষায়িত নবজাতক যত্নের জন্য দুবাইয়ের প্রাইম হাসপাতালে রেফার করা হয়। গৃহবধূ সোহাইলা নাঈম তোফায়েল এবং তার ৪৪ বছর বয়সী স্বামী তোফায়েল বলেছেন, তারা আনন্দিত। পাকিস্তানি এই দম্পতির এরই মধ্যে পাঁচ সন্তান রয়েছে। নতুন আরো তিনটি নিয়ে সন্তানের সংখ্যা এখন আট। যাদের বড় ছেলের বয়স ২০ বছর।  

সূত্র: গালফ নিউজ


বাহরাইন

ধেয়ে আসছে ধূলিঝড়

১৮ জুলাই থেকে বাহরাইনে মাঝারি থেকে তীব্র ধূলিঝড়ের পূর্বাভাস দেওয়া হয়েছে। শুক্রবার থেকে শুরু হওয়া উত্তরের এই বাতাসের তীব্রতা আরো বাড়বে শনি ও রবিবার। বাতাসের তীব্রতার কারণে ধূলিঝড়ের কবলে পড়তে হবে দেশটির নাগরিক ও বাসিন্দাদের। এতে কমে যাবে দৃষ্টিসীমা, যা বাসিন্দাদের নানা ধরনের অসুবিধার কারণ হবে। সূত্র: নিউজ অব বাহরাইন

Logo