মধ্যপ্রাচ্যের নিউজ আপডেট ১৭ জুলাই ২০২৫
রেললাইন বাড়াচ্ছে সৌদি, বাড়ছে অর্থনীতির আওতা

অনলাইন ডেস্ক
প্রকাশ: ১৭ জুলাই ২০২৫, ১৬:৩২

সৌদি আরব
সৌদি আরব তাদের দেশের জাতীয় রেল নেটওয়ার্ক ৫০ শতাংশ পর্যন্ত বাড়ানোর সিদ্ধান্ত নিয়েছে। যাতে দেশটির অভ্যন্তরে যত আরোহী বিমানে চড়ে, রেলে তার দ্বিগুণ যাত্রী পরিবহন করা যাবে। গালফ নিউজ তাদের এক প্রতিবেদন লিখেছে, সৌদি তার দেশের যাত্রী পরিবহন ব্যবস্থায় বিপুল সংস্কারের দিকে যাচ্ছে। যার মধ্য দিয়ে রেললাইনগুলো বড় বড় বিমানবন্দরের সাথে সংযুক্ত থাকবে। এই রেল নেটওয়ার্ক হবে পরিবেশ ও যাত্রীবান্ধব। সৌদি সরকার প্রযুক্তি ও ভবিষ্যৎ-চিন্তা নীতি দ্বারা চালিত একটি সম্পূর্ণ সমন্বিত ও জনকেন্দ্রিক পরিবহন বাস্তুতন্ত্র গড়ে তোলার দিকে এগিয়ে যাচ্ছে। বিপুল এই কর্মকাণ্ডের কারণে গতি বাড়বে অর্থনীতিতে, বাড়বে কর্মসংস্থান; এমনটা আশা করছেন অর্থনীতি বিশ্লেষকরা।
বাহরাইন
বাহরাইনের প্রধানমন্ত্রী ও ক্রাউন প্রিন্স সালমান বিন হামাদের সাথে মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের বৈঠকে দুই দেশের মধ্যে ১৭ বিলিয়ন ডলার বিনিয়োগ প্রস্তাব ঘোষিত হয়েছে। নিউজ অব বাহরাইন ও দ্য ডেইলি ট্রিবিউনের খবরে বলা হয়েছে, এর মধ্যে ৪.৬ বিলিয়ন ডলার বিনিয়োগ হবে গালফ এয়ার ও বোয়িংয়ের মধ্যে। প্রস্তাব অনুযায়ী, নতুন ১৮টি ব্র্যান্ড নিউ বোয়িং বিমান পাবে মার্কিন যুক্তরাষ্ট্র থেকে। আর এ বছরের অক্টোবর থেকে বাহরাইন টু নিউ ইয়র্ক সরাসরি বিমান চলাচলও শুরু হবে। বাহরাইনের প্রধানমন্ত্রী সালমান বিন হামাদের এই সফরে তাকে হোয়াইট হাউসে স্বাগত জানিয়েছেন ডোনাল্ড ট্রাম্প। দুই নেতার বৈঠকে বাহরাইনের প্রধানমন্ত্রীর নেতৃত্বের প্রশংসা করেছেন মার্কিন প্রেসিডেন্ট। সূত্র: দ্য ডেইলি ট্রিবিউন
আরব আমিরাত
সংযুক্ত আরব আমিরাতে ধুলাবালি এবং তাপমাত্রার ওঠানামার কারণে অধিবাসীদের জ্বর, হাঁচি-কাশি-শ্বাসকষ্ট রোগের প্রকোপ ছড়িয়ে পড়েছে। গালফ নিউজের প্রতিবেদনে বলা হয়েছে, মূলত পরিবারের সদস্যদের ভেতর আর বিদেশ ভ্রমণ শেষে যারা দুবাই ফিরেছেন, তাদের এই ইনফ্লুয়েঞ্জায় বেশি ধরছে। শিশু আর বৃদ্ধরা এই রোগে আক্রান্ত হচ্ছে বেশি। স্বাস্থ্য বিশেষজ্ঞরা বলছেন, আমিরাতের বর্তমান আবহাওয়া, তাপ, আর্দ্রতা এবং ধূলিকণার মিশ্রণ রোগের প্রকোপ বাড়িয়ে দিচ্ছে। ফলে রোগীদের জ্বর, হাঁপানি, কাশি, মাথা ঘোরানো, ডায়রিয়াসহ নানা উপসর্গ দেখা দিচ্ছে। এমন বাস্তবতায় ফ্লু টিকা, ঘন ঘন হাত ধোয়া এবং মাস্ক ব্যবহার, ঘরে বাতাস চলাচলের ব্যবস্থা রাখাসহ বিশ্রামের পরামর্শ দেওয়া হচ্ছে ডাক্তারদের পক্ষ থেকে। সূত্র: গালফ নিউজ