Logo
×

Follow Us

মধ্যপ্রাচ্য

আমিরাতে বাড়ছে প্রবাসী, বাড়ছে প্রি স্কুলের চাহিদা

Icon

অনলাইন ডেস্ক

প্রকাশ: ১৬ জুলাই ২০২৫, ০৮:২৯

আমিরাতে বাড়ছে প্রবাসী, বাড়ছে প্রি স্কুলের চাহিদা

সংযুক্ত আরব আমিরাতে প্রবাসী জনসংখ্যা ক্রমাগত বাড়ছে, যার প্রভাব পড়ছে শিশুদের শিক্ষাব্যবস্থায়। এই চাহিদা পূরণে আবুধাবি ডিপার্টমেন্ট অব এডুকেশন অ্যান্ড নলেজ (এডিইকে) সম্প্রতি ১৫টি নতুন প্রাইভেট নার্সারিকে লাইসেন্স দিয়েছে, যার মাধ্যমে ১ হাজার ২৫০টি অতিরিক্ত আসন যুক্ত হয়েছে আবুধাবি, আল আইন ও আল ধাফর অঞ্চলে।

বর্তমানে আবুধাবিতে মোট ২২৫টি প্রাইভেট নার্সারি রয়েছে, যেখানে ২৭ হাজার ৭৯১টি আসন শিশুদের জন্য প্রস্তুত। এই নার্সারিগুলো শিশুদের মানসিক, সামাজিক ও আবেগগত বিকাশে সহায়ক পরিবেশ তৈরি করছে, যা ভবিষ্যতের শিক্ষাজীবনের ভিত্তি হিসেবে কাজ করবে।

নতুন নার্সারিগুলোর বৈচিত্র্য:

British Orchard Nursery, Apple Field Nursery, Redwood Nursery, Jack and Jill Nursery–এর মতো আন্তর্জাতিক মানের প্রতিষ্ঠান

Reem Island, Khalifa City, MBZ City, Al Nahyan, Al Bahyah–এর মতো গুরুত্বপূর্ণ আবাসিক এলাকায় অবস্থিত।

এই নার্সারিগুলোর মাসিক বেতন ১৭ হাজার ৭৫০ থেকে ৫১ হাজার ৩৭৫ দিরহাম পর্যন্ত। যা অপারেশনাল খরচ, শিক্ষক-শিশু অনুপাত, নিরাপত্তা ও শিক্ষাসামগ্রী বিবেচনায় নির্ধারণ করা হয়েছে।

এডিইকে নার্সারি অনুমোদনের আগে ভাড়া, শিক্ষক নিয়োগ, নিরাপত্তা ব্যবস্থা ও বাজার প্রবণতাসহ একাধিক বিষয় পর্যালোচনা করে। এর ফলে অভিভাবকরা নিশ্চিত হতে পারেন যে শিশুরা একটি নিরাপদ, আকর্ষণীয় ও উন্নয়নমূলক পরিবেশে বেড়ে উঠছে।

এই উদ্যোগ প্রমাণ করে, সংযুক্ত আরব আমিরাত শুধু প্রবাসীদের স্বাগত জানাচ্ছে না, বরং তাদের সন্তানদের জন্য মানসম্পন্ন শিক্ষা নিশ্চিত করতেও প্রতিশ্রুতিবদ্ধ।

তথ্যসূত্র: খালিজ টাইমস

Logo