দুবাই বিমানবন্দরে গ্রিট অ্যান্ড গো স্মার্ট পিকআপ

অনলাইন ডেস্ক
প্রকাশ: ১২ জুলাই ২০২৫, ১০:২৯

দুবাই আন্তর্জাতিক বিমানবন্দরের টার্মিনাল ৩-এ চালু হয়েছে ডিএক্সবি গ্রিট অ্যান্ড গো নামে একটি স্মার্ট পিকআপ সার্ভিস, যা আগত যাত্রীদের জন্য QR কোডভিত্তিক প্রযুক্তি-সমৃদ্ধ অভ্যর্থনা ব্যবস্থা প্রদান করে। এই উদ্যোগের মাধ্যমে পেজিং বোর্ডের যুগ শেষ, শুরু হয়েছে ডিজিটাল ও সুশৃঙ্খল অভ্যর্থনার নতুন অধ্যায়।
কীভাবে কাজ করে
- আগত যাত্রী ডিএক্সবি গ্রিট অ্যান্ড গো কিয়স্কে QR কোড স্ক্যান করে
- স্ক্যানের পর ড্রাইভার, গাড়ির রেজিস্ট্রেশন নম্বর ও পার্কিং লোকেশন দেখা যাবে
- বহুভাষী কর্মীরা যাত্রীকে সরাসরি গাড়ি পর্যন্ত পৌঁছে দেন
- ভিড় কমে, সময় বাঁচে, অভ্যর্থনা হয় পেশাদার ও নিরাপদ
কারা ব্যবহার করতে পারবেন?
- লাইসেন্সপ্রাপ্ত হোটেল, লিমোজিন সার্ভিস ও ট্যুর অপারেটররা
- প্রতিষ্ঠানগুলো ডিএক্সবি গ্রিট অ্যান্ড গো পোর্টালে ড্রাইভার ও গাড়ি নিবন্ধন করে
- যাত্রীদের আগেই ব্যক্তিগত QR কোড পাঠানো হয়
প্রযুক্তির সুবিধা:
- পেপারলেস অভ্যর্থনা, নিরাপত্তা ও গোপনীয়তা নিশ্চিত
- রিয়েল-টাইম ফ্লাইট ট্র্যাকিং, দেরি হলে বিকল্প গাড়ির ব্যবস্থা
- ড্রাইভার অ্যাপের মাধ্যমে লাইভ স্ট্যাটাস আপডেট
- eWallet-এর মাধ্যমে সার্ভিস ফি পরিশোধ, সর্বনিম্ন টপ-আপ ১ হাজার দিরহাম
কেন চালু হলো এই সার্ভিস?
দুবাই বিমানবন্দরের টার্মিনাল অপারেশন্সের সিনিয়র ভাইস প্রেসিডেন্ট ইসা আল শামসি বলেন, “আমরা আগত যাত্রীদের অভিজ্ঞতা আরো স্মার্ট ও আনন্দদায়ক করতে চাই। গ্রিট অ্যান্ড গোর মাধ্যমে ভিড় কমে, গেস্ট অভ্যর্থনা হয় আরো ব্যক্তিগত ও সুশৃঙ্খল।”
এই উদ্যোগ দুবাইয়ের স্মার্ট সিটি ভিশনের সঙ্গে সামঞ্জস্যপূর্ণ; যেখানে প্রযুক্তি, নিরাপত্তা ও অতিথিপরায়ণতা একত্রে কাজ করে।
তথ্যসূত্র: খালিজ টাইমস