বাহরাইনে এসএসসি পরীক্ষার ফলে শিক্ষার্থীদের সাফল্য

অনলাইন ডেস্ক
প্রকাশ: ১১ জুলাই ২০২৫, ১২:১৩

এসএসসি পরীক্ষার ফলাফল প্রকাশিত হওয়ার পর আনন্দের ঢেউ লেগেছে বাংলাদেশ থেকে ৫ হাজার কিলোমিটার দূরের দেশ বাহরাইনেও। দেশটির বাংলাদেশ স্কুলের শিক্ষার্থীরা করেছেন দারুণ ফল। স্কুলটির পাসের হার ৯৮.৫৫ শতাংশ।
এ বছর স্কুলটিতে এসএসসি পরীক্ষায় বসেছিল ৬৯ জন শিক্ষার্থী। তাদের মধ্যে উত্তীর্ণ হয়েছে ৬৮ জন। এবার ঢাকা শিক্ষা বোর্ডের অধীনে গড় পাসের হার ছিল ৬৭.৫১ শতাংশ। সেই তুলনায় বাহরাইন কেন্দ্রের ফলাফল অনেক বেশি সন্তোষজনক এবং প্রশংসনীয় বলে মনে করছেন সংশ্লিষ্টরা।
পরীক্ষার্থীদের মধ্যে বিজ্ঞান বিভাগ থেকে ৭ জন শিক্ষার্থী সর্বোচ্চ গ্রেড জিপিএ-৫ পেয়েছে। তাদের মধ্যে চারজন শিক্ষার্থী প্রতিক্রিয়া জানাতে যুক্ত হয়েছিলেন মাইগ্রেশন কনসার্নের সাথে। তারা হলেন- নাসিফ সাজ্জাদ, নাদিয়া আবদুস সাত্তার, মোহাম্মদ ইফতেখার ও শাহরিয়া আক্তার। উচ্ছ্বসিত শিক্ষার্থীরা বলেন, ফলাফলে তারা খুশি। আনন্দিত তাদের মা-বাবা, স্বজন ও পরিজনরা। নাসিফ সাজ্জাদ বলেন, তিনি পরীক্ষার আগে থেকে নিয়মিত পড়াশোনা করতেন। আর পরীক্ষার সময়টায় দিনে গড়ে ৫ ঘণ্টা থেকে ৬ ঘণ্টার পড়াশোনা করতেন। জিপিএ-৫ পাওয়ায় খুশি তার পরিবারের সদস্যরা।
অন্যদিকে, নাদিয়া আবদুস সাত্তারের গল্পটা একটি ভিন্ন। পরীক্ষার ছয় মাস আগে মারা যান তার বাবা। বাবা ছিলেন নাদিয়ার সব অনুপ্রেরণার উৎস। বাবা হারানোর ঘটনায় নাদিয়া ও তার গোটা পরিবার শোকে মুষড়ে পড়ে। প্রবল মানসিক চাপ, শোকের আবহের ভেতর দিয়ে তাকে যেতে হয়েছিল পুরো পরীক্ষার সময়। কিন্তু ভেঙে পড়েননি, বরং শোককে শক্তিতে পরিণত করেছেন। নাদিয়া মনে করতেন, তিনি ভালো ফল করবেন এবং পরিবারকে হতাশ করবেন না। এখন ভালো ফলাফল করায় বাহরাইনে থাকা তার মা আর বাংলাদেশে তার পরিবারের সদস্যরা ভীষণ খুশি। নাদিয়া জানিয়েছেন, তিনি পরীক্ষার সময়টায় ১২ থেকে ১৩ ঘণ্টাও পড়াশোনা করতেন। ভবিষ্যতে তার আইটি বা ইঞ্জিনিয়ারিংয়ে পড়াশোনার আগ্রহ।
দূর বিদেশে পরীক্ষায় অংশ নিয়ে সেরা ফল করা শিক্ষার্থীরা বলেন, ভালো ফলাফলে শিক্ষক, কোচিংয়ের ভূমিকা থাকলেও নিজেকে ভালো ফলাফলের জন্য প্রস্তুত করা খুবই গুরুত্বপূর্ণ বলে মনে করেন জিপিএ-৫ পাওয়া মোহাম্মদ ইফতেখার ও শাহরিয়া আক্তার। শিক্ষার্থী ভেদে এই বিষয়টি আলাদা হলেও তারা মনে করেন, শিক্ষার্থী যদি মনে করে সে ভালো ফল করতে চায়, তাহলে তা অর্জন করা যায়।
এমন ফলাফলে শিক্ষার্থী, শিক্ষক, অভিভাবকদের অভিনন্দন জানিয়েছেন বাহরাইনে বাংলাদেশের রাষ্ট্রদূত মো. রইস হাসান সরোয়ার। তিনি আশা প্রকাশ করে জানান, শিক্ষার্থীরা ভবিষ্যতে দেশ ও জাতির কল্যাণে কাজ করবে।
বাংলাদেশ স্কুলে এ বছর এসএসসি পরীক্ষায় ৬ জন অনিয়মিত পরীক্ষার্থীর মধ্যে সবাই এবার সফলভাবে উত্তীর্ণ হয়েছে। শিক্ষার্থী, অভিভাবক ও শিক্ষকরা মনে করছেন, সঠিক প্রস্তুতি, মনোযোগ এবং পদ্ধতিগত পড়াশোনা করলে প্রবাসেও শিক্ষার্থীরা ভালো ফল করতে পারে।
মাইগ্রেশন কনসার্ন রিপোর্ট