Logo
×

Follow Us

মধ্যপ্রাচ্য

ইউএই গোল্ডেন ভিসা নিয়ে বিভ্রান্তি: রায়াদ গ্রুপের ক্ষমা প্রার্থনা

Icon

অনলাইন ডেস্ক

প্রকাশ: ১০ জুলাই ২০২৫, ১১:১২

ইউএই গোল্ডেন ভিসা নিয়ে বিভ্রান্তি: রায়াদ গ্রুপের ক্ষমা প্রার্থনা

সংযুক্ত আরব আমিরাতের গোল্ডেন ভিসা প্রোগ্রাম নিয়ে সম্প্রতি ছড়িয়েছে ব্যাপক বিভ্রান্তি, যেখানে একাধিক আন্তর্জাতিক সংবাদমাধ্যমে দাবি করা হয়- এককালীন ফি দিয়ে আজীবনের জন্য ভিসা মিলছে। এই বিভ্রান্তির কেন্দ্রে ছিল দুবাইভিত্তিক রায়াদ গ্রুপ, যারা নিজস্ব ওয়েবসাইট ও প্রকাশনায় ১ লাখ দিরহাম ফি দিয়ে “লাইফটাইম গোল্ডেন ভিসা”র প্রচারণা চালিয়েছে। ফলে UAE-এর অভিবাসন কর্তৃপক্ষ (ICP) কঠোর সতর্কবার্তা জারি করেছে এবং রায়াদ গ্রুপ জনসমক্ষে নিঃশর্ত ক্ষমা চেয়েছে।

রায়াদ গ্রুপের বক্তব্য ও পর্যালোচনা

রায়াদ গ্রুপ এক বিবৃতিতে জানিয়েছে, “আমরা আমাদের ভিসা–সম্পর্কিত উপস্থাপনায় বিভ্রান্তি ছড়ানোয় ক্ষমা চাইছি এবং ভবিষ্যতে সব যোগাযোগ UAE–এর আইনি কাঠামোর সঙ্গে সামঞ্জস্যপূর্ণ রাখার অঙ্গীকার করছি।” প্রতিষ্ঠানটি আরো নিশ্চিত করেছে যে—

- কোনো ধরনের গ্যারান্টিযুক্ত গোল্ডেন ভিসা, নির্দিষ্ট ফিভিত্তিক স্কিম বা আজীবন আবাসনের পণ্য বর্তমানে নেই

- তারা সব বেসরকারি ভিসা পরামর্শ সেবা বন্ধ করছে

- ব্যবস্থাপনা পরিচালক রায়াদ কামাল আয়ুব–এর কিছু মন্তব্য ভুলভাবে উপস্থাপিত হয়েছে, যা বিভ্রান্তির মূল কারণ ছিল

এই বক্তব্যের আগে খালিজ টাইমস, পিটিআই এবং অন্যান্য আন্তর্জাতিক মিডিয়ায় “আজীবন ভিসা”–সংক্রান্ত খবর প্রকাশিত হলে আবেদনের প্রবাহ বাড়ে এবং সম্ভাব্য প্রতারণার ঝুঁকি তৈরি হয়।

Federal Authority for Identity, Citizenship, Customs and Port Security (ICP) তাদের বিবৃতিতে স্পষ্টভাবে জানায়—

- গোল্ডেন ভিসা আবেদনের অনুমোদিত চ্যানেল শুধু ICP-এর সরকারি ওয়েবসাইট ও মোবাইল অ্যাপ

- কোনো বেসরকারি বা আন্তর্জাতিক প্রতিষ্ঠানকে আবেদন গ্রহণ বা নিশ্চয়তা দেওয়ার অনুমতি নেই

- ভুয়া তথ্য প্রচার, অর্থ আদায় বা বিভ্রান্তিকর দাবি করলে আইনি ব্যবস্থা নেওয়া হবে

- জনগণকে ভিসা সম্পর্কিত যে কোনো পদক্ষেপের আগে ICP-এর তথ্য যাচাই করার আহ্বান জানানো হয়েছে

এই সতর্কবার্তা এমন এক সময়ে এসেছে, যখন UAE গোল্ডেন ভিসার চাহিদা বেড়েছে এবং বিভিন্ন দেশের আবেদনকারী এককালীন বিনিয়োগ ছাড়াই আবাসন সুবিধা পেতে আগ্রহী। বিভ্রান্তিমূলক প্রচারণা এ চাহিদাকে বিপজ্জনক প্রতারণায় রূপ দিতে পারে, বলছে অভিবাসন বিশেষজ্ঞরা।

বিশ্লেষকদের মতে, গোল্ডেন ভিসা একটি প্রতিযোগিতামূলক ও যাচাইকৃত স্কিম, যেখানে সামাজিক অবদান, পেশাগত দক্ষতা ও নিরাপত্তা যাচাইয়ের ভিত্তিতে নমিনেশনভিত্তিক নির্বাচন করা হয়। এই প্রক্রিয়া স্বচ্ছতা ও আইনি কাঠামোর উপর নির্ভরশীল, তাই কোনো ধরনের প্রলোভন বা অসত্য দাবি সরাসরি আবেদনকারীকে ঝুঁকির মুখে ফেলে।

এ ঘটনায় প্রমাণিত, আন্তর্জাতিক অভিবাসন সংক্রান্ত বিষয়ে সরকারি তথ্য ছাড়া অন্য কোনো উৎসে ভরসা করা বিপজ্জনক। আবেদনকারীদের উচিত ICP-এর অফিসিয়াল প্ল্যাটফর্ম ব্যবহার, এবং সন্দেহ হলে 600522222 কল সেন্টারে যোগাযোগ করা।

তথ্যসূত্র: খালিজ টাইমস

Logo