Logo
×

Follow Us

মধ্যপ্রাচ্য

গাজায় শান্তি কতদূর?

Icon

অনলাইন ডেস্ক

প্রকাশ: ১০ জুলাই ২০২৫, ০৯:০৬

গাজায় শান্তি কতদূর?

গাজায় ২১ মাস ধরে চলা যুদ্ধের অবসান ঘটাতে যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প ও ইসরায়েলের প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহু ওয়াশিংটনে দ্বিতীয় দিনের মতো বৈঠকে মিলিত হয়েছেন। আলোচনার কেন্দ্রবিন্দু ছিল ইসরায়েলি জিম্মিদের মুক্তি ও ৬০ দিনের যুদ্ধবিরতির সম্ভাব্য চুক্তি। তবে আলোচনার অগ্রগতি সত্ত্বেও গাজায় স্থায়ী শান্তি কতদূর সম্ভব, সে প্রশ্ন এখনো অনিশ্চিত।

নেতানিয়াহু জানিয়েছেন, “আমরা আমাদের সব জিম্মিকে মুক্ত করতে চাই- জীবিত ও মৃত। সেই সঙ্গে হামাসের সামরিক ও প্রশাসনিক সক্ষমতা ধ্বংস করতে চাই, যাতে গাজা আর কখনো ইসরায়েলের জন্য হুমকি না হয়।” তিনি আরো বলেন, “আমরা শান্তির সম্ভাবনা নিয়ে কাজ করছি, কিন্তু এখনই চূড়ান্ত কিছু বলা ঠিক হবে না।”

ট্রাম্পের মধ্যপ্রাচ্যবিষয়ক দূত স্টিভ উইটকফ জানিয়েছেন, চারটি মূল বিরোধপূর্ণ বিষয়ের মধ্যে তিনটি ইতোমধ্যে সমাধান হয়েছে এবং তিনি আশা করছেন, “এই সপ্তাহের মধ্যেই একটি চুক্তি হবে।” প্রস্তাবিত চুক্তিতে ১০ জন জীবিত ও ৯ জন মৃত জিম্মির মুক্তি, ৬০ দিনের যুদ্ধবিরতি এবং আন্তর্জাতিক সংস্থার মাধ্যমে গাজায় মানবিক সহায়তা বিতরণ অন্তর্ভুক্ত রয়েছে।

তবে সবচেয়ে বড় বাধা হলো ইসরায়েলি সেনাবাহিনীর গাজা থেকে সম্পূর্ণ প্রত্যাহার। হামাস চাইছে, মার্চে যুদ্ধবিরতি ভেঙে যাওয়ার আগে যে অবস্থানে সেনাবাহিনী ছিল, সেখানে ফিরে যাক। কিন্তু ইসরায়েল এখনো সে দাবি মানতে নারাজ।

আলোচনার আগে কাতারের একটি প্রতিনিধি দল হোয়াইট হাউসে যুক্তরাষ্ট্রের কর্মকর্তাদের সঙ্গে বৈঠক করেছে। কাতার এই আলোচনায় মধ্যস্থতাকারী হিসেবে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করছে।

নেতানিয়াহু ট্রাম্পকে নোবেল শান্তি পুরস্কারের জন্য মনোনয়নপত্রও দিয়েছেন, যা এই আলোচনার রাজনৈতিক মাত্রাকে আরো জোরালো করেছে। তবে বিশ্লেষকরা বলছেন, “এই আলোচনার পেছনে রয়েছে নেতানিয়াহুর রাজনৈতিক চাপ ও ট্রাম্পের কূটনৈতিক উচ্চাকাঙ্ক্ষা।”

গাজায় এখনো প্রতিদিন মানুষ মারা যাচ্ছে, খাদ্য ও চিকিৎসার সংকটে মানবিক বিপর্যয় চলছে। এই বাস্তবতায় শান্তির আলোচনায় অগ্রগতি যেমন আশার সঞ্চার করছে, তেমনি স্থায়ী সমাধানের অনিশ্চয়তা প্রশ্ন তুলছে- গাজায় শান্তি কতদূর?

তথ্যসূত্র: রয়টার্স

Logo