মধ্যপ্রাচ্যের নিউজ আপডেট ৯ জুলাই ২০২৫
সৌদিতে সম্পত্তি কিনতে পারবেন বিদেশিরা

অনলাইন ডেস্ক
প্রকাশ: ০৯ জুলাই ২০২৫, ১৬:০৬

সৌদি আরব
২০২৬ সালের জানুয়ারি থেকে সৌদি আরবে নির্ধারিত এলাকায় দেশটিতে অবস্থানরত বিদেশি নাগরিকরা সম্পত্তি কিনতে পারবেন। সৌদি গেজেটের এক খবরে বলা হয়েছে, এর মধ্য দিয়ে বিদেশি নাগরিকদের জন্য দেশটির সম্পত্তির বাজার খুলে দেওয়া হয়েছে। দেশটির রিয়েল এস্টেট খাত সম্প্রসারণ ও বিদেশি বিনিয়োগ আকৃষ্ট করতে এটি একটি বড় পদক্ষেপ বলে মনে করা হচ্ছে। এই আইনে সৌদি নাগরিকদের স্বার্থ রক্ষায় কঠোর প্রক্রিয়াগত নিয়ন্ত্রণ বজায় রেখে বিদেশিরা রিয়াদ ও জেদ্দার নির্দিষ্ট এলাকায় সম্পত্তি কিনতে পারবেন। তবে মক্কা ও মদিনা শহরে সম্পত্তির মালিকানা নেওয়ার জন্য অতিরিক্ত শর্ত ও নিয়ন্ত্রক নজরদারির আওতায় থাকতে হবে। এই আইনের অধীনে সৌদির রিয়েল এস্টেট জেনারেল অথরিটি ঠিক করবে কোন ভৌগোলিক এলাকাগুলোতে অ-সৌদিরা সম্পত্তি কিনতে পারবেন। সৌদি মন্ত্রিসভা নতুন আইন অনুমোদনের পর এই ঘোষণা আসে। সূত্র: সৌদি গেজেট
ওমান
ওমানে বিদেশি কর্মীদের ভিসা নবায়নসহ জরিমানা এড়াতে শেষ সুযোগ ৩১ জুলাই ঠিক করে দিয়েছে দেশটির সরকার। এই গ্রেস পিরিয়ডকে শেষ সুযোগ হিসেবে বলে দিয়েছে দেশটির শ্রম মন্ত্রণালয়। এরপর আর কোনো আবেদন তারা গ্রহণ করবে না। এই সুযোগের মধ্যে রয়েছে ৭ বছরের বেশি সময় নিষ্ক্রিয় শ্রমিকদের শ্রম কার্ড নবায়নে জরিমানা মাফ, ২০১৮ সালের আগে যারা ওমান ছেড়েছে, তাদের ফেরত পাঠানোর খরচ মওকুফ, পালানো কর্মী রিপোর্ট বাতিল, ২ বছরের ফি পরিশোধ করে শ্রম কার্ড নবায়ন, ১০ বছরের বেশি পুরাতন ও অপ্রযুক্ত শ্রম কার্ড বাতিল, বন্ধ হয়ে যাওয়া কোম্পানির কর্মীদের ফেরত পাঠালে বা অন্যত্র স্থানান্তর করলে মওকুফ সুবিধা। ওমানে বিদেশি কর্মীদের মধ্যে বাংলাদেশি কর্মীদের অবস্থান শীর্ষে। দেশটিতে কাজ করেন ৬ লাখ ২২ হাজার ৭৮ জন। এর ফলে বাংলাদেশি কর্মীরা সুবিধা পাবেন বলে মনে করা হচ্ছে। এই গ্রেস পিরিয়ডের লক্ষ্য হলো শ্রমবাজারে শৃঙ্খলা ফিরিয়ে আনা, কর্মী ও নিয়োগকর্তার অধিকার রক্ষা করা এবং আরো দক্ষ শ্রম ব্যবস্থা গড়ে তোলা। সূত্র: গালফ নিউজ
কুয়েত
কুয়েতের একটি তেলবাহী ট্যাংকার ৪৫ শরণার্থীকে উদ্ধার করেছে। দেশটির সংবাদ মাধ্যম কুয়েত টাইমস্ জানিয়েছে, গ্রিস উপকূলের কাছে ভূমধ্যসাগরে ডুবে যাওয়া একটি নৌকা থেকে এসব শরণার্থীকে উদ্ধার করেছে কুয়েতি ট্যাংকার বাহরার ক্রুরা। সোমবার বিকেল ৪টায় গ্রিসের সার্চ অ্যান্ড রেসকিউ সেন্টার একটি বিপদগ্রস্ত নৌকার খবর দিলে কুয়েতের জাহাজ বাহরা তৎক্ষণাৎ সেখানে গিয়ে উদ্ধার কার্যক্রম শুরু করে। শরণার্থীদের নিরাপদে উদ্ধার করে পানি, খাবার ও অস্থায়ী আশ্রয় প্রদান করা হয়েছে।এরপর বাহরা জাহাজটি গ্রিসের ক্রিট দ্বীপে পৌঁছে মঙ্গলবার দুপুর ১টায় শরণার্থীদের গ্রিস কর্তৃপক্ষের কাছে হস্তান্তর করে। তবে শরণার্থীরা কোন দেশের, তা জানা যায়নি। সূত্র: কুয়েত টাইমস
কাতার
কাতারের রাজকুমারী ‘কিলার মাউন্টেন’ জয় করে ইতিহাস গড়েছেন। গালফ নিউজের খবরে বলা হয়েছে, কাতারের রাজপরিবারের সদস্য এবং অভিজাত পর্বতারোহী শেখা আসমা আল থানি পাকিস্তানের ‘কিলার মাউন্টেন’ নামে পরিচিত নাঙ্গা পারবত জয় করে দেশের প্রথম নারী হিসেবে ইতিহাস গড়েছেন। নাঙ্গা পর্বতটির উচ্চতা ৮ হাজার ১২৬ মিটার। পাকিস্তানের গিলগিত-বালতিস্তানের এই বিপজ্জনক পর্বত তার কঠিন পথ ও দুর্ঘটনার ইতিহাসের জন্য কুখ্যাত। মাত্র এক সপ্তাহ আগে চেক রিপাবলিকের ৪৬ বছর বয়সী পর্বতারোহী ক্লারা কোলাউচোভা সেখানে দুর্ঘটনায় মারা যান। নাঙ্গা পারবত শেখা আসমার নবম ৮ হাজার মিটার উচ্চতার শৃঙ্গ জয়। তিনি বিশ্বের ১৪টি ৮ হাজার মিটার পর্বত জয়ের লক্ষ্যে এগিয়ে চলেছেন। সূত্র: গালফ নিউজ