Logo
×

Follow Us

মধ্যপ্রাচ্য

ইউএই গোল্ডেন ভিসা: প্রতারণা থেকে সাবধান!

Icon

অনলাইন ডেস্ক

প্রকাশ: ০৯ জুলাই ২০২৫, ০৮:১৫

ইউএই গোল্ডেন ভিসা: প্রতারণা থেকে সাবধান!

সংযুক্ত আরব আমিরাতের (UAE) গোল্ডেন ভিসা নিয়ে সম্প্রতি অনলাইনে ব্যাপক আলোচনা শুরু হয়েছে; বিশেষ করে নতুন নমিনেশনভিত্তিক ভিসা, যেখানে সম্পত্তি বা ব্যবসায় বিনিয়োগ ছাড়াই আবাসনের সুযোগ দেওয়া হচ্ছে। তবে UAE সরকার সতর্ক করে দিয়েছে, এই ভিসার জন্য শুধু সরকারি চ্যানেল বা লাইসেন্সপ্রাপ্ত প্রতিষ্ঠান ব্যবহার করতে হবে, অন্যথায় প্রতারণার শিকার হওয়ার ঝুঁকি রয়েছে।

কী ধরনের প্রতারণা হচ্ছে?

অনেক অনলাইন প্ল্যাটফর্ম ও অপ্রমাণিত এজেন্সি দাবি করছে, ১ লাখ দিরহাম ফি দিয়ে কোনো বিনিয়োগ ছাড়াই গোল্ডেন ভিসা পাওয়া যাবে। আবার কেউ কেউ ক্রিপ্টোকারেন্সি বিনিয়োগের মাধ্যমে ভিসা পাওয়ার সুযোগ বলেও প্রচার করছে। UAE কর্তৃপক্ষ এসব দাবিকে ভুয়া ও বিভ্রান্তিকর বলে ঘোষণা করেছে।

কীভাবে নিরাপদে আবেদন করবেন?

Federal Authority for Identity, Citizenship, Customs and Port Security (ICP)-এর সরকারি ওয়েবসাইট বা ICP UAE Smart App ব্যবহার করুন।

Dubai-ভিত্তিক আবেদনকারীরা General Directorate of Residency and Foreigners Affairs (GDRFA)-এর মাধ্যমে আবেদন করতে পারেন।

নমিনেশনভিত্তিক ভিসার জন্য Rayad Group বা VFS Global-এর মতো লাইসেন্সপ্রাপ্ত প্রতিষ্ঠান ব্যবহার করুন।

ব্যক্তিগত তথ্য বা অর্থ প্রদান করার আগে প্রতিষ্ঠানের বৈধতা যাচাই করুন।

ইউএই সরকারের বার্তা

UAE সরকার বলেছে, “গোল্ডেন ভিসা প্রোগ্রাম যতই সম্প্রসারিত হোক, স্বচ্ছতা ও আইনি জবাবদিহিতা বজায় রাখা হবে। কোনো অপ্রমাণিত উৎস থেকে আবেদন করলে ভিসা বাতিল, অর্থনৈতিক ক্ষতি বা আইনি জটিলতায় পড়ার আশঙ্কা রয়েছে।”

বর্তমানে গোল্ডেন ভিসার আওতায় ১২টি ক্যাটাগরি রয়েছে। যেমন- বিনিয়োগকারী, উদ্যোক্তা, বিজ্ঞানী, কনটেন্ট ক্রিয়েটর, নার্স, ই–স্পোর্টস পেশাজীবী, ইয়ট মালিক ইত্যাদি। তবে এই সুযোগগুলো অত্যন্ত নির্বাচিত ও শর্তসাপেক্ষ, তাই প্রতিটি আবেদন যাচাই-বাছাই যোগ্য উৎস থেকে করা জরুরি।

তথ্যসূত্র: গালফ নিউজ 

Logo