ওমানে পরিবারভিত্তিক রেসিডেন্সি ভিসা: সন্তানদের স্পন্সর করার নিয়ম

অনলাইন ডেস্ক
প্রকাশ: ০৮ জুলাই ২০২৫, ০৯:৪১

ওমান সরকার প্রবাসী কর্মীদের জন্য পরিবারভিত্তিক রেসিডেন্সি ভিসা (Family Joining Visa) চালু রেখেছে, যার মাধ্যমে একজন অভিবাসী কর্মী তার স্ত্রী ও ২১ বছরের নিচের সন্তানদের স্পন্সর করতে পারেন। এই ভিসা Royal Oman Police কর্তৃক ইস্যু হয় এবং দুই বছরের জন্য বৈধ থাকে।
স্পন্সরশিপের শর্ত
সন্তানদের বয়স অবশ্যই ২১ বছরের নিচে হতে হবে। স্পন্সর হিসেবে প্রবাসী কর্মীকে GCC স্ট্যান্ডার্ড অনুযায়ী সিনিয়র পজিশনে থাকতে হবে এবং নিজ নামে বা নিয়োগকর্তার নামে ভাড়া করা বাসায় বসবাস করতে হবে।
ওমানি নাগরিকরা তাদের বিদেশি স্ত্রীকে স্পন্সর করতে পারেন, তবে বৈবাহিক সনদ ও পররাষ্ট্র মন্ত্রণালয়ের অনুমোদন প্রয়োজন হয়।
ভিসার বৈশিষ্ট্য
- দুই বছর মেয়াদি।
- মাল্টি-এন্ট্রি সুবিধা: ভিসার মেয়াদে একাধিকবার দেশ থেকে যাওয়া-আসা করা যায়।
- একজন স্বামী বা স্ত্রীর রেসিডেন্সি থাকলে তা অন্যজন ও সন্তানদের জন্য স্বয়ংক্রিয়ভাবে প্রযোজ্য, যদি না তারা আলাদা রেসিডেন্সি পারমিট নেন।
এই নিয়মগুলো ওমানের পরিবারবান্ধব অভিবাসন নীতির অংশ, যা প্রবাসী কর্মীদের জন্য সামাজিক স্থিতিশীলতা নিশ্চিত করে।
তথ্যসূত্র: টাইমস অব ওমান