Logo
×

Follow Us

মধ্যপ্রাচ্য

সৌদি আরবে ফুড ভ্যান চালানোর নতুন নিয়ম

Icon

অনলাইন ডেস্ক

প্রকাশ: ০৭ জুলাই ২০২৫, ০৯:১২

সৌদি আরবে ফুড ভ্যান চালানোর নতুন নিয়ম

সৌদি আরবের পৌর ও গ্রামীণ বিষয়ক মন্ত্রণালয় সম্প্রতি ফুড ট্রাক পরিচালনার জন্য নতুন নিয়মাবলি ঘোষণা করেছে, যার লক্ষ্য নগর ব্যবস্থাপনা, জনস্বাস্থ্য ও নিরাপত্তা নিশ্চিত করা। এই নিয়মের আওতায় ফুড ট্রাক ব্যবসায়ীদের জন্য নির্দিষ্ট সময়সীমা, অবস্থান সীমাবদ্ধতা ও প্রযুক্তিনির্ভর নজরদারি ব্যবস্থা চালু করা হয়েছে।

নতুন নিয়ম অনুযায়ী, ফুড ট্রাকগুলো রাত ১২টার পর চালানো যাবে না, অর্থাৎ কারফিউ সময়ের মধ্যে কার্যক্রম বন্ধ রাখতে হবে। এছাড়া ট্রাকগুলো শুধু অনুমোদিত এলাকাতেই অবস্থান করতে পারবে, যেমন- নির্ধারিত পার্কিং স্পট, উৎসব এলাকা বা পৌর কর্তৃপক্ষ অনুমোদিত স্থান।

প্রতিটি ফুড ট্রাকে সিসিটিভি ক্যামেরা ও জিপিএস ট্র্যাকিং সিস্টেম বাধ্যতামূলক করা হয়েছে, যাতে কর্তৃপক্ষ রিয়েল-টাইমে অবস্থান ও কার্যক্রম পর্যবেক্ষণ করতে পারে। এই প্রযুক্তি ব্যবস্থার মাধ্যমে অবৈধ অবস্থান, স্বাস্থ্যবিধি লঙ্ঘন বা জনদুর্ভোগ সৃষ্টি হলে তাৎক্ষণিক ব্যবস্থা নেওয়া যাবে।

মন্ত্রণালয় জানিয়েছে, এই নিয়মগুলো ব্যবসায়ীদের জন্য বাধা নয়, বরং একটি সুশৃঙ্খল ও নিরাপদ পরিবেশ তৈরির অংশ। যারা নিয়ম মানবে না, তাদের বিরুদ্ধে জরিমানা, লাইসেন্স বাতিল বা ট্রাক জব্দের মতো ব্যবস্থা নেওয়া হবে।

এই পদক্ষেপ সৌদি ভিশন ২০৩০-এর অংশ হিসেবে নগর জীবনের মান উন্নয়ন ও ক্ষুদ্র উদ্যোক্তাদের জন্য নিরাপদ ব্যবসা পরিবেশ নিশ্চিত করার লক্ষ্যে নেওয়া হয়েছে।

তথ্যসূত্র: সৌদি গেজেট

Logo