Logo
×

Follow Us

মধ্যপ্রাচ্য

মধ্যপ্রাচ্যের নিউজ আপডেট ৩ জুলাই, ২০২৫

ভারতের কিছু কল সেন্টার চক্র আমিরাত প্রবাসীদের টাকা হাতিয়ে নিচ্ছে

Icon

অনলাইন ডেস্ক

প্রকাশ: ০৩ জুলাই ২০২৫, ১৫:০৬

ভারতের কিছু কল সেন্টার চক্র আমিরাত প্রবাসীদের টাকা হাতিয়ে নিচ্ছে

সৌদি আরব

গালফ দেশগুলোতে অভিন্ন ট্যুরিস্ট ভিসা শিগগিরই চালু হচ্ছে। রিয়াদে অনুষ্ঠিত গালফ দেশগুলোর প্রতিনিধিদের এক বৈঠকে এই ঘোষণা এসেছে। ২ জুলাই এক বৈঠকে গালফ কো-অপারেশন কাউন্সিলের মহাসচিব জাসেম আল-বুদাইউই বুধবার ঘোষণা দিয়েছেন, GCC সদস্য নয় এমন দেশের নাগরিকদের জন্য একটি অভিন্ন ট্যুরিস্ট ভিসা শিগগিরই চালু হতে যাচ্ছে। কুয়েত নিউজ এজেন্সির খবরে আরো বলা হয়েছে, অভিন্ন এই ভিসা উদ্যোগ দেশগুলোর এক ভিশনের সাথে সামঞ্জস্যপূর্ণ। নতুন এ ভিসা পর্যটন ও অর্থনৈতিক সংহতি বাড়াতে সাহায্য করবে। সূত্র: কুয়েত নিউজ এজেন্সি


আরব আমিরাত

ভারতের কিছু কুখ্যাত কল সেন্টার চক্র আমিরাত প্রবাসীদের টার্গেট করে প্রতারণা করছে বলে খরব প্রকাশ করেছে খালিজ টাইমস। সংবাদমাধ্যমটির অনুসন্ধান প্রতিবেদনে দাবি করা হয়েছে, কমপক্ষে তিনটি ভারতীয় কল সেন্টার- দুটি নয়ডায় এবং একটি জয়পুরে; যারা ফরেন এক্সচেঞ্জ কোম্পানি পরিচয় দিয়ে বিনিয়োগের লোভ দেখিয়ে আমিরাত প্রবাসীদের টাকা হাতিয়ে নিচ্ছে। প্রবাসীদের শুরুতে +971 নম্বরের বিষয়ে সতর্ক থাকতে ও অজানা কোনো লিংকে টাকা পাঠাতে নিষেধ করা হয়েছে। ব্যবহৃত নম্বরগুলো দেখতে দুবাইয়ের মতো হলেও সেগুলো আসলে ভারতের ভেতর থেকে পরিচালিত। সূত্র: খালিজ টাইমস


ওমান

ব্যাংক লেনদেনে পরিবর্তন এনেছে ওমান। ১ জুলাই থেকে সব ধরনের আর্থিক লেনদেনের জন্য আন্তর্জাতিক ব্যাংক অ্যাকাউন্ট নম্বর (IBAN) ব্যবহার করা বাধ্যতামূলক করা হয়েছে। আইব্যানে সাধারণভাবে তিনটি বিষয়; যেমন- দেশের কোড: AE=UAE, OM=Oman, নিরাপত্তা চেক ডিজিট ও মূল অ্যাকাউন্ট নম্বর ব্যবহার করে অর্থ ট্রান্সফার করতে হবে। আইব্যান ছাড়া ব্যাংক লেনদেন গ্রহণযোগ্য হবে না। দেশটির সেন্ট্রাল ব্যাংকের মতে, এই পদক্ষেপের ফলে লেনদেনের সঠিকতা বেড়েছে, ভুলের হার কমেছে এবং স্থানীয় ও আন্তর্জাতিক লেনদেনের গতি অনেক বেশি বেড়েছে। সূত্র: খালিজ টাইমস


কুয়েত

জুলাইয়ে বাধ্যতামূলক এক্সিট পারমিট চালুর পর এখন পর্যন্ত প্রবাসী কর্মীদের জন্য ৩৫ হাজার এক্সিট পারমিট ইস্যু করেছে কুয়েত। নতুন নিয়ম অনুসারে কুয়েত ছাড়ার আগে মালিকের কাছ থেকে বাধ্যতামূলক এই অনুমতি নিতে হবে। তা না হলে কুয়েত ছেড়ে দেশে আসা যাবে না। সাহেল ও আসাহাল ডিজিটাল প্ল্যাটফর্মের মাধ্যমে আবেদন করতে হবে। নতুন ডিজিটাল ব্যবস্থা চালুর মাধ্যমে প্রক্রিয়াটি হয়েছে দ্রুত, সহজ ও অনলাইননির্ভর। কুয়েত সরকার জানিয়েছে নিয়মটি শ্রম ও আবাসন ব্যবস্থাকে শৃঙ্খলার মধ্যে আনার লক্ষ্যে নেওয়া হয়েছে। সূত্র: গালফ নিউজ 

Logo